অরিগ্যামিঃ টমেটো তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৩০শে শ্রাবণ , বর্ষাকাল,১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
প্রয়োজনীয় উপকরণ
১।লাল রং কাগজ
২।কালো,সবুজ ও সাদা রং পেন
৩।গাম
৪।কাঁচি
টমেটোর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৪ সেঃমিঃ X ১৪ সেঃমিঃ সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়েছি টমেটোর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
প্রথমে কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি । ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।
ধাপ-৩
এবার কাগজটি আড়াআড়িভাবে ভাজঁ করে নিয়েছি উভয় পাশে।
ধাপ-৪
এবার দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-৫
দু'পাশের কোনা কোনা করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
ভাঁজ খুলে নিয়েছি দু;পাশের কোনার। এবার নিচের দিকের কোনা মাঝ বরাবর ভাজ় করে নিয়েছি। ভাঁজ করা অংশ ভিররের দিকে ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-৭
এবার প্রতিটি কোনার কিছুটা অংশ পুনরায় ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে ভাঁজ করেছি।
ধাপ-৮
নিজের দিকের কোনা অংশ মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার উল্টিয়ে নিয়েছি।ব্যস তৈরি হয়ে গেলো টমেটোর অরিগ্যামি।
ধাপ-৯
সবুজ রং এর কাগজ কেটে নিয়েছি টমেটোর বৃন্ত ও ডাল বানানোর জন্য। কাটা কাগজগুলো গাম দিয়ে বানানো টমেটোর সাথে লাগিয়ে দিয়েছি।
ধাপ-১০
উপস্থাপন
আশাকরি আজকে আমার বানানো টমেটোরর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ১৪ই আগস্ট, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে টমেটো তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে আপনি এই টমেটোর অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ আপনাকে সবার মাঝে শেয়ার করার জন্য।
এক টুকরো কাগজ বিভিন্নভাবে ভাঁজ করে কোন কিছু বানাতে বেশ ভালো লাগে। তাই চেস্টা করি প্রতি সপ্তাহে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করার চেস্টা করি।
https://x.com/selina_akh/status/1956037518258003989
Link
https://x.com/selina_akh/status/1956039627305050516
https://x.com/selina_akh/status/1956039214015119368
https://x.com/selina_akh/status/1956038505685246093
https://x.com/selina_akh/status/1955979961342550039
https://x.com/selina_akh/status/1955979255097253913
এরকম অরিগামি তৈরি করা সাধারণ মানুষের কর্ম নয়। খুবই নিখুঁতভাবে আপনি টমেটোর একটি অরিগামী তৈরি করেছেন। বিশেষ করে রঙ্গিন পেপার ব্যবহার করাতে আরো উজ্জ্বল এবং দৃষ্টিনন্দন দেখাচ্ছে। এরকম ক্রিয়েটিভ একটি শিল্প আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
টমেটোর রং এর সাথে মিলিয়ে বানিয়েছি। যাতে দেখতে সুন্দর লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
রঙিন কাগজ দিয়ে তৈরি করা টমেটো দেখতে খুবই কিউট লাগছে। এইরকম তৈরি করা জিনিসগুলো তৈরি করতে এবং দেখতে ভালই লাগে। অনেক সুন্দর ও নিখুঁতভাবে ভাবে তৈরি করে আমাদের মাঝে দেখিয়েছেন। ভালো লাগলো দেখে ধন্যবাদ এত সুন্দর অরিগ্যামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
চেস্টা করেছি নিখুঁতভাবে বানাতে। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
রঙিন কাগজ দিয়ে ভাঁজে ভাঁজে খুব কিউট এবং সুন্দর দেখতে একটা অরিগ্যামী তৈরি করেছেন আজকে। আপনার তৈরি করা অরিগ্যামিটা দেখে আমি তো মুগ্ধ হলাম। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি তৈরি করা কিন্তু কষ্টকর, আবার উপস্থাপনা তুলে ধরা ও মুশকিল। তবুও আপনি সুন্দর করে উপস্থাপনাটা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো। এক কথায় দারুন হয়েছে পুরো অরিগ্যামিটা।
অরিগ্যামির উপস্থাপনা তুলে ধরা সব চেয়ে কঠিন বানানোর চেয়ে। তবুও চেস্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।