ডাই পোস্টঃআমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি শুভেচ্ছা কার্ড।

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,কেমন আছেন? আশাকরি সবাই ভালো আছেন-নিরাপদে আছেন। আমিও ভালো আছি । আজ ২৮শে জ্যৈষ্ঠ ,গ্রীষ্মকাল ১৪৩১ বঙ্গাব্দ। ১১ ই জুন, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ আমাদের সবার প্রিয় আমার বাংলা ব্লগের চতুর্থ জন্মদিন। শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ।

c2.jpg

আমাদের প্রিয় আমার বাংলা ব্লগের জন্মদিন মানেই আনন্দের দিন। আমরা যারা আমার বাংলা ব্লগের সাথে যুক্ত আমরা সবাই আনন্দিত যে, আমাদের প্রিয় ব্লগ চার বছর পূর্ণ করে পঞ্চম বছরে পা দিল। নিজের ভাষায় ক্রিয়েটিভিটি প্রকাশের এর চেয়ে সেরা ব্লগ আছে বলে আমার জানা নেই। আমি আমার বাংলা ব্লগের সাথে যুক্ত হতে পেরে আনন্দিত। অনেক কিছু শিখেছি প্রিয় আমার বাংলা ব্লগ থেকে। এবং প্রতি নিয়ত শিখছি। আমার বাংলা ব্লগের সাথে যুক্ত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমার বাংলা ব্লগের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা @rme দাদার প্রতি আমরা কৃতজ্ঞ। আশাকরি আমার বাংলা ব্লগের পথচলা অব্যাহত থাকবে। বন্ধুরা, আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি শুভেচ্ছা কার্ড শেয়ার করবো আপনাদের সাথে। আশাকরি শুভেচ্ছা কার্ডটি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

c16.jpg

c5.jpg

c17.jpg

১।বিভিন্ন রং এর কাগজ
২। কাঁচি
৩।পেন্সিল
৪।জেল পেন
৫।সাইন পেন

কার্ড তৈরির ধাপ সমূহ

ধাপ - ১

c15.jpg

c14.jpg

প্রথমে A4 সাইজের একটি সাদা রং এর কাগজ নিয়েছি। কাগজটিকে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ - ২

c13.jpg

বিভিন্ন সাইজের ও বিভিন্ন রং এর কিছু বেলুন কেটে নিয়েছি।

ধাপ - ৩

c12.jpg

c11.jpg

c10.jpg

এবার কেটে নেয়া বেলুন গুলো গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ - ৪

c9.jpg

লাল রং এর সাইন পেন দিয়ে বেলুনের রশি এঁকে নিয়েছি।

ধাপ - ৫

c8.jpg

কার্ড এর দু'কোনায় গোলাপী রং জেল পেন দিয়ে কিছু ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৬

c7.jpg

বেলুনের মধ্যে জেল পেন দিয়ে শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ লিখাটি লিখে দিয়ে শুভেচ্ছা কার্ডটি বানানো শেষ করেছি।

উপস্থাপন

c1.jpg

c2.jpg

c3.jpg

আশাকরি আমার আজকে রঙ্গিন কাগজ দিয়ে বানানো কার্ডটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ বিকাল।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ১১ই জুন, ২০২৫ ইং
মোবাইলRedmi Note 5A
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 3 months ago 

বাংলা ব্লগের বর্ষপূর্তি উপলক্ষে খুব সুন্দর শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন। কার্ডটি দেখতে খুব সুন্দর হচ্ছে। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। এত সুন্দর একটি কার্ড আমাদেরকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

আমাদের প্রিয় আমার বাংলা ব্লগকে শুভেচ্ছা জানাতেই কার্ডটি তৈরি করেছি। আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

xp1.png

xp2.png

xp3.png

xp4.png

xp5.png

 3 months ago 

cmc.png

 3 months ago 

আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আপনি ভীষণ সুন্দর একটি কার্ড তৈরি করেছেন যা দেখে বেশ ভালো লাগলো। সুন্দর কিছু রংয়ের কাগজ দিয়ে আপনি বেলুন গুলি তৈরি করেছেন। আর কার্ডের দুই কোণের ডিজাইন টাও বেশ সুন্দর হয়েছে দেখতে। কার্ডটি আপনি অনেক সুন্দর করে তৈরি করেছেন।

 3 months ago 

রঙ্গিন করার জন্যই বিভিন্ন রং এর ব্যবহার করেছি। ধন্যবাদ আপু।

 3 months ago 

বেশ একটু কালারফুল করে আপনি সুন্দর করে তৈরি করেছেন আমার বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা কার্ড। সুন্দর করে কারুকার্য করে তৈরি করেছেন কার্ডটি। দেখে বেশ ভালো লাগলো।

 3 months ago 

বর্ষপূর্তি মানেই আনন্দ। আর আনন্দ মানেই বিভিন্ন রং। তাইতো কার্ড বানাতে এতো রং এর ব্যবহার।

 3 months ago 

বাংলা ব্লগের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে একটি শুভেচ্ছা কার্ড তৈরি করেছেন।শুভেচ্ছা কার্ডটি খুবই সুন্দর হয়েছে! আপনার সৃজনশীলতা এবং নিষ্ঠা প্রতিটি কাজেই ফুটে ওঠেছে। আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে কার্ডটি তৈরি করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 months ago 

সময় নিয়ে কোন কাজ করতে তা সুন্দর হয়। তাই আমি চেস্টা করি সময় নিয়ে যে কোন ডাই পোস্ট করতে। ধন্যবাদ ভাইয়া।