You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩৩
হৃদয়ের পাজরে জমা ছিল অজস্র কথা
অনুভূতি আবেগে যত্নে রাখা
মন খুঁজে আশা আকাঙ্খা,
স্মৃতির পাতায় ছিল কত আলপনা,
অনুভূতিগুলো মিথ্যে নিরব কল্পনা,
আজও সময়ের স্রোতে
প্রতীক্ষা ও আশায় ভোরের আলো
জেগে ওঠে এক নতুন আশায়
আছো বলেই প্রতীক্ষা ও আশা মনের মাঝে।