You are viewing a single comment's thread from:

RE: এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৪ -পর্ব ১

in আমার বাংলা ব্লগ10 months ago

এবার প্রথম এই এশিয়া মেলা হলো চীন মৈত্রীর মাঠে। এ ধরনের মেলায় ঘুরে বাড়াতে বেশ ভালই লাগে। নতুন নতুন অনেক জিনিস দেখা যায়। সেই সাথে পছন্দ হলে কেনাও যায়। তবে মনে হয় আয়োজকরা এত ভীড় হবে বুঝতে পারেনি। তাই টিকেট কাউন্টার কম রেখেছে। আগামীবার নিশ্চয়ই আরও গোছালো হবে। আমি যাবো ভাবছি।

Sort:  
 10 months ago 

আসলেই মনে হয় ওরা বুঝতে পারে নি এমন ভীড় হবে। তার উপর শুক্র - শনি বার ছুটির দিন হওয়ায় ভীড় ও তুলনামূলক বেশি ছিলো। ছুটির দিন ছাড়া গেলে হয়তো বেশ আরামে সবকিছু দেখা যাবে। আপনার বাসা থেকেও তো বোধ হয় বেশি দূরত্ব নয়, গিয়ে ঘুরে আসবেন।