স্বরচিত কবিতা পোস্ট ||| অভিমান ||| original poetry by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার প্রিয় বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং পরিবারসহ সুন্দর সময় অতিবাহিত করছেন। আমিও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তায়ালার রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।
বরাবরের মত আজকে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। আমার ব্লগগুলো আপনাদের পড়তে এবং বুঝতে কোমন লাগে,তা আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো এই বুঝতে পারি।আর আপনাদের এই সুন্দর সুন্দর মন্তব্য গুলো আমার ব্লগ লেখার প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আজকে আমি আপনাদের মাঝে স্বরচিত কবিতা "অভিমান" নিয়ে হাজির হয়েছি।চলুন আর কথা না বাড়িয়ে আজকের "অভিমান" কবিতায় কি লিখেছি তা দেখে নেওয়া যাক।
কারো প্রতি নয়
অভিমান তো এখন নিজের সঙ্গে,
কি ছিলাম কতটা পরিবর্তন হলাম,
যখন অভিমান হয়
সত্যিই মিলাতে পারিনা
এই আমি আর সেই আমি।
কত যত্নের অভাব নিজের,
অভিমান একাকীত্ব অবহেলা
সবকিছুই যেন নিজের হয়ে গেছে
সইতে সইতে অন্য কিছু মনে হয় না,
শুধু মনে হয় এই শেষ বেলায় এসে
নিজের প্রতি বড্ড অবহেলা।
শুধুই দেখেছি অন্যের মাঝে,
কিভাবে আনন্দ উল্লাসে
মেতে থাকতে হয় ভুলেই গেছি!
তবে জীবনের প্রতি বড্ড অভিমান
নিজেকে ভালোবাসা নিজেকে আপন
করে ভাবা হায় নি বলে,
কখনো মনে হয় হয়তো সময় আসবে
কিন্তু সময় ও স্রোত যে
কারো জন্য অপেক্ষা করে না
কিছু পাওয়ার আশা ছিল
কিন্তু কখনো পাওয়া হয়নি
কিছু স্বপ্ন মনে ছিল
কখনো পূরণ হয়নি?
মাঝে মাঝে বড্ড ভাবায় নিজেকে
আমি কি আমার মধ্যে আছি?
নাকি নীরব শান্ত এই মন
অবহেলায় অযত্নে হারিয়েছে এখন।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩
আপনি আজকের এই কবিতার মধ্যে অনেক সুন্দর অনুভূতিকে প্রকাশ করেছেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। মনের অনুভূতি দিয়ে এরকম কবিতাগুলো লিখলে খুবই সুন্দর হয়, আর পড়তে অনেক ভালো লাগে। আমার কাছে আপনার কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে।
আমাদের এই কমিউনিটির কমবেশি সবাই এখন সুন্দর সুন্দর কবিতা লিখে থাকে। আর তার মধ্যে আপনিও অনেক সুন্দর কবিতা লিখে থাকেন। সুন্দর ছিল আপনার এই কবিতাটা লেখার টপিক। কবিতার প্রত্যেকটা লাইন এত সুন্দর করে লিখেছেন। এটা দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এত সুন্দর টপিক নিয়ে কবিতা লেখার জন্য ধন্যবাদ।
আপনার লেখা আজকে কবিতাটি আমার ভীষণ পছন্দ হয়েছে, কবিতাটি পড়ে মনে হচ্ছে এটা যেন আমার নিজের কথা। আসলে মাঝে মাঝে আমিও চিন্তা করি যে নিজেকে কতটা হারিয়ে ফেলেছি। চমৎকার সুন্দরভাবে লিখেছেন আপনি কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ।
বাহ আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।অভিমান কবিতাটি পড়ে ভালো লাগলো আপনার। কবিতার মাঝে বাস্তব কথা তুলে ধরেছেন। এই ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়। সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন।
অসাধারণ কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতার লাইন গুলো পড়ে অনেক ভালো লেগেছে আপু। আপনার প্রতিভা সত্যিই প্রশংসনীয়।
আপনার কবিতাগুলো সব সময় অনেক বেশি সুন্দর হয়ে থাকে৷ আজকেও আপনি চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন৷ যা পড়ে অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে আপনি ফুটিয়ে তুলেছেন৷ তার পাশাপাশি এখানে এই কবিতা আপনার কাছ থেকে যখন পড়লাম তখন তো আমাকে অনেক বেশি মুগ্ধ করল৷