You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯৫
তোমাকে ভালোবাসলে ফুলেরা ফুটে,
তোমায় ভালবাসলে প্রজাপতি উরে,
তোমার হাতে হাত রাখলে
এ হৃদয়ে আকে আলপনা,
তোমার চোখে চোখ রাখলে
স্বপ্নগুলো বাসা বাঁধে,
তুমি জীবনের প্রেরণা,
তুমিই স্বপ্ন সাধনা।