অরিগ্যামিঃ বোট তৈরি।

in আমার বাংলা ব্লগ3 months ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ। ৬ই এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

o26.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি বোট এর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।অরিগ্যামি যেহেতু কাগজের ভাঁজের খেলা তাই কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে এই বোট এর অরিগ্যামিটি তৈরি করেছি। কাগজের ভাঁজের বর্ণনা করা যেহেতু কঠিন তাই সব থেকে ভালো হলো ফটোগ্রাফি দেখে অরিগ্যামি তৈরি করা। তাইতো বেশ কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।যা দেখে সহজেই বোট এর অরিগ্যামিটি বানিয়ে নেয়া সম্ভব হবে। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে কালো রং এর কাগজ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,বোট এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o1.jpg

১।রঙ্গিন কাগজ।

বোট এর অরিগ্যামি তৈরি ধাপ সমূহ

ধাপ-১

o1.jpg

প্রথমে ২৪ সেঃমিঃ X ১৭ সেঃমিঃ সাইজের এক টুকরো কালো রং এর কাগজ নিয়েছি বোট এর অরিগ্যামি বানানোর জন্য।

ধাপ-২

o2.jpg

o3.jpg

o4.jpg

কাগজটিকে প্রথমে লম্বাভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। ভাঁজ খুলে দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি উভয় পাশের কাগজ।

ধাপ-৩

o5.jpg

এবার কাগজটি যে দিকে ভাঁজ করে নিয়েছি। সেই দিকে কোনা করা ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o7.jpg

উল্টো পাশে কাগজের ভাঁজ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে যেভাবে দেখান হয়েছে।

ধাপ-৫

o9.jpg

o10.jpg

o11.jpg

কাগজটিকে যে পাশে ভাঁজ করে নিয়েছি তার অন্য পাশে ছবির মতো পরপর ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৬

o13.jpg

o14.jpg

অন্য পাশে কোনা করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o15.jpg

o16.jpg

আবারও দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৮

o17.jpg

o18.jpg

প্রথমে যে ভাঁজটি করেছিলাম তা খুলে সমান করে ভাঁজ করে নিলাম।

ধাপ-৯

o19.jpg

o20.jpg

o22.jpg

এবার দু'পাশের কাগজ উল্টো পাশে ভাঁজে ভাঁজে ভাঁজ করে নিলাম। আর এভাবেই বানিয়ে নিলাম বোট এর অরিগ্যামিটী।সেই সাথে সাদা কাগজ দিয়ে একটি বৈঠা বানিয়ে নিলাম।

উপস্থাপন

o22.jpg

o23.jpg

o24.jpg

আশাকরি আমার আজকে বানানো বোট এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টঅরিগ্যামি
পোস্ট তৈরি@selina 75
মোবাইলSamsung A-10
তারিখ৬ই এপ্রিল, ২০২৫ইং
লোকেশনঢাকা।

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ

image.png

image.png

image.png

Sort:  
 3 months ago 

খুব সুন্দর একটা বোট তৈরি করেছেন আপু। অরিগামিটা খুবই চমৎকার হয়েছে। তার পাশাপাশি খুব সুন্দর একটা বৈঠা তৈরি করেছেন। সব মিলিয়ে খুবই ভালো লাগলো আপনার অরিগামি পোস্ট দেখে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা বোট তৈরি করে শেয়ার করার জন্য।

 3 months ago 

অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 3 months ago (edited)

xp6april.png

xp2.png

xp3.png

xp4.png

xp5.png

 3 months ago 

খুব সুন্দর একটি অরিগামে শেয়ার করেছেন আপু। কালার পেপার দিয়ে চমৎকার বোর্ড তৈরি করেছেন। তৈরি পদ্ধতি একেবারেই ভিন্ন ছিল। দেখতে খুব চমৎকার লাগছে। আপনি মাঝে মাঝেই আমাদের সাথে খুব চমৎকার চমৎকার অরিগামি শেয়ার করে থাকেন। প্রত্যেকটি অরিগামি দেখতে বেশ চমৎকার হয়। আজকের বোর্ড তৈরির সম্পূর্ণ প্রসেস চমৎকার ভাবে শেয়ার করলেন।আপনাকে ধন্যবাদ আপু।

 3 months ago 

অরিগ্যামি বানাতে আমার বেশ ভালো লাগে। তাই চেস্টা করি সপ্তাহে একটি অরিগ্যামি পোস্ট শেয়ার করার। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 3 months ago 

cmc.png

 3 months ago 

কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে কি চমৎকার বোট বানিয়েছেন। তবে আপনার বানানো বোট কিন্তু অসাধারণ হয়েছে। ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত কাগজ দিয়ে বোট বানিয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 months ago 

আমারও বেশ ভালো লাগে বিভিন্ন ধরনের অরিগ্যামি বানাতে। তাইতো আমি প্রতি সপ্তাহে একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করার। ধন্যবাদ ভাইয়া।

 3 months ago 

ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে আপনি এই অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলেন।

 3 months ago 

বাহ বেশ দারুণ তো। এটা বেশ সুন্দর লাগছে। কালো কাগজ দিয়ে বোট টা দারুণ তৈরি করেছেন। খুবই সুন্দর লাগছে। সবমিলিয়ে অসাধারণ ছিল আপনার অরিগ‍্যামিটা। ধন্যবাদ আপনাকে।।

 3 months ago 

আপনার তৈরি করা এই বোট খুবই সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি আজকের সুন্দর বোট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ একই সাথে এখানে এই বোট তৈরি করার মধ্য দিয়ে আপনার কাছ থেকে এত সুন্দর একটি পোস্ট দেখতে পারলাম যা আর কখনোই দেখা হয়নি৷ একই সাথে যেভাবে আপনি ধাপে ধাপে এটি তৈরি করেছেন অবশ্যই আমিও চেষ্টা করব এটি তৈরি করার৷ যেকোনো বাচ্চারা এটি দেখলে অনেক খুশি হবে৷