অরিগ্যামিঃ স্ট্রবেরি তৈরি।
শুভেচ্ছা সবাইকে।
কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন,নিরাপদে থাকেন। আজ ২০শে আষাঢ় , বর্ষাকাল,১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে জুন ২০২৫ খ্রিষ্টাব্দ । আজ একটি অরিগ্যামি পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।
প্রয়োজনীয় উপকরণ
১।বিভিন্ন রং এর কাগজ।
২।গ্লু
৩।কালো সাইন পেন
৪।কাচিঁ
স্ট্রবেরি অরিগ্যামি তৈরির ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে ১৫ সেঃমিঃ X ১৫ সেঃমিঃ সাইজের এক টুকরো লাল রং এর কাগজ নিয়েছি স্ট্রবেরি অরিগ্যামি বানানোর জন্য।
ধাপ-২
প্রথমে কাগজটিকে কোনাকুনিভাবে ভাঁজ করে নিয়েছি উভয় পাশে। ছবিতে দেখানো পদ্ধতি অনুযায়ী।
ধাপ-৩
মাঝ বরাবর আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি উভয় পাশে।
ধাপ-৪
দু'পাশের কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-৫
কাগজের এক পাশের কাগজ কিছুটা ভাঁজ করে ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি।
ধাপ-৬
কাগজের দু'পাশের চিকন ভাঁজ করা অংশগুলো ভাঁজ করে স্ট্রবেরির বৃন্ত বানিয়ে নিয়েছি।
ধাপ-৭
এবার কাগজটি উল্টিয়ে নিয়েছি। এবং দু'পাশের কাগজ ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৮
এবার উপরের দিকে চিকন করে ভাঁজ করা কাগজটি নিচের দিকে ভাঁজ করে নিয়েছি। সেই সাথে কোনা অংশগুলোও ভাঁজ করে নিয়েছি।
ধাপ-৯
ধাপ-১০
সব শেষে কাল রং সাইন পেন দিয়ে তৈরি স্ট্রবেরির অরিগ্যামিতে ডট ডট দিয়ে নিয়েছি। ব্যাস তৈরি আমার স্ট্রবেরির অরিগ্যামি।
উপস্থাপন
পোস্ট বিবরণ
পোস্ট | অরিগ্যামি |
---|---|
পোস্ট তৈরি | @selina 75 |
মোবাইল | Redmi Note 5A |
তারিখ | ৪ঠা জুলাই, ২০২৫ইং |
লোকেশন | ঢাকা। |
https://x.com/selina_akh/status/1941147703410655604
Link
https://x.com/selina_akh/status/1941149182586462641
https://x.com/selina_akh/status/1941150131761598824
https://x.com/selina_akh/status/1941151265599422825
https://x.com/selina_akh/status/1941152297096245302
স্ট্রবেরি দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। আপনি খুবই পরিশ্রম করে এই স্ট্রবেরি তৈরি করেছেন। চমৎকার হয়েছে আপু। ধন্যবাদ আপনাকে আপু।
অনেক ধন্যবাদ ভাইয়া।
রঙিন কাগজ দিয়ে সুন্দর একটি স্ট্রবেরি তৈরি করেছেন। এ ধরনের কাজগুলো করতে সময় লাগলেও তৈরি করার পর দেখতে বেশ ভালই লাগে। আপনার অরিগামি দেখে আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি অরিগামি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
সময় লাগলেও এই ধরনের কাজগুলো করতে বেশ ভালো লাগে।
আপনার তৈরি অরিগ্যামি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত আপনি খুবই চমৎকার চমৎকার বিভিন্ন পোস্ট করে থাকেন। আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনার পোস্ট গুলো দেখতে। অনেক সময় এবং ধৈর্য ধরে প্রত্যেকটি ডাই এবং অরিগ্যামির তৈরি করে থাকেন। এতো চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
চেস্টা করি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার। আর অরিগ্যামিটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।
খুবই সুন্দর হয়েছে আপনার তৈরি করা আজকের অরিগামি। যেভাবে আপনি আজকের এই চমৎকার অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তা যেরকম সুন্দর হয়েছে৷ তার পাশাপাশি এখানে এই অরিগামি যখন আপনি শেষ পর্যন্ত তৈরি করেছেন দেখে একেবারে বাস্তবের একটি স্ট্রবেরির মত মনে হচ্ছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি স্ট্রবেরি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷
অরিগ্যামি তৈরি করতে আমার বেশ মজা লাগে। একটি কাগজ বিভিন্ন ভাবে ভাঁজ করে একটা সুন্দর জিনিস বানানো যায় বলে।