ডাই পোস্ট ||| ‎ন্যাচারাল নাইট ক্রিম ||| original diy by @saymaakter.

in আমার বাংলা ব্লগ11 days ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? প্রত্যাশা করছি সবাই পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। বর্তমানের আবহাওয়াটা অনেক সুন্দর এই সুন্দর আবহাওয়ায় সবার মঙ্গল কামনা করছি।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

Messenger_creation_D34704EE-FA2A-4A4B-A7DB-1997E93F1A86.jpeg




বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটু ব্যতিক্রম ও ভিন্ন ধরনের ব্লগ নিয়ে। আমি চেষ্টা করি সব সময় ইউনিক কিছু নিয়ে হাজির হওয়ার জন্য। প্রকৃতি প্রকৃতির নিয়মে চলে ঋতু যায় আরেক ঋতু চলে আসে । বর্তমানের আবহাওয়া টা একটু চেঞ্জ হচ্ছে। শীতের দিনে শাক-সবজির স্বাদের যেমন তুলনা নেই অতুলনীয়। তেমনি শীতের দিনে আমাদের হাত পা স্কিনের খুব যত্নের দরকার। আর যত্ন করলে প্রত্যেকটি জিনিস সুন্দর হবে। যেমন আমাদের ঘরের আসবাবপত্র যদি আমরা প্রতিদিন একটি কাপড় দিয়ে মুছি এবং যত্ন করি সেই আসবাবপত্র অনেক সুন্দর থাকবে। তেমনি ঘরের বলেন পোশাক বলেন যে কোন জিনিস যত্ন করলেই রত্ন বাড়ে।

শীত আসতে না আসতে আমি আপনাদের জন্য একটি ন্যাচারাল ক্রিম নিয়ে হাজির হয়েছি।আমি নিজেও বাসা তৈরি করে এটা ইউজ করছি।এই ন্যাচারাল ক্রিমটি ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। স্কিন ফাটা রুক্ষ ত্বক এবং উজ্জ্বল করতে সহায়তা করবে।ন্যাচারাল উপাদান দিয়ে যদি আমরা স্ক্রিনের যত্ন নেই স্ক্রিন বুঝে তাহলে আমাদের স্কিনের সমস্যাটাও কম হবে। আমার মনে হয় প্রাকৃতিক যে কোন কিছু আমাদের জন্য অনেক ভালো। আর বর্তমানে বাজারে যেকোনো পণ্যের ভেজালের তো কথাই নেই। যে জিনিসটি প্রথমবার ভালো বের হয় সেটা পরেরবার ভেজাল বের করে অন্য কেউ। তাইতো ভালোর মধ্যে খারাপ প্রোডাক্ট অনেক সময় চলে আসে যার কারণে আমাদের স্কিনের বারোটা বেজে যায়। চলুন আর কথা না বাড়িয়ে "ন্যাচারাল নাইট ক্রিম" কিভাবে তৈরি করেছি তা দেখে নেওয়া যাক।

উপাদানসমূহঃ-

‎১।কাঁচা হলুদ ।
‎২।অ্যালোভেরা।
‎৩।নারিকেল তেল ।
‎৪।ভিটামিন ই ক্যাপ ।

Messenger_creation_0948509A-E95E-4AE0-B272-9F55700F4EB2.jpeg

Messenger_creation_8C525F90-FB67-4B26-B4B2-40D8B8213A7C.jpegMessenger_creation_0946446E-FE73-49D3-9311-4B864F89161F.jpeg

Messenger_creation_0AA3598C-1A71-42B7-8D0D-41090C42B84E.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🔘প্রথম ধাপ🔘

Messenger_creation_1CB243E6-CE85-4C15-82E9-A0E8B5F0DB06.jpeg

‎প্রথমে কাঁচা হলুদ গুলো হালকা করে ছিলে নিয়েছি।

🔘দ্বিতীয় ধাপ🔘

Messenger_creation_676AC463-35CD-4D84-A0B7-2130455CE224.jpeg

‎এবার এলোভেরা সুন্দর করে পানিতে ভিজিয়ে রেখে দুই সাইডের কাঁটা গুলো কেটে নিয়েছি।

🔘তৃতীয় ধাপ🔘

Messenger_creation_8792D593-59E5-441F-8AF8-AC63786321E4.jpeg

‎কাঁচা হলুদ গুলো শিল্পাটাই বেটে নিয়েছি।

🔘চতুর্থ ধাপ🔘

Messenger_creation_510A9B98-56DE-47AE-A84B-B31291F4A8C4.jpeg

‎এবার এলোভেরা শিলপাটায় সুন্দর করে বেটে নিয়েছি।

🔘পঞ্চম ধাপ🔘

Messenger_creation_2D5F2670-3F43-454E-83AA-BFD83A30CF7C.jpeg

‎এবার ছোট্ট পরিষ্কার একটি ফ্রাই পেনে হলুদের পেস্ট গরম করে নিয়েছি।

🔘ষষ্ঠ ধাপ🔘

Messenger_creation_1D949D1C-8BFE-4B38-838D-5EEF85E469AF.jpeg

‎হলুদের পেস্টে নারকেল তেল ও অ্যালোভেরা দিয়ে হালকা আছে কিছুক্ষণ ভেজে নিয়েছি ।

🔘সপ্তম ধাপ🔘

Messenger_creation_9D8F3BED-3CF1-42CA-A02C-CC708AC748B0.jpeg

‎এবার ভেজে নেওয়া মিশ্রণটি একটি পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি।

🔘অষ্টম ধাপ🔘

Messenger_creation_D8EEF487-3509-42F9-ABEA-62B13C89537E.jpeg

Messenger_creation_97DC5349-8D7B-42E9-8789-4840EEE5A95D.jpegMessenger_creation_F1915AD0-3D4D-4AC5-B633-E8CB163A1D2E.jpeg

‎ছেকে নেওয়া সেই ক্রিমটির ভিতরে ভিটামিন ই ক্যাপ দিয়ে দিয়েছি।কিছুক্ষণ নেড়েছি আর এভাবে হয়ে গেল আমার "ন্যাচারাল নাইট ক্রিম"।এবার একটি কাঁচের জারের ভেতরে সেই ক্রিমটি রেখে অনেক দিন স্ক্রিনে দেওয়া যাবে।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png



Sort:  
 9 days ago 

বাজার থেকে কিনা ক্রিম থেকে এখন তৈরি করা ন্যাচারাল ক্রিম আমাদের শরীরের জন্য খুবই ভালো। আপনার তৈরি করা নাইট ক্রিম দেখে বেশ ভালই লাগলো। চাইলে আপনার রেসিপিটি ফলো করে তা তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ এত সুন্দর নাইট ক্রিম আমাদের কে তৈরি করে দেখানোর জন্য।

 8 days ago 

বাসায় যদি এভাবে ক্রিম তৈরি করা যায় তাহলে ত্বক অনেক ভালো থাকবে। আজকের পোস্ট দেখে সত্যি ভালো লেগেছে। আপু দারুন ভাবে আপনি উপস্থাপন করেছেন।