দাদার পরিবারের নতুন অতিথি এসেছে সেদিন অ্যানাউন্সমেন্টে দেখে অনেক ভালো লাগছিল।একটি সন্তান জন্ম দেওয়ার জন্য একটি মা কে যে কত কষ্ট করতে হয় সেটা শুধুমাত্র সেই মা বুঝতে পারে।বৌদি ও বাবু দুজনেই সুস্থ আছে এটা জেনে অনেক ভালো লাগলো।টিনটিন বাবুর একজন খেলার সঙ্গি এসে গেছে এখন অনেক আনন্দ করতে পারবে টিনটিন বাবু।দোয়া করি দুই ভাই সব সময় সুস্থ থাক ভালো থাক এই কামনাই করি এবং দাদার পরিবারের সবার জন্য শুভকামনা রইল।