অরিগ্যামিঃমরিচ তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৭ই ভাদ্র , শরৎ-কাল,১৪৩২ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ মরিচ এর অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব।কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়। মরিচের অরিগ্যামিটি বানাতে আমি দু'রং এর কাগজ এবং কালো রং এর ্সাইন পেন সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক,মরিচের অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
প্রয়োজনীয় উপকরণ
১।দু'রং এর কাগজ।
২।গাম
৩।কালো রং এর সাইন পেন
মরিচ এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ৬ সেঃমিঃX৬সেঃমিঃ সাইজের দু' টুকরো দু'রং এর কাগজ নিয়েছি মরিচের অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
কাগজ দু'টোকে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-৩
এবার কাগজটিকে লম্বালম্বিভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
এবার ভাঁজগুলো খুলে নিয়েছি। খুলে নেয়ার পর দু'পাশের কাগজ মাঝখানের দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
এবার সবুজ অংশটি দু'বার ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
ছবির মতো করে সবুজ অংশটি ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৭
একইভাবে আবারও সবুজ অংশটি ভাঁজ করে নিয়ে মরিচের ডাল বানিয়ে নিয়েছি।
ধাপ-৮
এবার একই দিকে লাল অংশটির উভয় পাশ ভাঁজ করে নিয়ে মরিচের শেপ দিয়ে নিয়েছি। এবং উল্টিয়ে নিয়েছি।
ধাপ-৯
এবার কালো সাইন পেন দিয়ে চোখ মুখ এঁকে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে মরিচের অরিগ্যামিটি।
উপস্থাপন
আশাকরি আজকে আমার বানানো মরিচের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ১লা সেপ্টেম্বর, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1962549449630298579
আমি তো প্রথমে সত্যিকারের মরিচ ভেবেছিলাম আপু। খুবই চমৎকার হয়েছে। আপনার দক্ষতা দেখে খুবই ভালো লেগেছে আপু। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
Link
https://x.com/selina_akh/status/1962549920747184557
https://x.com/selina_akh/status/1962551281102491760
https://x.com/selina_akh/status/1962552142604181895
আপনার আইডিয়া দারুণ। মরিচের অরিগ্যামি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আমি প্রথমে দেখে সত্যিকারের মরিচ ভেবেছিলাম। এই ধরনের কাজগুলো দেখতে বেশ ভালই লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বিভিন্ন ধরনের অরিগ্যামি বানাতে আমি বেশ পছন্দ করি। মরিচের অরিগ্যামিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা মরিচ তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা মরিচটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।
অরিগ্যামির ভাঁজ বর্ননা করা কঠিন অরিগ্যামি বানানোর চেয়ে। ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
ওয়াও আপনি তো রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর মরিচ তৈরি করেছেন। আসলে কাগজ দিয়ে কিছু বানালে দেখতে এমনিতে ভালো লাগে। আবার রঙিন কাগজের মরিচের মধ্যে কি চমৎকার চোখ ও দিয়েছেন। খুব সুন্দর করে রঙিন কাগজের অরিগ্যামি আমাদের মাঝে শেয়ার করেছেন।
চোখ মুখ এঁকে দিয়েছি যাতে মরিচটা দেখতে সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
আপনার তৈরি করা এই মরিচ একেবারে বাস্তবের মনে হচ্ছে৷ যেভাবে আপনি এটি তৈরি করেছেন তা খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ একইসাথে এটি শেয়ার করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে অসাধারণ একটি পোস্ট দেখতে পেলাম৷ আপনার কাছ থেকে এরকম একটি মরিচ তৈরি করতে দেখে অনেক বেশি ভালো লাগলো৷ এরকম মরিচ তৈরি করা আগে কখনো দেখতে পাইনি৷
অসংখ্য ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।