ডাই পোস্টঃ ক্লে দিয়ে খরগোস তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ২১শে আষাঢ় ,বর্ষাকাল ১৪৩২ বঙ্গাব্দ। ৫ই জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি ক্লে দিয়ে একটি খরগোস বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো।মাটির বিকল্প এই ক্লে দিয়ে বিভিন্ন জিনিস বানাতে বেশ ভালো লাগে। যদিও মাটির মতো করে ব্যবহার করা যায় না। তবু বেশ সুন্দর করে বিভিন্ন জিনিস বানানো যায়। আর ক্লে দিয়ে বানানো জিনিসগুলো দেখতেও বেশ সুন্দর লাগে। আর বাচ্চারা বেশ পছন্দ করে ক্লের তৈরি জিনিসগুলো। আজকাল বাচ্চাদের ক্রেফটিং এর কাজ শিখাতে এই ক্লেগুলো বেশ ব্যবহার হচ্ছে। এবং বাচ্চাদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এবং আমার বাংলাব্লগেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ক্লে। আজ আমি ক্লে দিয়ে একটি খরগোস বানানোর চেস্টা করেছি। বানানোর পর বেশ সুন্দর লাগছিলো আমার কাছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে।খরগোসটি বানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে ও ক্লে টুল।খরগোসটি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।
প্রয়োজনীয় উপকরণ
১।দু' রং এর ক্লে
২।ক্লে টুলস
৩।টুথ পিক
ক্লে দিয়ে খরগোস তৈরির ধাপ সমূহ
ধাপ - ১
প্রথমে সাদা রং এর ক্লে কিছুটা নিয়ে বল বানিয়ে নিয়েছি।
ধাপ - ২
এরপর সাদা বলটি হাতের সাহায্যে কিছুটা লম্বা করে নিয়ে খরগোসের শরীর বানিয়ে নিয়েছি।
ধাপ - ৩
আবারও কিছুটা সাদা ক্লে কিছুটা গোল করে হাতের সাহায্যে চেপ্টা করে নিয়েছি। এবং ক্লে দিয়ে দাগ দিয়ে খরগোসের পা বানিয়ে নিয়েছি। পা দু'টো বানানো শরীরের সাথে লাগিয়ে নিয়েছি।
ধাপ - ৪
সাদা রং এর ক্লে কিছুটা লম্বা করে নিয়ে লেজ বানিয়ে নিয়েছি। বানানো লেজ খরগোসের শরীরের সাথে লাগিয়ে নিয়েছি।
ধাপ - ৫
সাদা রং এর ক্লে কিছুটা লম্বা করে নিয়ে খরগোসের মাথা বানিয়ে নিয়েছি।
ধাপ - ৬
সাদা ও গোলাপী রং এর ক্লে পাতার মতো বানিয়ে নিয়েছি। এবার সাদা রং এর উপর গোলাপী রং এর পাতা বাসিয়ে দিয়ে খরগোসের কান বানিয়ে নিয়েছি।
ধাপ - ৭
কান দু'টো বানানো খরগোসের মাথার সাথে লাগিয়ে দিয়েছি। এবং কালো ও সাদা রং এর ক্লে দিয়ে চোখ বানিয়ে নিয়েছি।
ধাপ-৯
এবার একটি টুথপিক দিয়ে বানানো মাথাটি খরগোসের শরীরের সাথে লাগিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেলো ক্লের খরগোস।
উপস্থাপন
আশাকরি আমার আজকে ক্লে দিয়ে বানানো খরগোসটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
শ্রেনী | ডাই পোস্ট |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
তারিখ | ২৩শে জুন, ২০২৫ ইং |
মোবাইল | Redmi Note 5A |
লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1941536304455614836
Link
https://x.com/selina_akh/status/1941537184965853293
https://x.com/selina_akh/status/1941417708891021394
https://x.com/selina_akh/status/1941538837735579860
https://x.com/selina_akh/status/1941539556089790539
ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায় এবং দেখতেও ভালো লাগে। চমৎকার একটি খরগোশ তৈরি করেছেন আপনি। দেখতে খুব কিউট লাগছে। এরকম তৈরি করা জিনিসগুলো ঘরে সাজিয়ে রাখলে দেখতে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ডাই শেয়ার করার জন্য।
ক্লে দিয়ে অনেক কিছুই বানানো যায়। এবং সে গুলো দেখতেও বেশ সুন্দর লাগে। যাইহোক আমার বানানো খরগোসটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ক্লে দিয়ে চমৎকার সুন্দর করে খরগোশ বানিয়েছেন। দারুণ লাগছে দেখতে খরগোশটি।খরগোশ তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর খরগোশ বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।
ক্লে দিয়ে খরগোস তৈরির পদ্ধতি দেখে অনেক ভালো লাগলো। আপু আপনি অনেক দক্ষতার সাথে কাজটি করেছেন। অসাধারণ হয়েছে দেখতে। এক কথায় অসাধারণ।
্ধন্যবাদ ভাইয়া।
বাহ আপু আপনি তো ক্লে দিয়ে একটি চমৎকার খরগোশ বানিয়েছেন। তবে আপনার বানানোর খরগোশ কিন্তু অসাধারণ হয়েছে। এবং খরগোশের চোখ কান দেখে তো আমি হা করে তাকিয়ে রইলাম। আর ক্লে নরম এ কারণে যে কোন কিছু বানাতে সুবিধা হয়। ধন্যবাদ ক্লে দিয়ে এত সুন্দর একটি খরগোশ বানিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।
একবারেই ঠিক বলেছেন খরগোস নরম দেখে অনেক কিছুই বানানো সহজ হয়। ধন্যবাদ ভাইয়া।