অরিগ্যামিঃবেগুন তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ১৪ই আষাঢ় , বর্ষাকাল,১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জুন ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
প্রয়োজনীয় উপকরণ
১।বিভিন্ন রং এর কাগজ।
২।গ্লু
৩।কালো, গোলাপী ও সাদা রং এর জেল পেন
বেগুন এর অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো বেগুনী রং এর কাগজ নিয়েছি বেগুন এর অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
প্রথমে কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি। ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।
ধাপ-৩
ভাঁজটি খুলে নিয়েছি।
ধাপ-৪
দু'পাশের কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। যেভাবে ছবিতে দেখানো হয়েছে।
ধাপ-৫
কাগজ ভাঁজ করার পর যে কোনা তৈরি হয়েছে তা কাগজের ভাঁজ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৬
আবারও কাগজের দু'পাশের কোনা মাঝ দাগ বরাবর ভাঁজ করে নিয়েছি। সেই সাথে নিচের দিকের কিছু কাগজও ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৭
দু'পাশের কোনাগুলো কিছুটা অংশ ভাঁজ করে নিয়েছি বেগুন বানানো শেষ করেছি।
ধাপ-৮
এবার বেগুনের বৃন্ত বানানোর জন্য ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো সবুজ রং এর কাগজ নিয়েছি।
ধাপ-৯
সবুজ কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি। এবং দু'পাশের কোনা মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।
ধাপ-১০
এবার সবুজ কাগজটিকে পরপর ভাঁজ করে নিয়েছি বৃন্তটি বানিয়ে নিয়েছি।
ধাপ-১১
বানানো বেগুনের অরিগ্যামিটি বৃন্তর সাথে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি। সেই সাথে দেখতে যাতে সুন্দর লাগে সেজনয বেগুনের চোখ মুখ এঁকে নিয়েছি কালো ও গোলাপী রং এর জেল পেন দিয়ে। ব্যস তৈরি হয়ে গেলো বেগুনের অরিগ্যামিটি।
উপস্থাপন
আশাকরি আজকে আমার বানানো ্বেগুনের এর অরিগ্যামিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন।শুভ রাত্রি।
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ২৮শে জুন, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
ভিন্ন ভিন্ন কালারের রঙিন কাগজ ব্যবহার করে আপনি আজকে এত সুন্দর দেখতে অরিগ্যামি তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। ভাঁজে ভাঁজে এভাবে কোনো কিছু তৈরি করলে দেখতে অসম্ভব সুন্দর লাগে। অনেক সুন্দর ভাবে আপনি এই অরিগ্যামি তৈরি করে ধাপে ধাপে সবার মাঝে শেয়ার করলেন। এটা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
বিবিন্ন ভাঁজে অরিগ্যামিটি তৈরি করেছি। আর এ ধরনের অরিগ্যামিগুলো দেখতে বেশ সুন্দর হয়।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/selina_akh/status/1939007086459039983
Link
https://x.com/selina_akh/status/1939008790512419102
https://x.com/selina_akh/status/1938887936608698543
https://x.com/selina_akh/status/1939009983095685584
https://x.com/selina_akh/status/1939010600753078629
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি বেগুনের অরিগ্যামি তৈরি করেছেন। আপনার হাতে তৈরি করা এতো সুন্দর একটি অরিগ্যামি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে। অরিগ্যামি টি তৈরি করার প্রতিটি ধাপ ধারাবাহিক ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন।
অরিগ্যামি তৈরির প্রতিতি ধাপ শেয়ার করার চেস্টা করেছি। যাতে যে কেউ বানাতে পারে। ধন্যবাদ ভাইয়া।
কাগজের বেগুন দেখতে অনেক সুন্দর হয়েছে আপু। আপনার হাতের কাজ মানেই নতুন কিছু। এই ধরনের হাতের কাজ গুলো দেখতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে।
চেস্টা করি সব সময় নতুন কিছু উপহার দেয়ার। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য প্রচুর ধৈর্য লাগে। ধৈর্য নিয়ে এরকম সুন্দর অরিগ্যামি তৈরি করতে হয়। আর ভাঁজে ভাঁজে এই ধরনের অরিগ্যামি গুলো তৈরি করার জন্য অনেক সময়ও লেগে যায়। বিশেষ করে তৈরি করার পর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরাটা একটু বেশি মুশকিল। কারণ ভালোভাবে বলে বোঝানো যায় না। তবুও সুন্দর করে শেয়ার করলেন দেখে ভালো লাগলো।
ঠিক বলেছেন ভাইয়া অরিগযামি তৈরি করতে বেশ সময় লাগে। তবে করার পর বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনাকে।