ফটোগ্রাফি পোস্ট ||| কিছু রেনডম ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিনগুলো অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমি চেষ্টা করি সব সময় আমার বাংলা ব্লগ কমিউনিটিতে ইউনিক কিছু নিয়ে হাজির হতে। তাইতো তার ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য আপনাদের মাঝে আবারো হাজির হলাম। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি "কিছু রেনডম ফটোগ্রাফি" নিয়ে।রেনডম ফটোগ্রাফি পোস্ট করতে অনেক ভালো লাগে তেমনি বিভিন্ন ফটোগ্রাফি সম্পর্কে একটি পোস্টে ধারণা নেওয়া যায়।
সব সময় একটি চিন্তা মাথায় থাকে এখানে ইউনিক কিছু পোস্ট করতে হবে।যাকে ভালোবাসি যার পাশে থাকতে চাই আজীবন যার পাশে হাটতে চাই আজীবন তাকে অবশ্যই ভালো কিছু দিতে হবে সেই চিন্তা ধারণা থেকেই চেষ্টা করি ইউনিক কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য।একটা সময় যখন ফোনে এবং টেলিভিশনে দেখতাম ফটোগ্রাফাররা কেমন করে ফটোগ্রাফি করে। এত সুন্দর মনে হয় চোখ জুড়িয়ে যায় তখন চিন্তা হতো এবং ভাবতাম তারা এত সুন্দর করে ছবিগুলো কিভাবে ক্যামেরাবন্দি করে।
কিন্তু যখন আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যোগদান করলাম এবং এডমিন মডারেটর ভাই-বোনদের মাধ্যমে অনেক কিছু শিখতে পারলাম তখন বুঝতে পারলাম সব কিছু শেখার দরকার আছে।যেকোন বিষয় সম্পর্কে শিক্ষা না হলে কোন কিছুই মানুষ পারদর্শী হতে পারে না। যদিও ফটোগ্রাফারদের অনেক দক্ষতা। তারপরও আমার বাংলা ব্লগ কমিউনিটি থেকে আমরা যতটুকু শিখেছি জেনেছি এটাও কিন্তু কম নয়।
এখন যেখানেই যাই যে অবস্থায় থাকি না কেনএকটি কথাই মাথায় ঘুরপাক খায় আমার বাংলা ব্লগে সুন্দর কিছু দেখলে ক্যামেরাবন্দি করে রাখতে হবে এবং সেটা উপস্থাপন করার অপেক্ষায় থাকি। হয়তো একটা সময় ছবি বা ফটোগ্রাফি করতে লজ্জা বোধ করত কিন্তু এখন বিন্দুমাত্র এই সংকোচ কাজ করে না।
যখনি সুন্দর কিছু দেখি তখনই সঙ্গে সঙ্গে ফোন হাতে নিয়ে সেই সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করি। আর প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে এত সুন্দর প্রকৃতি সৃষ্টিকর্তা আমাদের মাঝে দিয়েছেন যা দেখেই চোখ জুড়িয়ে যায় সবুজের সমারোহ। সবুজের বুকে গেলেই মনে হয় চোখ জুড়িয়ে যায়। মন ভরে যায় এবং বুকে শান্তি ফিরে আসে।
তাইতো প্রকৃতির কাছাকাছি গিয়ে সব সময় চেষ্টা করি ফটোগ্রাফি করে আপনাদের মাঝে তুলে ধরার জন্য। চিরসবুজ দেশ সবুজ ধান ক্ষেত কৃষকের কষ্টের ফসল ফলানো চারিদিকে হিমেল হাওয়া পুবাল বাতাস সবকিছুই অন্যরকম ভালোলাগা। আমাদের চোখে এসে ধরা পড়ে। তাইতো আমরা বারবার চলে যাই সবুজের মাঝে এবং ফটোগ্রাফি করি নিজেও শান্তি পাই।
আমার পরিচয়
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩
আসলেই অত্যন্ত সুন্দর হয়েছে ফটোগ্রাফি পোস্টটি ফটোগ্রাফিতে যে আমের ফটোটি শেয়ার করেছেন দেখে মনে হচ্ছে এটি রুপালি আম। তাছাড়াও বাকি ফটোগ্রাফি গুলি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেলাম। আপনার থেকে আগামীতে এরকম ফটোগ্রাফি আরো দেখতে চাই।