স্কুল জীবনের স্মৃতি মধুর স্মৃতি। কখনও ভুলা যায়না। জীবনে চলার পথে অনেক বন্ধু হবে,স্মৃতি জমা হবে -আবার হারিয়েও যাবে। কিন্তু স্কুল জীবনের বন্ধু ও স্মৃতি কখনও হারায় না,হারিয়ে যাবেনা। আপনার পোস্ট পড়ে আমিও নস্টালজিক হয়ে গিয়েছিলাম,প্রিয় স্কুল আর বন্ধুদের কথা মনে পড়েছিল!! ভাল লিখেছেন।অনেক শুভ কামনা আপনার জন্য।
ঠিকই বলেছেন আপু জীবনে চলার পথে অনেক বন্ধু হবে অনেক স্মৃতি জমা হবে বন্ধুগুলো হারিয়ে যাবে স্মৃতিগুলো হারিয়ে যাবে কিন্তু স্কুল জীবনে থাকা বন্ধু এবং স্মৃতিগুলো কখনোই ভোলার নয়।
ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য