আজকাল সবারই মনে হয়ে এমন হয়। আমিতো মাঝে মাঝে চুলায় তরকারী দিয়ে এসে ফোন দেখতে থাকি যখন পোড়া গন্ধ বের হয় তখন হুশ হয়। তবে এ ঘটনা থেকে একটা শিক্ষা আপনি পেলেন। আর কখনও আটোতে চড়ে এভাবে ফোনে ব্যস্ত হয়ে পরবেন না। তবে বেশ মজা পেলাম আপনার ঘটনাটি পড়ে। আনন্দ দেয়ার জন্য ধন্যবাদ।
হাহাহাহা আপনার ঘটনা জেনেও হাসি পেলো। একদমই শিক্ষা পেয়েছি আর অটোতে উঠে ফোন টিপবো না।ভাগ্যিস অটো ট্রেন নয়😊।