জেনারেল রাইটিং পোস্ট ||| নিজেই নিজের আপন ||| original writing by @saymaakter.

in আমার বাংলা ব্লগ8 days ago

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা প্রত্যাশা করছি সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

girl-2758596_1280.jpg
source



বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের মাঝে একটু ব্যতিক্রম ধরনের একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি।আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।

আমি আজ আপনাদের মাঝে জেনারেল রাইটিং "নিজেই নিজের আপন" নিয়ে হাজির হয়েছি।‎প্রতিটি মানুষ যখন পরিবারের বড় হয় তখন অনেক আদরে বেড়ে ওঠে। পরিবারের মা বাবা ভাই বোন সবাই সবার প্রতি অনেক কেয়ারফুল। তাদের ভালবাসাগুলো যেন অন্যরকম। এই ভালোবাসার সাথে নেই কোন তুলনা। আপনি যেখানেই যান না কেন যার সঙ্গে যত মেলা মেশাই হোক না কেন দেখবেন পরিবারের আপন জনের মতো কেউ হয় না।

হয়তোবা কোন কারনেই অথবা ভুল বোঝাবুঝির কারণে আপনার পরিবারের সঙ্গে যদি কখনো কোন মতবিরোধ হয় তখন কিন্তু আপনার বিপদে ঠিকই চলে আসবে। কিন্তু বাইরের মানুষ তারা আরো আপনার জন্য অমঙ্গল কামনা করবে। এই পৃথিবীতে চলতে ফিরতে কত রকমের ঘটনা দেখা যায়। এক পরিবার থেকে অনেক আদর যত্নে ‎থাকা মানুষটি যখন অন্য পরিবারের যায় সেই সংসারের নতুন হাল ধরে। তখন তাকে কত না কিছুর সম্মুখীন হতে হয়। কত রকমের বাধা বিপত্তি মানুষের কটু কথা।

সবকিছুই হজম করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। পরিবারের সেই মানুষগুলোর দিকে তাকাতে তাকাতে সেই মানুষটি আর আগের মত থাকে না নিজে নিজেকে ভুলে যায়। তখন মনে হয় সংসারের সেই মানুষগুলো কিভাবে ভালো থাকবে। কি করলে তারা মনে একটু আনন্দ পাবে। একটি সময়ে এসে এই যে ব্যস্তমুখর একটি জীবন পরিবারের সকলের কথা ভাবা এবং নিজেকে ভুলে যাওয়া। কিন্তু এই ভুলে যাওয়া নিজেকে আমাদের জন্য কতটা ক্ষতি এটা আমরা নিজেরাও বুঝতে পারছি না।

বর্তমান সময়ে কেউ কাউকে ভালোবাসে না। তাইতো নিজেকে খুশি রাখতে হবে নিজের। নিজের মনকে যেটাতে ভালো লাগবে সেই কাজটা করতে হবে। ঘুরতে হবে গান শুনতে হবে। সময় চলে যাচ্ছে সময়ের মতো। কিন্তু নিজের জীবন নিজেরই। বয়স একটি সংখ্যা মাত্র। বয়স হচ্ছে সবার। এই বয়সের তাল মিলিয়ে যদি নিজেকে গুটিয়ে রাখি তাহলে জীবনে কিছুই পেলাম না। আপনার আমার জীবনের প্রথম সময়গুলো যদি অনেক আনন্দে উৎসাহ সুখ না থাকে এবং শেষ বয়সে যদি এটা আসে তাহলে কি দোষ ভাগ্যের।আনন্দ সুখ কখন আসবে কেউ বলতে পারেনা। তাইতো সামান্য চাহিদা মধ্যে থেকেও নিজের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করা উচিত এবং নিজেকে নিজের ভালো রাখা উচিত এবং নিজেই নিজের আপন।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png