ফটোগ্রাফি পোস্ট ||| সবুজ প্রকৃতির ফটোগ্রাফি ||| original photography by @saymaakter.

in আমার বাংলা ব্লগ18 hours ago

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20250720_130637.jpg


তবে গরমে হঠাৎ করেই ঠান্ডার সমস্যাটা বেড়ে গেছে তারপরও আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা ভালো রেখেছেন।আমরা যেভাবে যে অবস্থাতেই থাকি না কেন সেটাই শুকরিয়া আদায় করতে হয়। কারণ সৃষ্টিকর্তা আমাদের যা করেন সবকিছু মঙ্গলের জন্যই করেন।

IMG_20250724_073736.jpg

বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আপনাদের মাঝে নতুনত্ব কিছু নিয়ে হাজির হতে পারলে খুব ভালো লাগে এবং সুন্দর সুন্দর মন্তব্য গুলো যখন পাই তখন উৎসাহ আরও দ্বিগুণ বেড়ে যায়।

IMG_20250724_073603.jpg

আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি "সবুজ প্রকৃতির ফটোগ্রাফি" নিয়ে। ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। যদিও আমি সেরকম ফটোগ্রাফার নই। যারা এটা নিয়ে পড়াশোনা করে তারা অনেক কিছু জানে। সবচেয়ে বড় কথা যে যে জিনিস নিয়ে বেশি জানতে চায় এবং আগ্রহী থাকে সেই বিষয়ে সে অনেক কিছু জানতে পারে। তারপরও যতটুকু শিখতে পেরেছি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া এবং আমার বাংলা ব্লগের কাছে চির কৃতজ্ঞ।

IMG_20250719_083925.jpg

বাংলা ব্লগে না আসলে হয়তোবা এই শিক্ষাটুকু হত না। আমি সব সময় আমার বাংলা ব্লগের কাছে চির কৃতজ্ঞ থাকব। কারণ বাংলা ব্লগ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তাইতো আজও তার পিছু পিছু হাটছি। যে ভালোবেসে এত শিক্ষা দিয়েছে যার কাছ থেকে এত কিছু শিক্ষা অর্জন করেছি তাকে ভোলা যাওয়া আসলেই কঠিন। প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন কারে।যেখানে সবুজ প্রকৃতির সেখানে গেলে উদাস মন থাকলেও সেই মনের ভিতর অন্যরকম একটি চাঞ্চলতা সৃষ্টি হয়। যে কারো মন যদি খারাপ থাকে দেখবেন একটি গাছের নিচে দাঁড়ালে এবং সেই গাছে যদি মৃদুমন্দ বাতাস শুরু হয় অটোমেটিক প্রশান্তি মিলে।

IMG_20250719_184518.jpg

চার দেয়ালে থাকতে থাকতে অনেক সময় মনটা যখন ভীষণ খারাপ হয় তখন প্রকৃতির কাছাকাছি আসলে মনের ভেতর অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। প্রকৃতি আমাদের কি দেয় না। আমাদের জন্য প্রকৃতির সবকিছুই বিলিয়ে দেয়। তার সৌন্দর্য ফুল ফল হিমেল হাওয়া এসব কিছুই আমাদের জন্য বিলিয়ে দেয়। অথচ আমরা এক নিমিষেই নিজেদের প্রয়োজনে নিজেদের সমস্যার জন্য কেটে ফেলছি তাদের। তারপরও তাদের নেই কোন অভিযোগ নেই কোন কান্না।

IMG_20250719_083857.jpg

আমরা প্রকৃতি থেকে অনেক কিছুই শিক্ষা অর্জন করতে পারি। তার এই মন-মানসিকতা সবার মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া। সত্যিই প্রকৃতির কাছে আমরা অনেক তুচ্ছ। প্রকৃতির সৌন্দর্য সব সময় মানুষের মনে দোলা দেয়। দূর দুরান্ত থেকে মানুষ ছুটে আসে সেই বাংলার কোলে। সবুজ শ্যামল সোনার গ্রামের বাড়িতে একটু বুক ভরে নিঃশ্বাস নিবে বলে।

IMG_20250716_081641.jpg

আজ যাচ্ছি অন্য কোনদিন আবারো হাজির হব নতুন কোন ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 6 hours ago 

খুবই দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন আপনি। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। মাঝে মাঝে যখন চমৎকার কিছু ফটোগ্রাফি দেখি তখন অনেক বেশি ভালো লাগে। এভাবে এগিয়ে যান, শুভকামনা রইল। সামনে আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে চাই।

 5 hours ago 

খুবই সুন্দর ছিল আপনার তোলা এই সকল ফটোগ্রাফি। আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ফটোগ্রাফি গুলো দেখতে। আপনি কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে প্রশংসা না করে থাকাই যায় না। কোনটা রেখে কোনটা দেখবো বুঝতেই পারছি না। এক নজরে তাকিয়ে ছিলাম আপনার তোলা ফটোগ্রাফি গুলোর দিকে।