স্বরচিত কবিতা পোস্ট ||| কষ্টের মাঝে স্বপ্ন ||| original poem by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ হাজির হয়েছি আপনাদের মাঝে আমার স্বরচিত কবিতা নিয়ে।যদিও আমি পারিনা সেরকম কবিতা লিখতে। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি। এক বুক আশা ও ধৈর্য নিয়ে লিখছি। কারন আমি জানি ধৈর্য ধরলে তার ফল একদিন পাওয়া যায়। তবে সৃষ্টিকর্তা এই গুণটি আমার অনেক দিয়েছে ধৈর্যশক্তি।ধৈর্য ধরতে ধরতে একটি সময় মনটা যখন খুব বিষন্নতায় থাকে তখন মনে হয় আমার আশা ও স্বপ্ন গুলো বিফলে যাবে।কিছুক্ষণ নিজের মনকে বোঝানোর পর আবারো চেষ্টা করি কারণ হয়তো ভালো কিছু হয়নি আমার এজন্যই আমি পারছি না। তবে কবিতা লেখা একপ্রকার নেশা হয়ে গেছে মৃত্যুর আগ পর্যন্ত আমি লিখে যাব এবং নতুন কিছু শিখব।
আজ আকাশে ভীষণ মেঘ জমেছে কালো মেঘে ঢেকে গেছে আকাশ। মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি ও হচ্ছে। প্রকৃতি এত সুন্দর। তার সৌন্দর্য এবং কালো মেঘ দেখে এবং হৃদয়ে কষ্ট নিয়ে একটি কবিতা লিখে ফেললাম। আমার স্বরচিত কবিতার নাম" কষ্টের মাঝে স্বপ্ন "চলুন আর কথা না বাড়িয়ে কবিতাটি দেখে নেয়া যাক।
আজ যাচ্ছি অন্য কোনদিন আবারও হাজির হব আমার স্বরচিত আরেকটি কবিতা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ।
নেই তো সাদা মেঘের ভেলা
এপার ওপার করছে খেলা
যায় না তার বেলা।
বিষন্নতায় ভরা
ও দূর পাহাড় একা
নিরবতা ও কষ্টে
রয়েছে জীবনের প্রান্তে
কখনো মেঘ কখনো বৃষ্টি
এটাই তো বিধাতার সৃষ্টি,
বুঝেও কেন বুঝি না।
থেকেই সকলের দ্বন্দ্ব
আশাগুলো মরীচিকা
ভালোবাসা নেই আগের মত,
যা পাওয়ার কথা ছিল
তা পাইনি হয়তো,
প্রত্যাশা হৃদয়ের মাঝে
দু চোখের স্বপ্ন অব্যাহত।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
https://x.com/mst_akter31610/status/1936021127647969529?t=y0fkEbCZySZmkP-wWuggwQ&s=19
https://x.com/mst_akter31610/status/1936022591153881271?t=SMovXnQulnAkX7qp57uddw&s=19
আজকে আপনি সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। আপনার লেখা কষ্টের মাঝে স্বপ্ন কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। হাজার কষ্টের মাঝেও মানুষ স্বপ্ন দেখে। আর স্বপ্ন দেখে সামনের দিকে এগিয়ে যাই। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনার কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে। আর আপনার কবিতা গুলো আমি সবসময় পড়ার চেষ্টা করি৷ আজকে যেভাবে আপনি এত সুন্দর একটা কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে আরো অনেক বেশি ভালো লাগছে৷ আর কষ্টের মাঝে স্বপ্ন নিয়ে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার মধ্য দিয়ে আপনি আপনার কবি প্রতিভাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য৷