ডাই পোস্টঃ ক্লে দিয়ে আমাদের প্রিয় দাদার জন্য রাখি বানালাম।

in আমার বাংলা ব্লগ2 days ago

শুভেচ্ছা সবাইকে।

কেমন আছেন সবাই? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি।প্রত্যাশা করি সবাই সবসময় ভালো থাকেন-নিরাপদে থাকেন। আজ ২৫শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ। ৯ই আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ। আজ একটি ডাই পোস্ট আপনাদের সাথে শেয়ার করবো।

r5.jpg

r6.jpg

আজ রাখি উৎসব, যা রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা নামেও পরিচিত। ভাই ও বোনের মধ্যে ভালবাসা এবং সুরক্ষার বন্ধনকে উদযাপন করাই এই উৎসব এর লক্ষ্য । এই দিনে, বোনেরা তাদের ভাইদের কব্জিতে একটি পবিত্র সুতা বা রাখি বাঁধে, যা ভাইয়ের মঙ্গল এবং সুরক্ষার জন্য প্রার্থনা করে। বিনিময়ে, ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এবং সাধারণত উপহার দেয়। রাখি উৎসবের মূল ধারণা হল ভাই ও বোনের মধ্যেকার অটুট সম্পর্ককে উদযাপন করা। আমার বাংলা ব্লগের আমরা সকল মেয়ে ইউজাররা প্রতি বছর এই দিনটিতে আমাদের প্রিয় @rme দাদাকে ভার্চুয়ালি রাখি পরাতাম। কিন্তু এ বছর পরাতে পারছি না বলে বেশ খারাপ লাগছে। কিন্তু তাই বলে দাদাকে রাখি পরাবো না। তাই দাদার জন্য আজ একটি রাখি বানালাম। রাখি পূর্ণিমার এই দিনে বোন হিসাবে দাদার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।দাদা যেনো তার পরিবার নিয়ে বেশ ভালো থাকেন। বন্ধুরা আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে।আজ আমি ক্লে দিয়ে দাদার জন্য একটি রাখি বানিয়েছি। আজ সেই রাখি বানানোর পদ্ধতিই আপনাদের সাথে শেয়ার করবো। রাখিটিবানাতে আমি উপকরণ হিসেবে ব্যবহার করেছি বিভিন্ন রং এর ক্লে সহ আরও কিছু উপকরণ ।রাখিটি আমি কিভাবে বানিয়েছি তা নিম্নে প্রদত্ত হলো।

প্রয়োজনীয় উপকরণ

r22.jpg

r2.jpg

১।বিভিন্ন রং এর ক্লে
২।ক্লে টুলস
৩।লাল রং এর সুতা
৪।পুথি
৫।সাদা কাগজ
৬।কাঁচি
৭।গাম
৮।কাঠের বোতাম

ক্লে দিয়ে রাখি তৈরির ধাপ সমূহ

ধাপ - ১

r21.jpg

r20.jpg

প্রথমে হলুদ রং এর ক্লে দিয়ে পাঁচটি বল বানিয়ে নিয়েছি। এবং হাতের সাহায্যে কিছুটা লম্বা করে নিয়েছি বলের এক পাশে।

ধাপ - ২

r19.jpg

r18.jpg

ক্লে গুলো কাঠের বোতামের উপর লাগিয়ে নিয়েছি। এবং ক্লে টুলস দিয়ে পাপড়ির শেপ বানিয়ে নিয়েছি। এবং ফুলের মাঝখানে ডিপ গোলাপী ক্লে দিয়ে দিয়েছি।

ধাপ - ৩

r17.jpg

r16.jpg

r15.jpg

সবুজ রং এর ক্লে দিয়ে পাতা বানিয়ে ফুলের চারপাশে লাগিয়ে দিয়েছি।

ধাপ - ৪

r14.jpg

r13.jpg

ফুলের পাশে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেখানে ডিপ গোলাপী ক্লে দিয়ে বল বানিয়ে বসিয়ে দিয়ে রাখিটি বানিয়ে নিয়েছি।

ধাপ - ৫

r11.jpg

এবার রাখি হাতে বাধাঁর জন্য একটি সুতায় ৬টি পুথি গেঁথে নিয়েছি।

ধাপ - ৬

r10.jpg

এবার পুথি ঢোকানো সুতাটির দু'পাশে তিনটি করে পুথি রেখে মাঝখানে ফাঁকা করে নিয়েছি। সুতার অংশটি রাখির পিছনে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭

r12.jpg

r9.jpg

r8.jpg

এবার রাখির পিছনের সুতা যেনো দেখা না যায় সেজন্য রাখির সাইজ অনুযায়ী একটি সাদা কাগজ গোল করে কেটে নিয়েছি। সাদা গোল কাগজটি গাম দিয়ে রাখির পিছনে সুতার উপর লাগিয়ে দিয়েছি। ব্যস তৈরি করে নিলাম ক্লে দিয়ে সুন্দর একটি রাখি।

উপস্থাপন

r6.jpg

r7.jpg

r8.jpg

আশাকরি আমার আজকে ক্লে দিয়ে আমাদের প্রিয় @rme দাদার জন্য বানানো রাখিটি আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোন পোষ্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। নিরাপদে থাকুন। নিজের যত্ন নিন ও পরিবারের বৃদ্ধ ও শিশুদের খেয়াল রাখুন। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

শ্রেনীডাই পোস্ট
পোস্ট তৈরি@selina 75
তারিখ৯ই আগস্ট, ২০২৫ ইং
মোবাইলSamsung A10
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

image.png

image.png

image.png

Sort:  
 2 days ago 

দাদার জন্য রাখি তৈরি করেছেন দেখে মুগ্ধ হয়েছি। আপনার হাতের কাজ চমৎকার। দারুন একটি রাখি তৈরি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 18 hours ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 days ago 

cmc.png

 2 days ago 

xp.png

xp1.png

xp3.png

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

দাদার জন্য চমৎকার রাখি তৈরি করেছেন আপু। ক্লে দিয়ে রাখি দেখতে খুব সুন্দর হয়েছে। আজকের এই দিনে বোন ভাইকে রাখি পড়ানোর মাধ্যমে রাখি উৎসব পালন করে থাকে। ভাই বোনের সম্পর্ক অটুট রাখার জন্য দারুন এক মাধ্যম। ভার্চুয়ালি দাদাকে রাখি পড়াতেন এবছর পড়াতে পারেননি। তবে এই সুন্দর পোস্ট দাদা দেখলে খুব খুশি হবেন।

 20 hours ago 

আপু আপনি তো খুব সুন্দর করে ক্লে দিয়ে রাখি বানিয়েছেন দাদার জন্য। তবে আপনার ক্লে দিয়ে বানানোর রাখিটি দাদা পোষ্টের মধ্যে দেখলে অনেক খুশি হবে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লে দিয়ে রাখি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 8 hours ago 

একদম ক্রিয়েটিভ কাজ করেছেন আপনি। ক্লে দিয়ে চমৎকার দেখতে রাখি বানিয়েছেন। ভিন্ন ভিন্ন কালারের ক্লে হওয়াতে আরো দারুন দেখাচ্ছে রাখি টি। প্রত্যেকটা ধাপ খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। সব মিলিয়ে দারুন ছিলো আপনার পোস্টটি।