রেসিপিঃ মসুরের ডাল ও চিংড়ি শুটকি দিয়ে বাঁশ কোড়লের রেসিপি।

in আমার বাংলা ব্লগ16 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সব সময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১০ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল। ২৫ শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ। । আজ একটি রেসিপি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

re1.jpg

বন্ধুরা নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি নতুন আর একটি ব্লগ নিয়ে।আজ একটি বাঁশ কোড়লের রেসিপি শেয়ার করবো। যারা চট্টগ্রামের পাহাড়ী এলাকায় বেড়াতে গেছেন তাদের কাছে বেশ পরিচিত এই বাঁশ কোড়ল।বিশেষ এক ধরনের বাঁশ ছোট অবস্থায় খাওয়া হয়। পাহাড়ীদের কাছে বেশ জনপ্রিয় একটি খাবার এই বাঁশ কোড়ল। বিভিন্নভাবে রান্না করে খাওয়া হয়। আমার বেশ পছন্দ এই বাঁশ কোড়ল। কিছুদিন আগে চট্টগ্রাম গিয়েছিলাম। আসার সময় নিয়ে এসেছি এই বাঁশ কোড়ল।বেশ পুষ্টিকর একটি খাবার এই বাঁশ কোড়ল। যা হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, হৃদরোগের ঝুঁকি কমায় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে ফাইবার, প্রোটিন, কার্বোহাইড্রেট, পটাশিয়াম এবং ভিটামিন ই-এর মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যা শরীরকে রোগ প্রতিরোধে সাহায্য করে। আজ সেই বাঁশ কোড়লের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি তৈরি করতে আমি উপকরণ হিসাবে ব্যবহার করেছি বাঁশ কোড়ল, চিংড়ি শুটকি সহ আরও কিছু উপকরণ। বন্ধুরা, তাহলে আর দেরী না করে চলুন দেখে নেয়া যাক,রেসিপি তৈরির ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

re24.jpg

re22.jpg

r3.jpg

r28.jpg

t1.jpg

re20.jfif

বাঁশ কোড়ল
মসুরের
লবন
চিংড়ি শুটকি
পিঁয়াজ কুচি
রসুন কুচি
কাঁচা মরিচ
হলুদ গুড়া
ধনে গুড়া
জিরা গুড়া
তেল

মসুরের ডাল ও চিংড়ি শুটকি দিয়ে বাঁশ কোড়লের রেসিপি

ধাপ - ১

re23.jpg

প্রথমে বাঁশ কোড়লগুলো ছিলে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি।

ধাপ - ২

re21.jpg

re20.jpg

আদা ,রসুন ও কাঁচা মরিচ বেটে নিয়েছি।

ধাপ - ৩

re18.jpg

re17.jpg

re16.jpg

চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি। হাড়ি গরম হয়ে এলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপর পিয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি।

ধাপ - ৪

re14.jpg

re13.jpg

re12.jpg

এরপর বাটা মশলা ও সকল গুড়া মশলা দিয়ে দিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় ,সেজন্য সামান্য পানি দিয়ে মশলা কষিয়ে নিয়েছি।

ধাপ-৫

re10.jpg

re9.jpg

re8.jpg

এরপর কাষানো মশলায় ধুয়া নেয়া চিংড়ি শুটকি ও ধুয়া নেয়া মসুরের ডাল দিয়ে ভালো ভাবে কষিয়ে নিয়েছি। এবং পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য।

ধাপ - ৬

re7.jpg

এবার কেটে নেয়া বাঁশ কোড়ল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। সকল উপকরণ সিদ্ধ হয়ে এলে তা নামিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো মসুরের ডাল ও চিংড়ি শুটকি দিয়ে বাঁশ কোড়লের রেসিপি।

পরিবেশন

re5.jpg

re2.jpg

re5.jpg

সব শেষ বাঁশ কোড়লের রেসিপিটি একটি প্লেটে সাজিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। সাথে কিছু ফটোগ্রাফি করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আশাকরি, আজকে তৈরি করা মসুরের ডাল ও চিংড়ি শুটকি দিয়ে বাঁশ কোড়লের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করি সব সময় নতুন নতুন রেসিপি শেয়ার করতে। এবারও সেই চেষ্টা অব্যাহত রেখেছি। আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেণিরেসিপি
ক্যামেরাRedmi Note-5A
পোস্ট তৈরি@selina 75
তারিখ২৫শে সেপ্টেম্বর, ২০২৫ ইং
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 16 days ago 

xp.png

xp1.png

xp2.png

 16 days ago 

cmc.png

 15 days ago 

বাহ্! একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন আপু। শুনেছি বাঁশ কোড়লের রেসিপি খেতে দারুণ লাগে। আপনার রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু লেগেছিল। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 14 days ago 

মসুরের ডাল ও চিংড়ি শুটকি দিয়ে বাঁশ কোড়লের রেসিপি দেখে খুবই ভালো লেগেছে। এই ধরনের খাবার কখনো খাইনি। নতুন একটি রেসিপি দেখে ভালো লেগেছে আপু।