অরিগ্যামিঃব্রেসলেট তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ৩রা শ্রাবণ , বর্ষাকাল,১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম।প্রতি সপ্তাহে ন্যায় আজও একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আজ আমি একটি ব্রেসলেট এর অরিগ্যামি তৈরির পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করবো। অরিগ্যামি যেহেতু এক টুকরো কাগজকে বিভিন্ন ভাবে ভাঁজ করে বানানো হয়, তাই কাগজের ভাঁজ ভুল হলে সম্পূর্ণ কাজটি নস্ট হয়ে যেতে পারে। তাই বেশ সাবধানে কাগজের ভাঁজ দিতে হয়। আর এ কারনেই অরিগ্যামিকে বলা হয় কাগজের ভাঁজের খেলা। এই ব্রেসলেট এর অরিগ্যামিটি যদিও বিভিন্ন ভাবে ভাঁজ দিয়ে তৈরি করা হয়েছে। তবে ভাঁজগুলো বেশ সহজ। যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবেন ব্রেসলেট এর অরিগ্যামিটি। আর বেশ কম সময়েও বানানো যায় ব্রেসলেট এর অরিগ্যামিটি। আর দেখতেও বেশ সুন্দর।বাচ্চাদের হাতে পরিয়ে দিলে দেখতে বেশ সুন্দর লাগবে। অরিগ্যামিটি বানাতে উপকরণ হিসাবে সবুজ রং এর কাগজ সাথে আরও কিছু উপকরণ ব্যবহার করেছি । তাহলে চলুন, দেখে নেয়া যাক,ব্রেসলেট এর অরিগ্যামি তৈরির বিভিন্ন ধাপ সমূহ। আশাকরি ভালো লাগবে আপনাদের।
*প্রয়োজনীয় উপকরণ
১।সবুজ রং এর কাগজ।
২।সাদা পুথি
৩।গাম
ব্রেসলেট এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো সবুজ রং এর কাগজ নিয়েছি ব্রেসলেট এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
প্রথমে কাগজটিকে মাঝ বরাবর কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি । ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।
ধাপ-৩
এরপর ভাঁজ কাগজটিকে জিকজাকভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৪
কাগজের ভাঁজ খুলে পুনরায় কাগজটিকে জিকজাক ভাবে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৫
এবার ভাঁজ করা কাগজের এক প্রান্ত অন্যপ্রান্তের ভাঁজের ভিতর ঢুকিয়ে দিয়ে ব্রেসলেট এর অরিগ্যামি বানানো শেষ করেছি।
ধাপ-৬
এবার ব্রেসলেটটিকে আরও সুন্দর করার জন্য কিছু সাদা পুথি বসিয়ে দিয়েছি গাম দিয়ে। ব্যস তৈরি হয়ে গেলো ব্রেসলেট এর অরিগ্যামিটি।
উপস্থাপন
আশাকরি আজকে আমার বানানো ব্রেসলেট এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ১৮ই জুলাই, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
https://x.com/selina_akh/status/1946239899189039481
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনার হাতের কাজ মানেই অসাধারণ কিছু। সত্যি আপু নতুন কিছু দেখতেও ভালো লাগে। ব্রেসলেট খুবই সুন্দর হয়েছে দেখতে। খুবই চমৎকার লাগছে এবং আকর্ষণীয় লাগছে।
Link
https://x.com/selina_akh/status/1946243382130675739
https://x.com/selina_akh/status/1946241323746656540
https://x.com/selina_akh/status/1946242557127893267
আসলে রঙিন কাগজ ব্যবহার করে যে কোন ধরনের জিনিসপত্র তৈরি করলে অনেক বেশি সুন্দর লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ব্রেসলেট তৈরি করেছেন। আপনার তৈরি করা ব্রেসলেট টি অসাধারণ হয়েছে। আপনি ধারাবাহিকভাবে খুবই সুন্দর জিনিসটি তৈরি করার চেষ্টা করেছেন।
সবসময় আপনি কাগজ দিয়ে অনেক সুন্দর কিছু জিনিস তৈরি করে থাকেন যেগুলা আমার অনেক বেশি ভালো লেগে থাকে৷ আজকেও যেভাবে আপনি ব্রেসলেট তৈরি করে ফেলেছেন তা দেখে আরো অনেক বেশি ভালো লাগলো৷ এখানে এই ব্রেসলেট তৈরি করার ধাপগুলো যেভাবে একের পর শেয়ার করেছেন তার পাশাপাশি এখানে আপনি যেভাবে এটি শেয়ার করেছেন তা আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে৷