জেনারেল রাইটিং পোস্ট ||| আগে কি সুন্দর দিন কাটাতাম ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
source
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জেনারেল রাইটিং "আগে কি সুন্দর দিন কাটাতাম"।
সময় দিন মাস বছর কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারছি না। রাতের অন্ধকার কেটে সকালের সূর্যের আলো প্রস্ফুটিত হয়। এভাবেই চলে দিনের পর দিন রাতের পর রাত। একটা সময় মনে হত দিন চলে যেতেই চাইতো না কিন্তু এখন মনে হয় এমন ভাবে দিনগুলো রাতগুলো চলে যায় চোখের পলকেই।সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না কথাটা একদম সত্য। একটা সময় কতটা আনন্দ করতাম মজা করতাম কিন্তু যখন যতই দিন যাচ্ছে এখন বারবার মনে হচ্ছে আমাদের বাবা-মা সময় আমরা কত কিছুই না তাদের বলতাম এটা কোন ব্যাপার হলো তোমরা এত টেনশন করো এটা কোন চিন্তার বিষয় হলো কিন্তু এখন আমরা বাবা মা হয়ে এই সময়ে এসে সেই কথাগুলো বারবার মনে পড়ে। যায় দিন ভালো আসে দিন খারাপ কথাটা একদম বাস্তব সত্য। জীবন কত আনন্দময় ছিল।
জীবনের গল্প ছিল অন্যরকম। কতটা আন্তরিকতা মায়া-মমতা ছিল একজন আরেকজনের মাঝে। হিংসা বিদ্বেষ ছিল তবে এখনকার সময়ের মতো এতটা নয়। এখনকার মানুষের একমুখে দশ কথা। আপনার সামনে এক কথা আপনার সামনে থেকে একটু আড়ালে গেলেই আপনার নামে যত কথা বলার দরকার সব বলবে। স্বার্থ যেখানে আছে সেখানে সবাই ছুটে। স্বার্থ ছাড়া এক পা কেউ চলে না। কিন্তু একটা সময় এমন স্বার্থপরতা এবং এত নিচু মন ছিলনা মানুষের। যতই দিন যাচ্ছে মানুষের মন-মানসিকতা এবং পারিপার্শ্বিক অবস্থা থেকে অনেক কিছু দেখছি এবং শিখতে পারছি আর আগের সময় গুলোর সাথে পার্থক্য অনুভব করছি।
ভাই বোন আত্মীয়-স্বজন সবাই একসঙ্গে চলাফেরা। কত আনন্দ একজন আরেকজনের জন্য সহানুভূতি। কেউ উপরে উঠতে গিয়ে যদি স্লিপ কেটে পড়ে যায় তাকে সুন্দর পরামর্শ দেওয়া। বড়দের প্রতি শ্রদ্ধাবোধ ছোটদের প্রতি ভালোবাসা । কোথাও ঘুরতে গেলে সবাই মিলে ঘুরতে যাওয়া। বাসায় ভালো একটা কিছু নিয়ে আসলে পাশের বাসায় এবং আশেপাশের আত্মীয়-স্বজনকে নিয়ে খাওয়া। মোটকথা সবই ছিল অন্যরকম সত্যিই আগে কি সুন্দর দিন কাটাতাম। আর বর্তমান প্রেক্ষাপটে লক্ষ্য করলে দেখা যায় তার উল্টো। বেশিরভাগ মানুষের মধ্যেই চলে হিংসা।আমার চেয়ে সে বড় হবে তাকে সঠিক পথ দেখাবো কখনোই না। লোভ লালসা হিংসা মানুষকে ধ্বংস করে। আর এজন্যই আমরা ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছি।
আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো নতুন কোন ব্লগ নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩