লাইভ স্টাইল পোস্ট ||| আমাদের কাজকর্মের আপডেট ||| original writing by @saymaakter.
আসসালামু আলাইকুম।আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই ও বোনেরা আশা রাখি সকলে সুস্থ আছেন এবং ভালো সময় অতিবাহিত করছেন।আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় ও মহান সৃষ্টিকর্তার রহমতে পরিবারসহ বেশ ভালো আছি।
আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হতে চলেছি। আজকে আপনাদের মাঝে লাইফ স্টাইল পোস্ট "আমাদের কাজকর্মের আপডেট" নিয়ে কিছু কথা বলব। চলুন আর কথা না বাড়িয়ে "আমাদের কাজকর্মের আপডেট" এ কি বিষয় উঠে এসেছে তা দেখে নেওয়া যাক।
আমাদের ছোট্ট একটি পরিবার অর্থাৎ আমি বলছি আমাদের কাজকর্মের পরিবার A&J Craft যার নাম আগে ছিল আড়ং বুটিকস। অনেক চিন্তা ভাবনা করে নামটি পরিবর্তন করে আমার দুই ছেলের নামেই প্রতিষ্ঠানটির নাম রেখেছি A&J Craft।আমার এই পরিবারের সদস্য সংখ্যা এখন মোটামুটি প্রায় ৩০০জন। এই ৩০০ জনের ৩০০ টি পরিবার যাতে প্রতিদিন ভালো-মন্দ দুবেলা দুমুঠো খেতে পারে এবং ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে পারে এটাই হল আমার মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখেই কাজ পরিচালনা করছি।
এই ডিজাইনটি একটি কামিজের অর্থাৎ মেয়েদের ড্রেস। এই কাজটি যে ডিজাইনার ডিজাইন করেছে সে অতি সূক্ষ্মভাবে ডিজাইনগুলো করেছেন আর যদি এটিকে আমরা কাজ দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, তবেই দেখা যাবে অনেক সুন্দর একটি কাজ হিসেবে সবার সামনে উপস্থাপন হবে কিন্তু সুতা দিয়ে কাজ করা যতটা সহজ ঠিক ততটাই জরির সুতা দিয়ে কাজ করা কঠিন।এই কাজটি কিন্তু সম্পূর্ণ জরির সুতো দিয়ে করা তাই এই কাজটির তাৎপর্য আমাদের কাছে অনেক বেশি কারণ সুতার কাজ আমাদের ৩০০ জন কর্মী করতে পারে কিন্তু ৩০০ জনের মধ্যে ১৫০ জনও জরির সুতার কাজ করতে পারে না, তার মানে কতটা কঠিন এবং কতটা নিখুঁত এবং কতটা অভিজ্ঞতা সম্পূর্ণ কর্মী প্রয়োজন তা আপনার হয়তোবা বুঝতে পেরেছেন।
আমরা বিভিন্ন ডিজাইনারের ও বিভিন্ন ব্রান্ডের ডিজাইনগুলোকে ফুটে তোলায় আমাদের কাজ।তার একটি ডিজাইনের বিষয় নিয়ে আপনাদের সামনে একটু আলাপচারিতা করব। হয়তোবা আপনাদের কাছে বিষয়টি খুব ঠুংক মনে হতে পারে কিন্তু আমরা যারা এই কাজগুলো করি আমাদের কাছে এটি অনেক বড় একটি বিষয়, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি।
বর্তমানে এই কাজটি করতে গিয়ে আমাদের কর্মীদের অনেক সমস্যা ও পরীক্ষা দিতে হচ্ছে যে পরীক্ষাগুলো শেষ করে প্রতিটি কর্মী অভিজ্ঞতার জুড়ি বড় হচ্ছে। আর এই অভিজ্ঞতাগুলো হয়তো বা এর চাইতেও কঠিন কোন কাজে আমরা ব্যবহার করতে পারব।আমরা প্রতিনিয়ত এই ধরনের ব্যতিক্রম কিছু কাজ করে থাকি।
আজকের মত এখানে শেষ করছি আবারো নতুন কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩