স্বরচিত কবিতা ||| শীতের প্রকৃতি ||| ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো আমার বাংলা ব্লগের ভাই ও বোনেরা এবং বাংলার এপার ওপারের সকল ভাই ও বোনদেরকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা।আশা রাখছি দূর দুরান্ত থেকে সকলেই অনেক ভালো ও সুস্থভাবে দিন যাপন করছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20221028_170253.jpg

আমি আজ আপনাদের মাঝে আরেকটি আমার স্বরচিত কবিতা নিয়ে হাজির হয়েছি। আমার কবিতার নাম "শীতের প্রকৃতি" । গরম গিয়েছে এসেছে শীত। শীত পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। শীতের সকাল,শীতের বিকাল ও শীতের সন্ধা সব সময়ই কেন জানি এক প্রকার মধু ও মায়া জড়িয়ে আছে। ভালো লাগে এই সময়টা।মুড়ি ও পিঠা পুলি বিভিন্ন রকমের খাবারের আয়োজন চলে। একজন আরেক জনের সাথে বসে থাকা গল্পগুজব করা। শীতের সময় যেমন ভালো লাগার ব্যাপার আছে তেমনি আমাদের মন্দ দিকটাও চিন্তা করতে হয় তাই তো শরীরের বিশেষ যত্ন নিতে হয়। এক্সট্রা ভাবে টেক কেয়ার করতে হয়। এই কুয়াশা মাখা সকাল,শিউলির সুবাস ইত্যাদি নিয়ে আমি একটি কবিতা লিখেছি "শীতের প্রকৃতি"।চলুন আর কথা না বাড়িয়ে শীতের প্রকৃতিতে কি সৌন্দর্য ফুটিয়ে তুলেছি তা দেখে নেওয়া যাক।

শীতের প্রকৃতি।

সায়মা আক্তার

স্নিগ্ধ সকাল
বাতাসের দোলা
ঘাসের ডগায়
শিশিরের খেলা।

শিউলি ফুলের
মৌ মৌ সুবাস
মালা গেঁথে
শীতের আবাস।

পিঠাপুলি খাওয়ার ধুম
শীতের সকালে মজার ঘুম
মিষ্টি সকাল রোদের হাসি
শীতের সময় বড় ভালোবাসি
ছোট বড় সকলে মিলে
ভাপা চিতই এর আয়োজন চলে।

বড়ই মজা এই সময়
যদি যাই বেড়াতে
মেহমান বাড়ির আপ্যায়ন খেতে
শীতের সময় চলে
অনেক আনন্দের মেলা
এ কেবলই তোমার
প্রাকৃতিক সৌন্দর্যের খেলা।

তোমার সৌন্দর্যের উপমা দেব কি
তুমি আসো নানান রূপে
আমাদের মাঝে সুখ বার্তা নিয়ে
গরম গিয়ে আসো তুমি শীত
প্রাণের পরশ নিয়ে
স্নিগ্ধ সকালে শীতের হাওয়া
যায় না তো কোন এসিতে পাওয়া।

প্রকৃতি আমার
প্রকৃতি তোমার
সবার অন্তরে
একে রক্ষা করার দায়িত্ব
আমাদের জীবনে জন্যে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি একজন ব্লগার ও উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন তৈরি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার বাংলা ব্লগ কমিউনিটির একজন সদস্য হতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ নিজের সকল প্রতিভা সবার সামনে উপস্থাপন করার সুযোগ এবং ব্যবস্থা করেছে।আর সব সময় অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি দেখতে পেলে খুব ভালো লাগে।তাই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।

বিষয়ঃ- কবিতা "শীতের প্রকৃতি"।

কমিউনিটিঃ- আমার বাংলা ব্লগ।

আপনার মূল্যবান সময় একটু সময় বেড় করে পোস্টটি পড়ে সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ..........

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbaqqWL4b5UwttE.png

Logo.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...Lv2At2mGmrfEMg6f1U32Fbx5AMXoYvtwxPoGN64iEBA4Rv1YhRRuUftAwRmKthwLZXLSTwWxtFD7Sj1QyBBErTgPny6vsjAKSJvXy9ovR9TDNhx7vqPZQ8nKqg.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjMLWAPDc8TQfbQMpevJaRM8b853ASfY3Fy59zPDyE89RAL2BFqLiv9bv5yE4...PPf9WUWkTPCzmfjeHWX7j87gNvY36XYQpYX3R6mhKmC2eWKFyzdMBMYmXsTy6WjxNHTpR6e3HVLQajeKf55MBmP5XCLxiWnEgJA6cyp4NQD5MEsACG9iJKFfbj.gif

Sort:  
 3 years ago 

আপনার লেখা কবিতাটা আসলেই জাস্ট অসাধারণ হয়েছে। বিশেষ করে একটার পর একটা লাইন এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেখেছেন আমার কাছে এটি অনেক ভালো লাগলো দেখে। কবিতাটাই পড়ে মনটা ছুয়ে গেল। এটি ঠিক বলেছেন শীতকালের সময় শিউলি ফুলের সুবাস যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। পুরো গল্পটি একেবারে দুর্দান্তভাবে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

সব গঠনমূলক মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর লিখেছেন আপু😍শীতের সামারি বলা চলে।
আসলেই শীতের সকালে ঘুম যেন ভাংতেই চায়না।আর শীতের ভেতর চিতই,ভাপার তো জুরি নেই।
ভালো লেগেছে লেখাটি।শুভ কামনা রইলো

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

শীতকাল মানেই পিঠা পুলির উৎসব। আমার কাছে শীতকাল এতই ভালো লাগে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার কবিতার টাইটেল যেরকম কবিতা ও একদম সেইরকম। পড়ে খুবই ভালো লাগলো আপনার শীতের প্রকৃতি কবিতাটি। কবিতা পড়তে এবং লিখতে এখন সবাই পছন্দ করে।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

আপনার কবিতা গুলো আমার ভিষন ভালো লাগে।আমি হ্যাংআউটেও অপেক্ষা করি কখন আপনি কবিতা নিয়ে আসবেন।ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো আপু।

 3 years ago 

শীত মানেই হচ্ছে মুগ্ধতা। শীতের প্রকৃতি দেখতে যেমন সুন্দর তেমনি শীতকালের আবহাওয়া খুবই ভালো লাগে। শীতকালকে ঘিরে আমাদের অনেক শৈশব স্মৃতি আছে। যাই হোক আপু আপনার লেখা কবিতাটি খুবই ভালো লাগলো পড়ে। আপনি দারুন কবিতা লিখেছেন আপু।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি একদম ঠিক বলেছেন শীতের টা যেমন বেশ ভালো লাগে তেমন বেশ বিরক্ত লাগে। শীতের দিন এবং রাত বেশ মধুর লাগে। আসলে সবকিছুর এক্সট্রা ভাবে টেক কেয়ার করতে। যাই হোক আপনি শীতের প্রকৃতি নিয়ে খুব সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে ধন্যবাদ সুন্দর এই কবিতার জন্য।

 3 years ago 

সব সময় পাশে থেকে সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসহ দেওয়ার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

শীতকাল পছন্দ কিন্তু শীতের ঠান্ডা মোটেও পছন্দ না হাহা😁।আর কবিতাটা ভীষণ সুন্দর লিখেছেন।আপনার কবিতাটা পড়ে বেশ মজা পেয়েছি আপু।😍

 3 years ago 

আপনার কথা লেগেছে শুনে অনেক ভালো লাগলো ভাই।

 3 years ago 

শীতকাল নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন আপু। শীতের সব কিছুই কবিতার মধ্যে তুলে ধরেছেন। শীতের সকালের ঘুমটা আসলেই অনেক মজার হয়। আর চারদিকে বিভিন্ন ধরনের পিঠা তৈরির ধুম পড়ে যায়। কবিতার প্রতিটি লাইন পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

সত্যি আপু শীতকাল সবাই খুব পছন্দ করে কারণ শীতকালে সব মজার মজার খাবার খাওয়া যায়। শীতের প্রকৃতি নিয়ে আপনি সত্যিই অসাধারণ একটি কবিতা লিখেছেন। কবিতার প্রত্যেকটি লাইন খুবই ভালো লেগেছে। খুব সুন্দর ছন্দ গুলো মিলিয়ে লিখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো আপু।

 3 years ago 

আপনারা কবিতা পড়ে খুব ভালো লাগলো। আসলে শীতের দিনে সুন্দর অনুভূতিগুলো কবিতার মাধ্যমে আমাদের মাঝে প্রকাশ করেছেন। ষড়ঋতুর মধ্যে শীতকাল আমার সবচেয়ে বেশি ভালো লাগে। শীতকালে সবচেয়ে বেশি হরক রকমের শাকসবজি উৎপাদন করা হয় এবং নবান্ন উৎসবের কারণে নানা ধরনের পিঠা তৈরি করা হয়। কবিতাটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই।