আর্টঃ থ্রিডি হার্ট শেপ অঙ্কন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই ? আশাকরি ভালো আছেন।প্রত্যাশা করি সবসময় যেনো ভালো থাকেন। আজ ১৯শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল, ৩রা সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি থ্রিডি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজি্র হয়েছি। আজ একটি থ্রিডি আর্ট আপনাদের সাথে শেয়ার করব।আজ অনেকদিন পর থ্রিরি আর্ট করেছি। আজ হার্ট শেপের থ্রিডি আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আর সব সময় একই ধরনের আর্ট শেয়ার না করে ভিন্ন ভিন্ন আর্ট শেয়ার করার চেস্টা করি। তাই কখন জল দিয়ে করা আর্ট শেয়ার করি কখন বা মধুবনী আর্ট, আবার কখনও বা মোম দিয়ে করা কোন আর্ট শেয়ার করার চেস্টা করি। আর সব মাধ্যমে করা আর্টটিই আপনারা বেশ পছন্দ করেছেন। আর ভিন্ন ভিন্ন আর্ট করার ফলে বিভিন্ন ধরনের আর্ট এ কিছুটা হলেও আঁকতে পারছি। যা আমাকে বেশ আনন্দিত করে। তেমনই আজ একটা থ্রিডি আর্ট এঁকেছি। আর্টটি করার পর আমার বেশ ভালো লেগেছে।আশাকরি আপনাদেরও ভালো লাগবে।আজকের আর্টটি করতে ব্যবহার করেছি সাদা কাগজ,জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক, আর্টটি করার বিভিন্ন ধাপ গুলো।
প্রয়োজনীয় উপকরণ
১।সাদা কাগজ
২। গোলাপী রং এর জেল পেন
৩।স্কেল
৪।পেন্সিল
৫।রাবার
৬।আকাশী রং পেন্সিল রং
অংকনের ধাপ সমূহ
ধাপ-১
প্রথম সাদা কাগজের চারপাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। পেন্সিলের দাগের মধ্যেই থ্রিডি আর্টটি করবো।
ধাপ-২
দাগের মাঝখানে একটি বর্গক্ষেত্র এঁকে নিয়েছি। লম্বালম্বিভাবে তিনটি রেখা টেনে বর্গক্ষেত্রটিকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি।
ধাপ-৩
তিনটি রেখাকে যুক্ত করে একটি হার্ট শেপ এঁকে নিয়েছি।
ধাপ-৪
হার্ট শেপ্টিকে থ্রিডি ইফেক্ট দেয়ার জন্য উপরের দিকে ছোট বড় তিনটি রেখা টেনে নিয়েছি। রেখা তিনটিকে যুক্ত করে নিয়েছি।
ধাপ-৫
পেন্সিলের দাগের উপর গোলাপী জেল পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি। সেই সাথে হার্ট শেপের কিছু অংশ পেন্সিল দিয়ে কালো করে নিয়েছি।
ধাপ-৬
বাকী অংশগুলো আকাশী রং করে নিয়েছি।
ধাপ-৭
সবশেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে হার্ট শেপের থ্রিডি আর্টটি শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি ,আজকেরহার্ট শেপের থ্রিডি আর্টটি আপনাদের ভালো লেগেছে। আমার সবসময় চেষ্টা থাকে নতুন নতুন আর্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন-নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | আর্ট |
---|---|
ক্যামেরা | Redmi Note 5A |
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ৩ রা সেপ্টেম্বর, ২০২৫ ইং |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1963278885866598649
Link
https://x.com/selina_akh/status/1963282365842956408
https://x.com/selina_akh/status/1963281279501390185
সব সময় আপনার কাছ থেকে অসাধারণ কিছু আর্ট দেখে আসছি৷ আজকেও যেভাবে আপনি এত চমৎকার একটি থ্রিডি হার্ডশিপ এর আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে এই আর্ট শেয়ার করার মধ্য দিয়ে আপনি যেভাবে এত চমৎকার আর্ট শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে আপনি ডিজাইনগুলো একেবারে নিখুঁতভাবে দিয়েছেন৷
চেস্টা করি নতুন নতুন আর্ট শেয়ার করার। আর নতুন নতুন ধরনের আর্ট করতে আমি বেশ পছন্দ করি।
এই আর্ট গুলো আমার কাছে জটিল লাগে। আজকে আপনি খুব সুন্দর করে থ্রিডি হার্ট শেপ অংকন করেছেন। আর ধৈর্য ধরে কিছু অঙ্কন করলে ওই অঙ্কন গুলো চমৎকার হয়। শুরু থেকে শেষ পর্যন্ত থ্রিডি হার্ট শেপ অংকন করে আমাদের মাঝে শেয়ার করবেন।
দেখে যতটা কঠিন মনে হয়ে আসলে তত কঠিন নয়। একদিন চেস্টা করতে পারেন। ধন্যবাদ মন্তব্যের জন্য।