মাওয়া ঘাটে ভ্রমনে গিয়ে বেশ আনন্দ করে খাওয়া দাওয়া করেছেন বন্ধুরা মিলে, তা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম।আসলেই ইলিশ খাওয়া আর ঘোরিঘোরির জন্য মাওয়া এখন পছন্দের স্পট। মাওয়া ঘাটের ইলিশের লেজের ভর্তা আমারও ফেবারিট। মাওয়া ঘাট ভ্রমনের সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ঘোরাঘুরি আমাদের সবসময়ই ভালো লাগে। সময় পেলেই বন্ধুদের সাথে বাইকে করে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর একটা কথা ঠিক বলেছেন ইলিশের লেজ ভর্তা অনেক সুস্বাদু হয়ে থাকে।