লাইফস্টাই পোস্টঃ চিলক্স রেস্টুরেন্ট এ নাতির সাথে একদিন।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৮ই আষাঢ়,বর্ষাকাল কাল ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জুন ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি লাইফস্টাইল পোস্ট শেয়ার করবো আপনাদের সাথে।
আপনারা যারা নিয়মিত আমার ব্লগিং পরেন তারা জানেন যে আমার ভাগ্নি আমার বাসার কাছেই থাকে। তাই প্রায়ই তার ছেলের সাথে আমার দেখা হয় এবং তাকে নিয়ে ঘুরতে যাওয়া হয়। যেহেতু তার বয়স পাঁচ বছরে তাই ঘুরতে যেতে বেশ পছন্দ করে।কিছুদিন আগে তার বাবা চাকরি সুবাদে প্রায় ১০ দিনের জন্য আফ্রিকা গিয়েছে। তাই তার মন খারাপ। সেই সাথে স্কুলও বন্ধ দিয়েছে ১৩ই জুলাই পর্যন্ত। তাই বাসায় তার সময় কাটছে না। তাই ভাবলাম তাকে নিয়ে বাহিরে গিয়ে কিছু খাবো। তার বাহিরে ঘুরাও হবে সেই সাথে তার মনও ভালো হবে। সেই ভাবনা থেকেই তাকে নিয়ে বেরিয়ে পরলাম । বাসার কাছেই একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিলাম তাকে। যেহেতু আমার ভাগ্নির বাসা কচু ক্ষেতের কাছেই তাই সেখান একটি রেস্টুরেন্ট আমার নাতির বেশ পছন্দ সেখানেই গেলাম নাতির ইচ্ছায়।
মোটামুটি বড় রেস্টুরেন্টটি। সেই সাথে ডেকোরেশনও বেশ ভালই লেগেছে আমার কাছে। আর স্টাফদেরদের ব্যবহারও বেশ ভালো। রেস্টুরেন্ট এ বিল পেমেন্ট করে টোকেন সংগ্রহ করতে হয়। যখন খাবার রেডি হয় তখন টোকেন নাম্বার ডাকে। এবং তারপর নিজে গিয়ে খাবার নিয়ে আসতে হয়। সেলফ সার্ভিস আরকি।তবে খাবার দিতে তেমন বেশি সময় লাগিনি। বেশ তাড়াতাড়িই সার্ভ করেছে।
ওহ আপনাদের সাথে রেস্টুরেন্ট এর নামটিইতো শেয়ার করা হয়নি।চিলক্স ছিল রেস্টুরেন্টটির নাম। রেস্টুরেন্ট এ বসে আমরা হাল্কা কিছু নাস্তার ওর্ডার দিলাম মেন্যু কার্ড দেখে, যেহেতু সন্ধ্যার সময় গিয়েছিলাম। নাতির পছন্দের Pankha wings( honey) আর ফ্রেঞ্চ ফ্রাই । আমার জন্য অর্ডার করলাম Pankha wings(sweet n naga),Fish tot,Onion rings সাথে ডিংস দিয়েছি আমার ভাগ্নি আর আমার জন্য শুধু পানি। খাবারগুলো বেশ মজার ছিল। তবে Fish tot এর উপরের কোটিংটা কিছুটা কম মচমচে ছিল। তবে খেতে খারাপ লাগেনি। দরি ফিশ দিয়ে বানানো হয় এই Fish tot। আজকাল এই দরি ফিশ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভোজনপ্রিয় মানুষের কাছে।কিছুক্ষনের মধ্যেই খাবার চলে আসলে আমরা বেশ মজা করে খেলাম। তবে বেশি মজা পেয়েছে আমার নাতি রুহাব। কারন তার পছন্দের খাবার সে খেতে পেরেছে।তবে খাবারের দাম অনেক। এ ধরনের খাবারের রেস্টুরেন্ট গুলোতে দাম সাধারনত এমনই হয়।তবে দাম বেশি হলেও খাবারগুলো বেশ ফ্রেশ ছিল। তাই খেয়ে বেশ ভালো লেগেছে।যেহেতু বিল আগেওই প্রদান করা হয়েছে তাই বিল প্রদান করার আর ঝামেলা ছিল না। খাবার শেষ করেই আমরা রওনা দিলাম বাসার দিকে। বেশ ভালো কিছুটা সময় কাটালাম আমার নাতির সাথে। সবাই আমার নাতির জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | লাইফস্টাইল |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২২শে জুন, ২০২৫ ইং |
মোবাইল | Redmi Note 5A |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1936823379262312503
Upvoted! Thank you for supporting witness @jswit.
link
https://x.com/selina_akh/status/1936824675650457821