অরিগ্যামিঃ ব্যাগ তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২১শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, শরৎ-কাল , ৫ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ ব্যাগের এর অরিগ্যামি বানানোর কৌশল আপনাদের সাথে শেয়ার করব।কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে কোন কিছুই তৈরি করাই হলো অরিগ্যামি।আর তাইতো অরিগ্যামিকে বলা হয় কাগজে ভাঁজের খেলা। অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ । একটি ভাঁজ ভুল হলেই সম্পূর্ণ কাজটি নস্ট হওয়ার সম্ভাবনা থাকে ।তাই কাগজের ভাঁজ খুব সাবধানে দিতে হয়।ব্যাগের অরিগ্যামিটি বানাতে আমি রঙ্গিন কাগজ ব্যবহার করেছি । এই ধরনের ব্যাগ আমরা ছোটখাটো কোন গিফট দিতে ব্যবহার করতে পারি। তাহলে চলুন দেখে নেয়া যাক,ব্যাগে্র অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ।
প্রয়োজনীয় উপকরণ
১।রঙ্গিন কাগজ।
ব্যাগ এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ৯ সেঃমিঃX৯সেঃমিঃ সাইজে এক' টুকরো কাগজ নিয়েছি ব্যাগের অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
কাগজটিকে উভয় পাশে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৩
কাগজের দু'পাশের কোনা অংশ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং কাগজের দু'পাশের মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
কাগজটিকে ছবির মতো পরপরভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
কাগজের উপরের দিকের কোনা অংশটি নিচের দিকে ভাঁজ করে নিয়েছি।এবং দু'পাশের কোনা একটির ফাঁকে অন্যটি ঢুকিয়ে দিয়েছি। এবং ভাঁজগুলো খুলে নিলেই তৈরি সুন্দর একটি ব্যাগ।
উপস্থাপন
আশাকরি আজকে আমার বানানো আমার বানানো ব্যাগের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ৫ই সেপ্টেম্বর, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1964000701669118164
Link
https://x.com/selina_akh/status/1964001124027187557
কাগজের ব্যাগ খুবই চমৎকার এবং আকর্ষণীয় হয়েছে। কালারটাও অনেক সুন্দর লাগছে। আপনি কাগজ দিয়ে খুবই সুন্দর ব্যাগ তৈরি করেছেন।
অরিগ্যামি আমার খুবই ভালো লাগে। কাগজ নিয়ে কোনকিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু। অনেক সুন্দর হয়েছে।
এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য প্রচুর ধৈর্য লাগে। ধৈর্য নিয়ে এরকম সুন্দর অরিগ্যামি তৈরি করতে হয়। আর ভাঁজে ভাঁজে এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য অনেক সময়ও লেগে যায়। বিশেষ করে তৈরি করার পর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাটা একটু বেশি মুশকিল। কারণ ভালোভাবে বলে বোঝানো যায় না। তবুও সুন্দর করে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।
কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে সুন্দর ব্যাগ তৈরি করেছেন। আর এই ধরনের অরিগ্যামি গুলো ঘরের মধ্যে সাজিয়ে রাখলে দেখতেও চমৎকার লাগে। আর কাগজ দিয়ে অরিগ্যামি বানালে ভাঁজ গুলো খুব সাবধানে দিতে হয়। ভালো লাগলো আপনার ব্যাগ তৈরি দেখে।
রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি ব্যাগ তৈরি করেছেন আপনি৷ আপনার কাছ থেকে এত চমৎকার একটি ব্যাগ দেখে অনেক বেশি ভালো লাগলো৷ যেভাবে আপনি রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি ব্যাগ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা খুব সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে এই ব্যাগ তৈরি করার ধাপগুলো একের পর খুব সুন্দরভাবে শেয়ার করেছেন৷ যে কেউই এরকম একটি ব্যাগ তৈরি করে ফেলতে পারবেন।