অরিগ্যামিঃ বিড়াল তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৩রা জ্যৈষ্ঠ ,গ্রীষ্মকাল,১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মে ২০২৫ খ্রিষ্টাব্দ, । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
উপকরণ
১।গোলাপী রং এর কাগজ।
২।্লাল ও কালো রং এর সাইন পেন
বিড়ালের অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃ X ৮ সেঃমিঃ সাইজের এক টুকরো গোলাপী রং এর কাগজ নিয়েছি বিড়ালের অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
ধাপ-৩
এবার দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। যেভাবে ছবিতে দেখানো হয়েছে।
ধাপ-৪
এবার কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবং প্রতিটি অংশকে পুনরায় ভাঁজ করে নিয়েছি। ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।
ধাপ-৫
এবার কাগজটিকে উল্টিয়ে নিয়ে। কাগজের কোনা অংশটির কিছুটা অংশ ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং কাগজের দু'পাশের কোনা ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৭
এবার কোনা করে ভাঁজ করা কাগজের অংশ দু'টো ভাঁজ করে বিড়ালের কান বানিয়ে নিয়েছি।
ধাপ-৮
এবার কাগজটিকে ছবির মতো পরপর ভাঁজ করে নিয়ে বিড়ালের লেজ বানিয়ে নিয়েছি।ব্যাস তৈরি হয়ে গেলো বিড়ালের অরিগ্যামিটি।
ধাপ-৯
সব শেষে কালো ও লাল রং এর সাইন পেন দিয়ে বিড়ালের চোখ,গোঁফ ও মুখ এঁকে বিড়ালের অরিগ্যামি বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আজকে আমার বানানো বিড়ালের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Samsung A-10 |
তারিখ | ১৭ই মে, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করতে এবং দেখতে ভালই লাগে। খুব সুন্দর একটি বিড়ালের অরিগ্যামি তৈরি করেছেন। বিড়ালটিকে দেখতে খুব কিউট লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি অরিগ্যামি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Link
https://x.com/selina_akh/status/1923762028751294679
https://x.com/selina_akh/status/1923763553997291581
https://x.com/selina_akh/status/1923764417042448499
https://x.com/selina_akh/status/1923765200626516304
https://x.com/selina_akh/status/1923766824036073617
রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার অরিগামি তৈরি করেছেন আপু। বিড়ালের অরিগামি দেখতে চমৎকার লাগছে। তুমি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে বিস্তারিতভাবে দেখিয়েছেন সেটা দেখে বেশি ভালো লাগলো। সুন্দর অরিগামি তৈরির সম্পন্ন প্রসেস শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
আপনি দেখছি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে বিড়ালের অরিগ্যামি বানিয়েছেন। আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন কিছু বানালে দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এটি ঠিক বলেছেন রঙিন কাগজের ভাঁজ সঠিকভাবে না দিলে পোস্ট নষ্ট হয়ে যায়। আপনি ধৈর্য ধরে সুন্দর করে রঙিন কাগজ দিয়ে বিড়াল এর অরিগ্যামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।
বাহ বেশ চমৎকার তো। দারুণ লাগছে দেখতে। রঙিন কাগজ দিয়ে বিড়ালের অরিগ্যামি টা বেশ দারুণ তৈরি করেছেন আপনি আপু। খুবই সুন্দর উপস্থাপন করেছেন পোস্ট টা। বেশ লাগছে দেখে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পোস্ট টা শেয়ার করে নেওয়ার জন্য।।