যেহেতু দূর্গা পুজা কলকাতায় কেমন হয় তা নিজে চোখে দেখিনি। কিন্তু বিভিন্ন নিউজের মাধ্যমে জেনেছি, বেশ জাকজমকভাবে উদযাপিত হয় দূর্গাপুজা। যা পৃথিবীর আর কোথাও হয় না।যদিও এবারের দূর্গাপুজায় বাংলাদেশে ছিলেন বিধায় কলকাতার পুজা মিস করেছেন। কিন্তু ছোট দাদা ও দিদির ফটোগ্রাফির মাধ্যমে কিছুটা হলেও সেই স্বাদ পুর্ণ হলো।বেশ সুন্দর ফটোগ্রাফি করেছেন দাদা ও দিদি।চোখ একবারে জুরিয়ে গেল। ধন্যবাদ দাদা শেয়ার করার জন্য।