আমরা কেবল ব্যানারে লিখি শিশুর জন্য হা বলুন কিন্তু মনে বিশ্বাস করি না। তাই যখন দেখি আমার বাসার বাচ্চা দেয়ালে লিখছে তখনই চিৎকার করে থামিয়ে দেই। কিন্তু যখন একটি শিশু কোন কাজে বাঁধা পায় তখন সে আর সেই কাজে আগ্রহ হারিয়ে ফেলে। ফলে সে পরবর্তিতে কোন কাজ করতে ভয় পায়। যা তার বিকাশের অন্তরায়। শিশুকে সকল কাজে উৎসাহ দিলে তারা আত্মবিশ্বাসী হয়ে উঠে।