হাতপাখায় রঙিন ম্যান্ডেলা আর্ট।

in আমার বাংলা ব্লগ3 years ago

বাংলার চিরায়ত সংস্কৃতির অংশ হাতপাখা।গ্রামীণ বাংলার নারীরা মনের মাধুরী মিশিয়ে এসব শিল্পকর্ম করে থাকেন।এখন মানুষ অনেক ব্যস্ত!পুরাতন ঐতিহ্য বিলীন হতে বসেছে।সেই ঐতিহ্যের অংশ হিসেবে ম্যান্ডেলা আর্টের মাধ্যমে চেষ্টা করেছি একটি হাতপাখার চিত্রকর্ম আপনাদের সামনে তুলে ধরতে।আর এটা ম্যান্ডেলা আর্টের আমার প্রথম পোস্ট।
12.jpg

প্রিয় আমার বাংলা ব্লগ এর বন্ধুরা আশাকরি সবাই ভালো আছেন?
আমিও ভালো আছি।
আমি হাতের কাজ করতে পছন্দ করি।অবসর পেলেই কাজ নিয়ে বসে পড়ি।এধরণের কাজ আমি অনেক করেছি,কিন্তু জানতাম না এটা ম্যান্ডেলা আর্ট।আমার বাংলা ব্লগের মাধ্যমে জানতে পারি এধরণের কাজকে ম্যান্ডেলা আর্ট বলে।এজন্য প্রিয় আমার বাংলা ব্লগের কাছে আমি কৃতজ্ঞ।
আশাকরি ম্যান্ডেলা আর্টের আজকের পোস্টটি আপনাদের ভালো লাগবে।

উপকরণঃ
১।সাদা কাগজ
২।পেন্সিল
৩।রাবার
৪।সাইন পেন (লাল,সবুজ)
৫। কাল জেল পেন
৬।কম্পাস
৭।কাটার
৮।স্কেল
1.jpg

আকার পদ্ধতিঃ
১ম ধাপঃ
প্রথমে কম্পাস দিয়ে ৪ টি বৃত্ত একে নিতে হবে। নিচের ছবির মতো করে।
2.jpg

__ ২য় ধাপঃ__
এরপর বৃত্তগুলোর এক পাশের কিছু অংশ রারার দিয়ে মুছে নিতে ।এরপর সেই মুছা অংশে দুটো দাগ একে নিতে হবে নিচের ছবির মতো করে।
3.jpg

৩য় ধাপঃ
এরপর মাঝখানের বৃত্তগুলো কিছু ম্যান্ডালা মোটিভ একে বৃত্ত ভরাট করে নিতে হবে রঙিন সাইন পেন দিয়ে।নিচের ছবির মতো করে।
4.jpg

৪র্থ ধাপঃ
এ পর্যায়ে বৃত্তের ৮০% বিভিন্ন ম্যান্ডালা মোটিভ দিয়ে রঙিন সাইন পেন দিয়ে ভরাট করে নিতে হবে।নিচের ছবির মতো করে।
7.jpg

৫ম ধাপঃ
এরপর বাকি বৃত্ত গুলোও বিভিন্ন ম্যান্ডালা মোটিভ দিয়ে রঙিন সাইন পেন দিয়ে একে নেই। নিচের ছবির মতো করে।
10.jpg

৬ষ্ঠ ধাপঃ
এরপর আমার সিগনেচার দিয়ে দেই। হয়ে গেল আমার হাতপাখায় ম্যান্ডালা আর্ট।
11.jpg

সবাইকে শারদীয় শুভেচ্ছা।

মোবাইল ফটোগ্রাফিঃস্যামসাং এ-১০

Sort:  
 3 years ago 

বাহ অসম্ভব সুন্দর একটি মান্ডালা আর্ট শেয়ার করেছেন আপনি।আমার কাছে আপনার এই মান্ডালা আর্ট অনেক ভালো লেগেছে। কালারফুল করাতে আরও বেশি সুন্দর লাগছে। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার কাছে আপনার এই আর্ট অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি ধাপগুলো সহজ করে দেখানোর চেস্টা করেছি। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

 3 years ago 

আপনার অংকন করা এই চিত্রকর্ম টি দেখে তো মুগ্ধ হয়ে গেলাম আপু। প্রথমে আপনি দারুণ সুন্দর একটা হাতপাখা অংকন করলেন আর তারপরেই শুরু করে দিলেন ম্যান্ডেলা। বিষয়টি সত্যি মনোমুগ্ধতা ছিল।

 3 years ago 

চেষ্টা করেছি।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

অসাধারণ হয়েছে আপু, আমি তো প্রথমে ছবি দেখে ভেবেছিলাম যে এটা সত্যিকারের হাতপাখা যা দেখে দেখে আপনি আরেকটি ম্যান্ডেলা তৈরি করবেন কিন্তু না এটাই আপনার আঁকানো ম্যান্ডেলা হাতপাখা। সত্যিই অনেক প্রশংসনীয় কাজ করেছেন আপু। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনার প্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।

 3 years ago 

হাত পাখাযর রঙিন ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর হয়েছে আপু। কালারফুল হতে অনেক বেশি ভালো লাগছে। এবং ডিজাইনগুলো খুব নিখুঁতভাবে করেছেন। উপস্থাপনাও অনেক ভালো ছিল। এভাবেই আমাদের মাঝে ভাল কাজগুলো শেয়ার করে এগিয়ে যান। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমি চেস্টা করছি ভাল্ভাবে উপস্থাপণের জন্য। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য।

 3 years ago 

আপনার এই হাতপাখার অঙ্কনটা অনেক সুন্দর হয়েছে। হাতপাখাটার ছবি অনেকটা রাজা-বাদশাহদের যে পাখা দিয়ে বাতাস করা হতো , অনেকটা সেই রকম হয়েছে। অঙ্কনের স্টেপগুলো খুবই পরিস্কার এবং বোধগম্য হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি রঙিন করলাম ব্যবহার করে খুবই সুন্দর একটি হাতপাখার রঙিন ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন। দেখে তো একদম সত্যিকারের মনে হচ্ছে এটি ‌। আপনার অনেক দক্ষতা রয়েছে বলতে হয়। আপনি খুবই দক্ষতা সহকারে এবং অনেক সময় ব্যবহার করে এই ম্যান্ডেলা আর্ট অঙ্কন করে আমাদের সাথে শেয়ার করেছেন।

 3 years ago 

ঠিক বলেছেন ম্যান্ডালা আর্ট করতে অনেক ধৈর্য্যের প্রয়োজন। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনি অসাধারণ চিত্রকর্ম আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে আপনার হাতে পাখার মেন্ডেলা আর্টিস্টি দেখে সত্যিই আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। বর্তমানে হাত পাখা খুবই কম দেখা যায়। আপনার পোস্টের মাধ্যমে আবার চমৎকার হাত পাখার আর্টিস্ট দেখতে পেলাম। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য।

 3 years ago 

একদম সেই তালের পাখা মনে হচ্ছে।অসাধারণ হয়েছে আপু।বিভিন্ন রঙ এর কলম ব্যবহার করায় নকশা গুলো অনেক সুন্দর ভাবে ফুটে উঠেছে।ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য।

 3 years ago 

হাত পাখায় আপনি খুব চমৎকার একটি রঙিন মেন্ডালা অংকন করেছেন অসাধারন লাগছ আপু দেখতে খুব গুছিয়ে উপস্থাপনা করেছেন শুভ কামনা রইলো।

 3 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 
ম্যান্ডেলা পোস্টটি দেখতে সত্যিই অনেক অসাধারণ হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
 3 years ago 

ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আমি চেস্টা করেছি প্রতিটি ধাপ সহজ করে উপস্থাপনের জন্য।