রেসিপি পোস্ট ||| ইলিশ কদরের সুস্বাদু ঝোল ||| original recipe by @saymaakter.

in আমার বাংলা ব্লগ8 days ago

‎আসসালামু আলাইকুম। প্রত্যাশা করি আমার বাংলা ব্লগের সকল ভাই বোনেরা পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

IMG_20250916_130236_514.jpg


বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি পোস্ট নিয়ে। ‎ইলিশ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছ খেতে কম বেশি সকলেই পছন্দ করেন। আমাদের বাঙ্গালীদের আর্থিক অবস্থা যেমনই থাকুক না কেন সবাই চেষ্টা করে সবার দিক থেকে এই ইলিশ মাছ কিনে খাওয়ার জন্য কারণ এই মাছ স্বাদে অতুলনীয়।ইলিশ মাছ দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে সেই রেসিপি খেতে খুবই সুস্বাদু হয়।যেহেতু ইলিশের সময় চলছে তাই আমিও দেরি না করে বাজারে চলে গেলাম কিছু ইলিশ মাছ কেনার জন্য এবং ফ্রোজেন করে রাখার জন্য। ইলিশ মাছ ফ্রোজেন করে রেখে অনেকদিন পর খেলেও সেই মাছের স্বাদ কমেনা। মোটকথা প্রিয় কোন খাবার হলে সেটা যেভাবেই রান্না করুক না কেন খেতে বেশ ভালই লাগে। আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি ইলিশ কদরের সুস্বাদু রেসিপি নিয়ে। কদর সবজিটি আমার অনেক প্রিয়। এই কদর ভর্তা যেমন সুস্বাদু তেমনি যে কোন মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে। চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক।

‎# উপকরণসমূহঃ-

‎১।ইলিশ মাছ।
‎২। কদর।
‎৩।পটল
‎৪।কাঁচা মরিচ
‎৫।পেঁয়াজ।
‎৬।হলুদের গুঁড়ো।
‎৭।মরিচের গুঁড়ো।
‎৮।জিরা গুড়ো।
‎৯।লবণ।
‎১০। পরিমাণ মতো রান্নার তেল।

IMG_20250921_203602_954.jpgIMG_20250921_203550_081.jpg
IMG_20250921_203536_658.jpgIMG_20250921_203527_969.jpg
IMG_20250921_203517_607.jpgIMG_20250916_123104_493.jpg

↩️‎প্রস্তুত প্রণালী↪️

❄️প্রথম ধাপ❄️

IMG_20250916_122809_841.jpg

‎প্রথমে কদরের খোসা ছাড়িয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে কদর গুলো কেটে নিয়েছি ।

❄️‎দ্বিতীয় ধাপ❄️

IMG_20250916_122852_692.jpg

‎এবার পটলের খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলো রান্নার উপযোগী করে কেটে নিয়েছি।

❄️‎তৃতীয় ধাপ❄️

IMG_20250916_123000_955.jpg

‎পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি ।

❄️‎চতুর্থ ধাপ❄️

IMG_20250916_122942_545.jpg

‎কাঁচামরিচ পরিষ্কার করে রান্নার উপযোগী করে কেটে নিয়েছি ।

❄️‎পঞ্চম ধাপ❄️

IMG_20250916_123111_044.jpg

‎ইলিশ মাছের আশ ছাড়িয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।

❄️‎ষষ্ঠ ধাপ❄️

IMG_20250916_123150_028.jpg

‎এবার ফ্রাই প্যানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি।

❄️‎সপ্তম ধাপ❄️

IMG_20250916_130234_237.jpg

IMG_20250916_123616_010.jpgIMG_20250916_123550_583.jpg

‎সমস্ত মসলার উপকরণ গুলো তেল দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছি এবং তার ভেতরে ইলিশ মাছগুলো দিয়ে এবং সবজি দিয়ে কষিয়ে নিয়েছি।‎কিছুক্ষণ অপেক্ষা করার পর নামিয়ে নিয়েছে আর এভাবে হয়ে গেল আমার "ইলিশ কদরের সুস্বাদু ঝোল" রেসিপি। এবার "ইলিশ কদরের সুস্বাদু ঝোল" রেসিপির ফটোগ্রাফি আপনাদের মাঝে তুলে ধরলাম ।

আমার পরিচয়।

আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।

🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩

6yY1gd2Fy8PRQvYndxkBWGXwT7TDJ6XEVyENbG4adaKTm8DxKpfKdjDmwiKKF33NC2tME2qovvyRdCtFVqrpMPhFiBZLyKuTNxg5xNqUis...dZsfTnnJTLrCBxgf4136kGFX7pRX69aBCFFfhe1tddFx5sDN5dWsBEgvq116wnHD7DKySy21wGC3g7vuYGAtZG29F1jwkNmQ1wyMP88aYRPbdCwMeyP2Dgh83.webp

Messenger_creation_C0CFA08A-1A71-4C46-A406-1B2E6C0518BD.png

Messenger_creation_D04E6D07-EB13-429B-90AA-415E8FBB298A.png

Messenger_creation_EBBFAD6C-E031-4A75-98E8-ACEAD8EFF41F.png












Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

 8 days ago 

ইলিশ মাছ আমার খুব পছন্দের আর তা যায় যেভাবে রান্না করা হোক না কেন। এই ধুন্দলকে কদর বলে এটা আমার জানা ছিল না আজ আপনার পোস্টের মাধ্যমে জানতে পেরে ভালই লাগলো।আপনার ধুন্দল দিয়ে ইলিশ মাছ তৈরি করার রেসিপিটি দেখেই লোভনীয় লাগছে। মজাদার ও পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 days ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 8 days ago 

ইলিশ আমাদের জাতীয় মাছ। এটা যেভাবে রান্না করি না কেন অনেক ভালো লাগে। নিশ্চয় অনেক মজা করে খেয়েছেন।ধন্যবাদ আপনাকে।

 6 days ago 

জি আপু পরিবারসহ অনেক মজা করে খেয়েছি কারণ অনেক মজার ছিল।

 7 days ago 

পটল এবং কদর দিয়ে খুবই লোভনীয়ভাবে রেসিপি বানিয়েছেন। ঝোল করে এরকম ভাবে ইলিশ মাছ দিয়ে রেসিপি তৈরি করে খেতে কিন্তু মোটামুটি ভালই লাগে। আপনার রেসিপি এর আউটপুট দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। এরকম স্বাদের একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 6 days ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 7 days ago 

অনেক লোভনীয় এবং মজাদার একটা রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা আজকের এই রেসিপিটা দেখে আমার তো জিভে জল চলে এসেছে। রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল। আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে আপনার তৈরি করা রেসিপি। অনেক বেশি খেতেও ইচ্ছে করছে এটা।

 6 days ago 

আপনার উৎসাহ মূলক মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো।

 7 days ago 

ওয়াও আপনি তো খুব মজার রেসিপি করেছেন। ইলিশ মাছ দিয়ে যে কোন কিছু রান্না করলে খেতে কিন্তু বেশ মজা লাগে। আজকে আপনি পটল এবং কদর দিয়ে মজার ইলিশ মাছের ঝোল করেছেন। এবং সুস্বাদু রেসিপিটি সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 6 days ago 

সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ।

 6 days ago 

আজকে আপনি ইলিশ মাছের মজার রেসিপি করেছেন। ইলিশ মাছের রেসিপি গুলো খেতে এমনিতে মজা লাগে। এবং ইলিশ মাছের সাথে পটল ও কদর দিয়ে মজা বানিয়েছেন। রেসিপি সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 6 days ago 

সুন্দর মন্তব্য করে সহযোগিতার জন্য ধন্যবাদ।

 6 days ago 

খুবই সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এতো সুস্বাদু একটি রেসিপি দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের এই ঈলিশ কদরের সুস্বাদু ঝোল রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন এটি প্রথম দেখতে পেলাম৷ যেভাবে আপনি এটি তৈরি করেছেন ডেকোরেশন দেখেই মনে হচ্ছে যেন এটি অনেক বেশি সুস্বাদু হবে৷

 6 days ago 

সব সময় উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 6 days ago 

চিচিঙ্গাকে যে কদর বলা হয়,সেটা আমার জানা ছিলো না। প্রথমে ভাবলাম কদর কি। পরে ছবি দেখার পর বুঝলাম এটা চিচিঙ্গা। যাইহোক ইলিশ মাছের রেসিপিটা দারুণ হয়েছে আপু। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।