আপনার মায়ের সুস্থতা কান্না করছি। বাড়িতে এসেই বাজার করেন খুব ভালো কাজ। আসলে সন্তান হিসেবে বাবা-মায়ের জন্য আমাদের কিছু করা দায়িত্ব। মায়ের ইলিশের ডিম খেতে চাওয়া ও আপনার ডিমসহ ইলিশ কেনা , মা ও সন্তানের এক মধুর সম্পর্ক। এই সম্পর্ক টাকা দিয়ে পরিমাপ করা যায় না। মা-বাবার খুশির চেয়ে বড় কিছু আর নাই। ভালো হয়েছে পোস্টটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।