অরিগ্যামিঃবাস্কেট বল কোর্ট তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৯শে জ্যৈষ্ঠ ,গ্রীষ্মকাল,১৪৩২ বঙ্গাব্দ, ২রা জুন ২০২৫ খ্রিষ্টাব্দ, । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি বাস্কেট বলের কোর্ট এর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্নভাবে ভাঁজ করে বানানো হয়। তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। কাগজের ভাঁজের বর্ণনা করা যেহেতু কঠিন তাই সব থেকে ভালো হলো ফটোগ্রাফি দেখে অরিগ্যামি তৈরি করা। তাইতো বেশ কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করেছি।যা দেখে সহজেই অরিগ্যামিটি বানিয়ে নেয়া সম্ভব হবে। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে সবুজ রং এর কাগজ সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,বাস্কেট বল কোর্ট এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
উপকরণ
১।সবুজ রং এর কাগজ।
২।কালো সাইন পেন
৩।গ্লু
বাস্কেট বল কোর্ট এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে A4 সাইজের এক টুকরো সবুজ রং এর কাগজ নিয়েছি বাস্কেট বল এর কোর্ট এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
প্রথমে কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার দু'পাশের কাগজ মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।
ধাপ-৩
এবার কাগজের দু'পাশের কোনা কোনা করে ভাঁজ করে নিয়েছি। উভয়পাশে ছবির মতো করে।
ধাপ-৪
কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। দু;ভাঁজের মিলিত বিন্দু বরাবর সমান করে ভাঁজ করে নিয়েছি। এবং দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
এবার কাগজের অন্য পাশটিও কোনা করে ভাঁজ করে নিয়েছি মাঝ দাগ বরাবর।
ধাপ-৬
এবার ভাঁজগুলো খুলে নিয়েছি। ভাঁজের দাগ বরাবর কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-৭
এরপর কাগজটিকে উল্টিয়ে নিয়েছি।
ধাপ-৮
প্রথমে কাগজের যে পাশ ভাঁজ করে নিয়েছি। সে পাশটি দু'বার ভাঁজ করে নিয়েছি। এবং দু'কোনা গোল করে গাম লাগিয়ে নিয়ে বাস্কেট বলের বাস্কেটটি বানিয়ে নিয়েছি।
ধাপ-৯
সব শেষে কালো রং সাইন পেন দিয়ে বাস্কেট বলের কোর্টটি এঁকে নিয়ে বাস্কেট বলের কোর্ট এর অরিগ্যামি বানানো শেষ করেছি।
উপস্থাপন
আশাকরি আজকে আমার বানানো বাস্কেট বল কোর্ট এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ২রা জুন, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আরে বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে বাস্কেট বল কোর্ট তৈরি করেছেন। আপনার তৈরি করা জিনিসটি দেখতে অনেক সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। আপনি ধাপে ধাপে শেয়ার করেছেন এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ধন্যবাদ আপু আপনাকে।
https://x.com/selina_akh/status/1929570555033715034
Link
https://x.com/selina_akh/status/1929531655510766071
https://x.com/selina_akh/status/1929530679135707418
https://x.com/selina_akh/status/1929530123017195634
https://x.com/selina_akh/status/1929529284726517861
https://x.com/selina_akh/status/1929473364499775910
Upvoted! Thank you for supporting witness @jswit.
কাগজের তৈরি জিনিস গুলো দেখতে আমার খুব ভালো লাগে।আজকে আপনি খুব সুন্দর ভাবে অরিগামি টি তৈরি করেছেন আপু। যা দেখে মুগ্ধ হলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
রঙিন কাগজের অরিগ্যামি গুলো আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে বাস্কেট বল কোর্ট তৈরি করেছেন। সত্যি বলতে আপনার বাস্কেট বল কোর্ট তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে রঙিন কাগজ দিয়ে বাস্কেট বল কোর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাস্কেট বল কোর্ট টি অনেক সুন্দর করে আপনি তৈরি করেছেন। ভীষণ সুন্দর লাগছে দেখতে। কাগজ ভাজ করে করে এত সুন্দর করে যে বাস্কেটবল কোট তৈরি করা যায় সেটি আপনার দক্ষতায় আজ প্রমাণ পেল। বেশ সুন্দর করে কাগজ ভাঁজ করে করে আপনি বাস্কেটবল কোট তৈরি করেছেন। দেখে বেশ ভালো লাগলো।
বাস্কেট বল কোর্ট তৈরি করেছেন বেশ দুর্দান্ত হয়েছে আপু। বাস্কেট বল কোর্ট দেখে খুব ভালো লাগলো। রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে বাস্কেট বল কোর্ট তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।