রেসিপি পোস্ট ||| আমের খোসাসহ টক ঝাল মিষ্টি আচার ||| original recipe by @saymaakter.

in আমার বাংলা ব্লগlast month

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি।

Messenger_creation_921DF69C-5489-475D-AFCD-339EEE217A63.jpeg


বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।দুদিন হল আবহাওয়াটা অনেক সুন্দর। কিছুদিন আগে প্রচন্ড তাপদাহ চলছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই প্রচন্ড গরম থেকে মুক্তি পেলাম। বর্তমানে আবহাওয়া টা এত সুন্দর মেঘলা আকাশ প্রচন্ড বাতাস।তাই দেরি না করে এরকম সুন্দর একটি আবহাওয়ায় ঝটপট করে লিখে ফেললাম আজকের পোস্টটি।যদিও আবহাওয়ার প্রভাবটা মনের উপর ডিপেন্ড করে এটা আমি বিশ্বাস করি মনে প্রানে।

তাইতো সুন্দর আবহাওয়ায় লিখে ফেললাম একটি রেসিপি পোস্ট। আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি খোসাসহ আমের টক ঝাল মিষ্টি আচার। আচারের কথা বললে কম বেশি সকলেরই জিব্বায় জল এসে যায়। আর আচার সবারই পছন্দ।যখন যেটার সিজন তখন সেই সময়ে সবাই আচার বানানোতে ব্যস্ত থাকে। তাই আমিও বানিয়ে ফেললাম খোসাসহ আমের টক ঝাল মিষ্টি আচার। চলন আর কথা না বাড়িয়ে আচারটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

উপকরণসমূহ

১।আম।
২।রসুন।
৩।জিরা।
৪।আচারের মসলা।
৫।মরিচ গুড়া।
৬।শুকনা মরিচ।
৭।সরিষা সাদা।
৮।লাল সরিষা ।
৯।চিনি।
১০।সরিষার তেল।
১১।সাদা এলাচ দারচিনি।

Messenger_creation_00E6AD43-1909-4C82-A58A-7530031806EF.jpegMessenger_creation_B8A4AF5B-48F0-471B-94F4-39499D177F40.jpeg
Messenger_creation_72EA7DF4-DD8E-40A9-8F34-3D201568793B.jpegMessenger_creation_6E7AF8D6-1A49-43F2-A5FE-A63DCBB3A232.jpeg
Messenger_creation_157BDE22-DA27-42AE-9FC4-314C2E5EC821.jpegMessenger_creation_E3C62DB3-2787-4F25-9ED6-D5B948A2C36E.jpeg

↩️প্রস্তুত প্রণালী↪️

🔘প্রথম ধাপ🔘

Messenger_creation_DC52615D-5F3D-445B-BE86-43F045F6ADCB.jpeg

প্রথমে খোসা সহ আম ছোট ছোট টুকরো করে নিয়েছি।

🔘দ্বিতীয় ধাপ🔘

Messenger_creation_5FE20CAE-0339-4D7A-900A-A41CB05826FE.jpeg

এবার টুকরো আমের ভিতরে আর একটু চিরে নিয়েছি ।

🔘তৃতীয় ধাপ🔘

Messenger_creation_5F17F9EA-5DEE-4CF0-8DF5-91B04BC93D14.jpeg

পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি।

🔘চতুর্থ ধাপ🔘

Messenger_creation_5EF50CBD-5C97-44B3-A422-4D5CB704F334.jpeg

রসুনের খোসা ছাড়িয়ে রসুন শিল্পাটাই বেটে নিয়েছি।

🔘পঞ্চম ধাপ🔘

Messenger_creation_43BDFC91-051C-4496-A632-F7513C60DAC9.jpeg

আচারের মসলা কড়াইতে ভেজে সেগুলো গুড়ো করে নিয়েছি।

🔘ষষ্ঠ ধাপ🔘

Messenger_creation_53BC967D-72DA-4EDE-9F3A-A47F02378682.jpeg

এবার একটি পাতিলে পানি ঝরানো আমগুলো দিয়ে সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি ।

🔘সপ্তম ধাপ🔘

Messenger_creation_C7A672DF-19FB-4102-A86B-955FC97BB633.jpegMessenger_creation_7CE2512A-28EB-408C-86C9-48A722FB6700.jpeg

সেই আমের ভেতরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি।

🔘অষ্টম ধাপ🔘

Messenger_creation_60FB8B30-0D33-472F-9460-DDE6DB624E88.jpeg

এবার সামান্য পরিমাণ লবণ আচারের মসলা আমের ভেতর দিয়ে দিয়েছি।

🔘নবম ধাপ🔘

Messenger_creation_97FACC31-CA47-4AF0-9B31-137D14604B87.jpeg

আচারের মসলাগুলো যেন আচারে ভালোভাবে লাগে এজন্য কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়েছি।

🔘দশম ধাপ🔘

Messenger_creation_68D79BD4-32B2-4274-82EE-BC43F536D9B5.jpeg

এবার সেই আচারে চিনি অ্যাড করেছি।

🔘এগারো তম ধাপ🔘

Messenger_creation_2C57B459-6EE4-4E78-9D1E-775B510BE505.jpeg

কিছুক্ষণ হালকা আচে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি।

🔘বারো তম ধাপ🔘

Messenger_creation_C858C2E8-AECF-4B75-A760-F39C0F9ABEEC.jpeg

আবারো কিছুক্ষণ আচারগুলো নেড়ে দিয়েছি। যখন আচারের পানি শুকিয়ে গিয়েছে তখন চুল থেকে নামিয়ে নিয়েছি আর এভাবে হয়ে গেল আমার "আমের খোসাসহ টক ঝাল মিষ্টি আচার" । এবার "আমের খোসাসহ টক ঝাল মিষ্টি আচার" এর একটি ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81NHHer5pttSkxUWcabJpof3M5s5UtqChgwwfFjqBVeuxLYQFRXsHBuU6ggNYrPqsERfTQUhztnk5GB2KS6acVRY.png

Messenger_creation_FF6D906D-749B-4E07-8320-B599EE0CFF0F.png

Messenger_creation_2F56E3F2-027F-4EEF-9A13-7105084B0F77.png

Messenger_creation_5ECC1BDD-EC8B-4D17-9935-6B81DE8F1765.png

Sort:  
 last month 

আচার খেতে আমার ভীষণ ভালো লাগে।আজ আপনি খুবই মজাদার ভাবে আমের আচারের রেসিপি উপস্থাপন করেছেন আপু। যা দেখে খুবই লোভ লেগে গেলে। বুঝাই যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last month 

আমের আচার খেতে আমি তো ভীষণই পছন্দ করি। এবছর শুধু আমের আচারের ফটোগ্রাফি আর রেসিপি দেখে গেলাম খাওয়া আর হলো না। এ বছর মা আমের আচার দেয়নি খাওয়াও হয়নি ‌। খোসাসহ এভাবে আমের আচার দেখে তো লোভ লাগছে আপু। রেসিপিটি বেশ ভালো লাগলো।