অরিগ্যামিঃপাতা সহ বিট রুটের অরিগ্যামি তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৭শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল , ১১ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ বিট্রুট এর অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব।কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়।বিট রুট এর অরিগ্যামিটি বানাতে আমি দু'রং এর রঙ্গিন কাগজ ব্যবহার করেছি । তাহলে চলুন দেখে নেয়া যাক,বিট রুটের অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
প্রয়োজনীয় উপকরণ
১। দু'রং এর রঙ্গিন কাগজ।
২।কাঁচি
৩।সাদা জেল পেন
৪।কালো সাইন পেন
বিট রুট এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৪ সেঃমিঃX১৪সেঃমিঃ সাইজে এক' টুকরো লাল রং কাগজ নিয়েছি বিট রুটের অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
কাগজটিকে উভয় পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
কাগজটিকে এবার দু'পাশে আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। এটে কাগজটি ত্রিভুজ আকৃতির হয়েছে।
ধাপ-৫
ভাঁজ করা কাগজের দু'পাশের কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। একইভাবে অন্য পাশ ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
এবার আবারও কাগজের চারকোনা কিছুটা অংশ ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করা অংশগুলো কাগজের ভাঁজে ঢুকিয়ে বিট রুট এর অরিগ্যামিটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার বিট রুটের পাতা বানানোর জন্য ১৪ সেঃমিঃX১৪সেঃমিঃ সাইজে এক' টুকরো সবুজ রং কাগজ নিয়েছি।
ধাপ-৮
কাগজটিকে এক পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি। এবার কোনাকুনিভাবে কাগজটিকে তিনবার ভাঁজ করে নিয়েছি বিট রুটের পাতা বানিয়ে নিয়েছি।
ধাপ-৯
এবার বানানো পাতা বিট্রুটের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেলো বিট রুটের অরিগ্যামিটি। সাথে কালো ও সাদা পেন দিয়ে বিট্রুটে চোখ মুখ এঁকে নিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে।
উপস্থাপন
আশাকরি আজকে আমার বানানো আমার বানানো পাতা সহ বিট রুটের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ১১ই সেপ্টেম্বর, ২০২৫ইং |
লোকেশন ঢাকা।
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1966178633401376818
Link
https://x.com/selina_akh/status/1966181684308750362
https://x.com/selina_akh/status/1966180996543635963
বিট রুটের সুন্দর একটি অরিগামি বানিয়েছেন। রঙিন কাগজ দিয়ে তৈরি করা আপনার ক্রিয়েটিভ একটি কাজের বর্ণনা এবং প্রসেস গুলি দেখে অত্যন্ত ভালো লাগলো। পুরো প্রসেস গুলি দেখে মনে হচ্ছে আমিও এখন এটি তৈরি করতে পারব। শেয়ার করার জন্য ধন্যবাদ।
অরিগ্যামি তৈরির বর্ণনা করা বেশ কঠিন ,তবুও চেস্টা করেছি। অনেক ধন্যবাদ ভাইয়া।
কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে বিট রুটের অরিগ্যামি বানিয়েছেন। তবে আপনার বানানো অরিগ্যামি ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। ধন্যবাদ সুন্দর করে অরিগ্যামিটি আমাদের মাঝে বানিয়ে শেয়ার করার জন্য।
বিটরুট দেখতে এরকম হয় তা আমার কখনো জানা ছিল না৷ আজকে আপনার কাছ থেকে এরকম দেখতে পেলাম৷ যেভাবে আপনি এখানে রঙিন কাগজ দিয়ে এটি তৈরি করে ফেলেছেন তা খুবই সুন্দর দেখা যাচ্ছে৷ এটিকে একেবারে কিউট দেখা যাচ্ছে৷