স্বরচিত কবিতা পোস্ট ||| ভেতর ঘরের কষ্ট ||| original poetry by @saymaakter.
আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগের সকল ভাই-বোনেরা আশা করছি পরিবারকে নিয়ে সুস্থ সুন্দরভাবে দিন যাপন করছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
বরাবরের মতো আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে।আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আমার স্বরচিত কবিতা "ভেতর ঘরের কষ্ট নিয়ে"। যদিও আমি প্রফেশনাল কোন কবি নই তারপর কবিতা লেখা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে চেষ্টা চালিয়ে যাচ্ছি।কবিতা বাস্তব ও কাল্পনিক হতে পারে। তবে বাস্তবতা নিয়ে লিখতে অনেক ভালো লাগে এবং কল্পনায় ঢুকতে কার ভালো লাগে না বলেন কল্পনায় স্বপ্ন দেখতে যেমন ভালো লাগে তেমনি সেই স্বপ্নে বিভোর হতেও অনেক ভালো লাগে। হোক না সেটা স্বপ্ন তারপরও তো কিছুক্ষণের জন্য নিজের আবেগ অনুভূতিগুলো অন্যরকম হয়।
আজকাল মানুষের ভেতর এবং বাইরের দেখে বোঝার উপায় নেই তার ভেতরে কি চলছে। উপরে ফিটফাট ভিতরে অনেকের বুক চাপা কষ্ট রয়ে গেছে। না পারা যায় সেই কষ্টগুলো কারো মাঝে প্রকাশ করতে আর না পারা যায় দেখাতে। এ কষ্টের যেন শেষ নেই এটা এক বুক চাপা অপ্রকাশিত কষ্ট যেটা তিলে তিলে মানুষকে শেষ করে এবং ডিপ্রেশনে চলে যায়। কিছু কিছু কষ্টগুলো আমরা নিজেরাই সামলে নিতে পারি। চলুন আর কথা না বাড়িয়ে আমার স্বরচিত কবিতা ভেতর ঘরের কষ্ট দেখে নেওয়া যাক।
না পারা যায় বলতে
না পারা যায় কষ্ট সহ্য করতে
মাঝে মাঝে মনে হয়
উঁচু পাহাড়ে দাঁড়িয়ে আমি একা ,
কিভাবে নিজেকে সামলে নিব
সামনে যাব
নাকি গন্তব্য শেষ করব,
সিদ্ধান্ত কি নিব?
সেটাও মনের ভেতরে
স্থির করা যেন অনেক কঠিন !
সেই মুহূর্তগুলো অনেক কিছুই
এলোমেলো হয়ে যায়,
সাধারণ ব্যাপারগুলোও কঠিন হয়ে যায়,
মানুষকে চেনা অনেক কঠিন,
এক ছাদের নিচে থেকেও
অনেক সময় মানুষ চেনা যায় না,
প্রিয় সেই ব্যক্তিটি পাশে থেকেও
হাতে হাত রেখেও
অনেক সময় তাকেও বোঝা দায়,
পাহার সমান কষ্ট
ব্যথিত হৃদয়, যন্ত্রণা
হঠাৎ করেই আসে না
তিলে তিলে কষ্ট হয়,
সেই ব্যথা দেখার কেউ থাকে না,
আজকাল কাউকে দেখে
কেউ বুঝতে পারে না
কার ভেতরে কি হচ্ছে।
কাউকে বুঝতে বেশি কিছু লাগে না,
শুধু তাকে একটু বোঝা
তার প্রতি যত্নশীল
ছোট ছোট আনন্দ
মনের অনুভূতি আবেগ
সুন্দর সম্পর্ক গড়ে তোলা।
আমার পরিচয়।
আমি মোছাঃ সায়মা আক্তার।আমি একজন ব্লগার, উদ্যোক্তা।কবিতা লিখতে, নতুন কোনো রেসিপি তৈরি করতে এবং নতুন নতুন ডিজাইন সৃষ্টি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।আমি উদ্যোক্তা জীবনে সব সময় গ্রামের অবহেলিত মহিলাদের নিয়ে কাজ করি।আর এই অবহেলিত মহিলাদের কাজ নিয়ে দেশের স্বনামধন্য কিছু প্রতিষ্ঠানে প্রোভাইড করি এবং দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও রপ্তানি করছি।আর এসব কিছুর পিছনে আমার এই অবহেলিত মহিলাদের উৎসহ এবং উদ্দীপনায় সম্ভব হয়েছে।তাই সব সময় আমি অবহেলিত মানুষের পাশে থাকতে এবং অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলে খুব ভালো লাগে।এজন্যই সব সময় অবহেলিত মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং তাদের সহযোগিতায় নিজেকে সব সময় সম্পৃক্ত রাখি।আমি ২০২১ সালের আগস্ট মাসে স্টিমিটে যুক্ত হই।আমার বাংলা ব্লগে শুরু থেকে আছি এবং এখন পর্যন্ত আমার বাংলা ব্লগেই ব্লগিং করে যাচ্ছি।
🇧🇩আল্লাহ হাফেজ🇧🇩
কিছু কিছু কষ্ট আসলেই সহ্য করা যায় না। কিন্তু কারো সাথে শেয়ার করলে কিছুটা হলেও হালকা লাগে। যাইহোক কবিতাটি খুব সুন্দর হয়েছে আপু। বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমার স্বরচিত কবিতাটি আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ।
আপনার শেয়ার করা এই কবিতা খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি আজকের এই চমৎকার কবিতা তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ যেভাবে আপনি এখানে এত চমৎকার একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন তার মধ্য দিয়ে আপনার কবি প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ লাইনের সামজ্ঞস্যতা খুবই সুন্দরভাবে বজায় রেখেছেন৷
অনেক ধন্যবাদ ভাই গঠন মূলক মন্তব্য করে সহযোগিতা করার জন্য।