দাদা। আপনার পোস্টকৃত পুজো পর্বের সিরিজ দেখে কোলকাতার জমকালো পুজোর আয়োজন খুব টানছে আমাকে। দূর্গোপুজোয় একবার যাবার ইচ্ছা আছে। আজকের শিকদার বাগানের পুজো প্যান্ডেলের থিমটি অসাধারণ। এই সময়ে লাইব্রেরি ধাচের প্যান্ডেলের আইডিয়া অসাধারণ। আপনি একদম ঠিক বলেছেন, বই পড়ার বিকল্প নেই।আর মন কন্ট্রোলের জন্য যোগ-ধ্যান জরুরি। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।