You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩০৬
চোখ বুঝলে তোমায় দেখি
তুমি আছো দুটি নয়নে
তুমি আমার স্বপ্নে
মিশে আছো জীবনে।
তোমাকে ছাড়া কষ্টের স্রোতে
ভেসে যে বেড়াই
একটুখানি আড়াল হলে
আমি মরে যাই ।