অরিগ্যামিঃক্যাপসিকাম তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২৬শে শ্রাবণ , বর্ষাকাল,১৪৩২ বঙ্গাব্দ, ৮ই আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি ক্যাপসিকামের অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে বানানো হয়, তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। এই ক্যাপসিকামের অরিগ্যামিটি যদিও বিভিন্ন ভাবে ভাঁজ দিয়ে তৈরি করা হয়েছে। তবে ভাঁজগুলো বেশ সহজ। যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবেন ক্যাপসিকামের অরিগ্যামিটি। আর বেশ কম সময়েও বানানো যায় ক্যাপসিকামের অরিগ্যামিটি। আর দেখতেও বেশ সুন্দর। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে লাল রং এর কাগজ সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,ক্যাপসিকামের অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
প্রয়োজনীয় উপকরণ
১।লাল রং কাগজ
২।কালো ও সাদা রং পেন
ক্যাপসিকাম এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৪ সেঃমিঃ X ১৪ সেঃমিঃ সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়েছি ক্যাপসিকা্মের অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
প্রথমে কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি । ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।
ধাপ-৩
এবার কাগজটি মাঝ বরাবর ভাজঁ করে নিয়েছি উভয় পাশে।
ধাপ-৪
এবার দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-৫
এবার ছবির মতো পরপর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
এবার কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং তিনটি কোনার কিছুটা অংশ ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৭
এবার উপরের দিকের অংশটি দুবার ভাঁজ করে নিয়েছি। এবং কাগজটির দু'পাশ চাপ দিয়ে চিকন করে ক্যাপসিকামের ডাল বানিয়ে নিয়েছি।
ধাপ-৮
সবশেষে ক্যাপসিকামটি যাতে দেখতে সুন্দর লাগে সেজন্য কালো ও সাদা পেন দিয়ে চোখ ও মুখ এঁকে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো ক্যাপসিকামের অরিগ্যামি।
উপস্থাপন
আশাকরি আজকে আমার বানানো ক্যাপসিকামের অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ৮ই আগস্ট, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1954566614797664360
Link
https://x.com/selina_akh/status/1954569438260260984
https://x.com/selina_akh/status/1954568800587898922
https://x.com/selina_akh/status/1954570006903058524
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপনার তৈরি অরিগামি গুলি আমার বেশ ভালো লাগে দেখতে। আজকের এই ক্যাপসিকামটি আপনি অনেক সুন্দর করে তৈরি করেছেন। বিভিন্ন জিনিস তৈরি করার দক্ষতা আপনার অতুলনীয়। ভীষণ ভালো লাগলো আজকের এই দক্ষতার সাথে তৈরি করা ক্যাপসিকামতে দেখে।
আমারও বেশ ভালো লাগে বিভিন্ন জিনিসের অরিগ্যামি বানাতে। কাগজের ভাঁজে কি সুন্দর জিনিস বানানো যায়। ধন্যবাদ আপু।
ক্যাপসিকামের অরিগ্যামি তৈরির পদ্ধতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। দেখতেও খুবই চমৎকার হয়েছে। কাগজ দিয়ে কিছু তৈরি করতে ভালো লাগে।
অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনার তৈরি করা এই ক্যাপসিকাম অনেক বেশি সুন্দর হয়েছে৷ যেভাবে আপনি এখানে এই সুন্দর ক্যাপসিকাম তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাদের অসাধারণভাবে শেয়ার করেছেন তার পাশাপাশি এটি তৈরি করার ধাপগুলো খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে এত অসাধারণ একটি ক্যাপসিকাম তৈরি করার পদ্ধতি গুলো দেখে৷
সবাই যাতে এই পোস্টটি দেখে এই অরিগ্যামিটি বানাতে পারেন, তাই ধাপ গুলো সহজভাবে উপস্থাপনের চেস্টা করছি।মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
কাগজের অরিগ্যামি গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর ক্যাপসিকাম তৈরি করেছেন। এবং ক্যাপসিকাম এর মধ্যে চোখ গুলো খুব ভয়ঙ্কর ভাবে করলেন। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত রঙিন কাগজ দিয়ে অরিগ্যামি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।
অরিগ্যামি বানাতে আমারও বেশ ভাল লাগে। মন্তব্যের জন্য ধন্যবাদ।