কচু আমার খুব প্রিয়। কিন্তু খেতে পারি না এলার্জির কারনে। আপনার মান কচুর ভর্তা দেখে বেশ লোভ লাগছে। নারিকেল ব্যবহার করার জন্য ভর্তার স্বাদ বেড়ে গেছে। আর এমন মজার ভর্তা হলে মাছ মাংসের কি দরকার! অনায়াসে পেট ভরে ভাত খাওয়া যাবে। ধন্যবাদ আপু ভর্তার রেসিপি শেয়ার করার জন্য।
কচুতে যে এলার্জি আছে জানা ছিল না। যাদের এলার্জি থাকে তারা এই বিষয়গুলো ভালো জানে। ধন্যবাদ আপু মন্তব্য করার জন্য।