অরিগ্যামিঃ গাউন তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৫ শে জ্যৈষ্ঠ ,গ্রীষ্মকাল,১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি গাউনের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে বানানো হয়, তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। কাগজের ভাঁজের বর্ণনা করা যেহেতু কঠিন তাই সব থেকে ভালো হলো ফটোগ্রাফি দেখে অরিগ্যামি তৈরি করা। তাইতো বেশ কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।যা দেখে সহজেই অরিগ্যামিটি বানিয়ে নেয়া সম্ভব হবে। গাউনটিকে আরও সুন্দর করার জন্য আমি লাল সাইন পেন দিয়ে কিছু ডিজাইন করে দিয়েছি। যার কারনে গাউনটি দেখতে আরও বেশি সুন্দর লাগছিলো। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে গোলাপী রং এর কাগজ সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,গাউন এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
১।গোলাপী রং এর কাগজ।
২।লাল সাইন পেন
৩।কাঁচি
গাউন এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৪ সেঃমিঃ X ১৪ সেঃমিঃসাইজের এক টুকরো গোলাপী রং এর কাগজ নিয়েছি গাউন এর কোর্ট এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
প্রথমে কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।
ধাপ-৩
এবার দু পাশের কাগজ দু'পাশের দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং দু'পাশের ভাঁজ করা কাগজ পুনরায় ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
ভাঁজ করা পাশেই কাগজটিকে অর্ধেক এর কিছুটা কম ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
মাঝখানে আরেকটি ভাঁজ দিয়ে গাউনেরর বডি বানিয়ে নিয়েছি। এবং সেই সাথে দু'পাশের ভাঁজ খুলে নিয়েছি।
ধাপ-৭
এবার বডির উপরের দিকে কাগজের দু'কোনা কোনা করে ভাঁজ করে নিয়েছি। এবং ভাঁজ দু'টো খুলে নিয়েছি।
ধাপ-৮
এবারের ভাঁজগুলো বর্ণনা করা কিছুটা কঠিন তাই বেশ কিছু ছবির মাধ্যমে আমি ভাঁজগুলো দেখিয়ে দেয়ার চেস্টা করেছি। আর এভাবেই কাগজের ভাঁজে ভাঁজে বানিয়ে নিলাম সুন্দর একটা গাউনের অরিগ্যামি।
ধাপ-৯
এবার গাউনটিকে আরও সুন্দর করার জন্য গাউনের নিচের দিকে ঢেউ ঢেউ করে ডিজাইন করে নিয়েছি। এবং কাঁচি দিয়ে কেটে নিয়েছি। সেই সাথে গাউনের বডিতেও লাল সাইন পেন দিয়ে কিছু ডিজাইন করে নিয়ে গাউনের অরিগ্যামিটি বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আজকে আমার বানানো গাউন এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ৮ই জুন, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি অরিগামি তৈরি করেছেন আপু। গ্রাউন টি দেখতে খুবই সুন্দর লাগছে। দেখেই বুঝা যাচ্ছে আপনি খুব সময় নিয়ে কাজটি সম্পন্ন করেছেন। গ্রাউন টি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে । খুব ধৈর্য সহকারে অরিগামি সম্পন্ন করেছেন আপনি। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
অরিগ্যামি বানাতে বেশ সময় লাগে। তা না হলে নস্ট হবার সম্ভাবনা থাকে। তবে সময় লাগলেও বানানোর পর আমার বেশ ভালো লেগেছে। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
https://x.com/selina_akh/status/1931728746438160891
Upvoted! Thank you for supporting witness @jswit.
Link
https://x.com/selina_akh/status/1931640373278802218
https://x.com/selina_akh/status/1931639766510121415
https://x.com/selina_akh/status/1931638622677295414
https://x.com/selina_akh/status/1931731190371037249
কাগজ দিয়ে তৈরি করা ড্রেস খুবই সুন্দর হয়েছে আপু। আপনার তৈরি করা ড্রেসটি দেখে সত্যি অনেক ভালো লাগলো। আর এই ধরনের কাজগুলো করতে অনেকটাই সময় লাগে।
তা ঠিক এই ধরনের কাজ করতে বেশ সময় লাগে। তবে করার পর বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু।
আপনি প্রতিনিয়ত এত সুন্দর অরিগ্যামি তৈরি করেন, যেগুলো দেখলেই আমার কাছে ভালো লাগে। দক্ষতাকে কাজে লাগিয়ে যদি সুন্দর করে ভাঁজে ভাঁজে অরিগ্যামি গুলো তৈরি করা হয়, তাহলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর আমি তো এরকম সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করতে অনেক পছন্দ করি। আর দেখতেও অনেক ভালোবাসি। কালারফুল এত সুন্দর অরিগ্যামি দেখে জাস্ট মুগ্ধ হলাম।
আমি সব সময় চেস্টা করি সুন্দর কিছুর অরিগ্যামি করার করার। আপনার ভালো লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।
এটি ঠিক বলেছেন আপু রঙিন কাগজ দিয়ে কিছু বানালে ভুল হলে সম্পূর্ণ কাজ নষ্ট হয়ে যায়। আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে চমৎকার গাউন তৈরি করেছেন। আর রঙিন কাগজের জিনিসগুলো ছোট বাচ্চারা কিন্তু পেলে খেলাধুলা করতে খুব পছন্দ করে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজের গাউন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ছোট বাচ্চারা পেলে আসলেই খুব খুশি হবে। তবে আমারও বেশ ভাল লাগে অরিগ্যামি তৈরি করতে।