"মেসির" বিশ্বকাপ জয়ে|| স্বরচিত কবিতা আবৃত্তি||~~

in আমার বাংলা ব্লগ3 years ago


আসসালামু আলাইকুম/আদাব


টানটান উত্তেজনায় বিজয়ী শুভেচ্ছা সবাইকে। আসা করি সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি।আর এই আনন্দঘন কিংবা মেঘাচ্ছন্ন সময়ে সবাই ভালো থাকবেন। নিজের খেয়াল রাখবেন এটাই প্রার্থনা করি।


received_557453882502012.jpeg


বন্ধুরা অবশেষে স্বপ্ন হলো পূরণ।অনেক জল্পনা-কল্পনা তর্ক বিতর্ক পেরিয়ে বিজয় উল্লাসে মত্ত সারা বিশ্ব। সেই ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত আমি। আর্জেন্টিনার ভক্ত হয়েছি এইজন্য যে, আমার বাবা আর্জেন্টিনাকে খুব বেশি সাপোর্ট করতো।বাবার কাছ থেকে আর্জেন্টিনার সমর্থক দেখতে দেখতে আর্জেন্টিনাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম।কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলা টি আমাকে অনেক বেশি মর্মাহত করেছিল।যখন পরপর তিনটা গোল অফসাইড হলো তখন থেকেই ভীষণ খারাপ লাগছিল।সেদিন হার্টবিট খুব দ্রুত চলতে শুরু করছিল।তারপর কোনরকম নিজেকে সামলিয়ে নিয়েছিলাম।এরপরের খেলাগুলোও উত্তেজনা ছিল কিন্তু নিজের মনকে বুঝিয়েছি।বেশি উত্তেজিত হয়ে নিজের শরীর খারাপ করা যাবেনা। তারপরেও গত কালকের ফাইনাল খেলা দেখতে গিয়ে।কখনো ঠোঁটের কোনে হাসি ছিল।কখনো উত্তেজনা ছিল। কখনো বা বুকের ভেতরটা ধরফর করছিল। কখনো পাহাড় চোখের জল গড়িয়ে পড়ছিল বুকের ভেতর পর্যন্ত।অবশেষে যখন আর্জেন্টিনার বিজয় বাঁশি বেজে উঠলো।তখন মনে হয় এ দেহে প্রাণ ফিরে এল।নতুন একটা উৎকণ্ঠা কাজ করছিল।আনন্দ আর উচ্ছ্বাসে নীরবতা পালন করেছি বেশ কিছুক্ষণ।খুব ভালো লেগেছিল যখন সবাই পুরস্কৃত হচ্ছিল।সেই মুহূর্তটা আমার কাছে এতটাই ভাল লেগেছে যে আপনাদেরকে কোন ভাষায় কিংবা আবেগ দিয়ে বোঝাতে পারবো না।সেই সোনালী ট্রফিতে যখন মেসির চুম্বন করছিল। ঠিক সেই মুহূর্তটা কতটা আবেগ কাজ করছিল আমার ভেতরে, তা আপনাদের বলে বোঝাতে পারবো না।মেসি আমার খুব ভালো একজন খেলোয়ার আমি তার খেলার ভক্ত-দর্শক।তাই প্রিয় মেসিকে নিয়ে আজ একটি কবিতা না লিখে পারলাম না।কবিতাটি লিখে দুবার পড়ে আবৃত্তি করার চেষ্টা করলাম।এবং সেই চেষ্টার প্রয়াস আপনাদের সাথে শেয়ার করছি এখন।আশাকরি আপনাদের ভাল লাগবে আর আপনাদের সামান্যতম ভালো লাগাও আমার জন্য ব্যাপক প্রশান্তির।তো চলুন বন্ধ রা শুনে আসা যাক। আমার আজকের লেখা কবিতা "লিওনেল মেসি"



♥"লিওনেল মেসি"♥

IMG_20221219_224954.jpg

বিশেষ দ্রষ্টব্য- মেসির এই ছবিটি আমার ফোন থেকে তোলা।
ডিভাইস-OPPO A5


সেলিনা সাথী


ভিডিও লিংক


কবিতার লিরিক্স

"লিওনেল মেসি" অনন্ত এক অনুপ্রেরণার নাম।
তাঁর জীবনদর্শন থেকে নেয়া, কিভাবে দারিদ্রতার সাথে লড়াই করে, জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে লক্ষ-কোটি মানুষের মনের শক্তি ও সাহস যোগায়।
সেই মানবীয় গুনাবলীর মানবিক মেসিকে
অনেকের মতো আমিও শ্রদ্ধা করি।
সম্মান করি, আর ভালোবাসি হৃদয় থেকে।

হত দরিদ্র পরিবার থেকে উঠে আসা,
আর্থিক অনটনের সংসারে বড় হওয়া
অনন্য এক নাম লিওনেল মেসি।
সেই মেসি আজ বিশ্বসেরা উজ্জ্বল নক্ষত্র।
মানবিক মূল্যবোধসম্পন্ন এক অসাধারণ মানব।

কাতার ফিফা ফুটবল বিশ্বকাপে
দলকে সেই স্বপ্নময় বিশ্বকাপ
অর্জন করিয়ে দেয়ার মহানায়ক-
গোল্ডেন বল বিজেতা।

বিশ্বসেরা ফুটবলাররা অনেকেই বলেছেন
মেসিকে কিছু বলতে যেও না।
তাকে শুধু দেখে যাও,,দেখার মত করে।
তাইতো আমার চোখে দেখা
বিশ্ব সেরাদের ও সেরা তুমি।

তুমি অদম্য, তুমি অনন্য, তুমি সাহসী,
তুমি জাদুকর, তুমি ম্যাজিশিয়ান, তুমি নিখুঁত
,তুমি নির্ভিক অকুতোভয়, তুমি যোদ্ধা,
তুমি সৈনিক, তুমি স্বপ্নদ্রষ্টা।
তুমি নিপুন কারুকার্যের নান্দনিক ফুটবল শিল্পী।
তুমি বীর, তুমি হার না মানা এক জলন্ত অগ্নিগিরি।
ফুটন্ত লাল টগবগে আগুনের লাভা।

যতদিন এই বিশ্বে ফুটবল খেলা থাকবে,
ততদিন মেসি নামক এই অগ্নিগিরির কথা
স্মরণ করবে ফুটবল বিশ্ব।
ফুটবল বিশ্বে স্বর্ণাক্ষরে লেখা থাকবে
লিওনেল মেসির নাম।
তোমার বিশ্বকাপ জয়ের সাক্ষী হতে পেরে,
নিজেকে ধন্য মনে করছি।
নিজেকে বড় বেশি গর্বিত মনে করছি।

হে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার-
বিশ্বজয়ী আদর্শের প্রতীক,
তোমার চুম্বনে সার্থক হল সোনালী ট্রফিটা।
লিওনেল মেসি তুমি হাজার রঙে রাঙিয়েছ
ফুটবল বিশ্বকে,সোনালী ট্রফিতে তোমার স্পর্শ
দোল খায়, কোটি কোটি ভক্ত হৃদয়ের মোহনায়।

এত উত্তেজনা, এত উল্লাস, এত আবেগ,
এত উচ্ছাস, এত উন্মাদনা, এত আনন্দ,
আর বাঁধভাঙ্গা অশ্রুকণা,
ছড়িয়ে দিলে কাতার বিশ্বকাপে।

ছিটিয়ে দিলে ফাইনাল বিশ্বকাপ
এর সৌন্দর্যের পাপড়ি,
ফুটবল বিনোদনকে করলে মুখরিত।
তোমার নান্দনিক ছন্দময় খেলা
প্রাণবন্ত করেছে,তোমার ভক্ত প্রেমীদের।

তুমি বিশ্বসেরা ফুটবলার, সারা বিশ্বময়।
শুধু তোমার পায়ের জাদুই নয়,
তোমার সুন্দর ব্যক্তিত্ব, মুগ্ধ করে বিশ্ববাসীকে।

আর তাই ফুটবলের আলোয় আলোকিত তুমি।
সফল তুমি, সার্থক তুমি, তুমিই চ্যাম্পিয়ন।
লিওনেল মেসি তুমি থাকবে, কোটি প্রাণের ভালোবাসায়। অন্তরের অন্তঃস্থলে।
প্রজন্ম থেকে প্রজন্মে।



dropshadow_1629707620635.jpg

আমি সেলিনা সাথী। আমার প্রফেশন, প্রেজেন্টার, ট্রেইনার ও মোটিভেটর। আমি একজন সমাজ কর্মি ও সংগঠক। এছারা ও তৃনমূল নারী নেতৃত্ব সংঘের নির্বাচিত সভাপতি বাংলাদেশ। আমি "নারীসংসদ"
এর প্রতিষ্ঠাতা সভাপতি, ও প্রতিষ্ঠাতা সভাপতি "সাথী পাঠাগার"। আমার লেখা মোট ১০ টি একক ও যৌথ কাব্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। একুশে বই মেলায় প্রতি বছর একটি করে কাব্য গ্রন্থ প্রকাশের চেস্টা করি। আমার লেখা কাব্যগ্রন্থের মধ্যে "মিস্টি প্রেম" (উপন্যাস), "অশ্রু ভেজা রাত" (কবিতা), "জীবন যখন যেমন" (কবিতা), "একুশের বুকে প্রেম" (কবিতা), "নারীকন্ঠ" (ম্যাগাজিন) অন্যতম।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

Sort:  
 3 years ago 

বাহ আপু খুব সুন্দর কবিতা লিখেছেন তো। আপনার কণ্ঠে এই কবিতা শুনে আরও বেশি ভালো লাগলো। আমি ব্রাজিলের সাপোর্টার ছিলাম কিন্তু আপনার এই কবিতা শুনে তারপরও অনেক ভালো লেগেছে। আমার কাছে সবসময়ই আপনার কবিতা অনেক ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

গতকাল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে তাই সেটা নিয়ে একটি কবিতা লেখার ক্ষুদ্র প্রচেষ্টা করেছি এবং সেই কবিতাটি আবৃতি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আপনার ভালো লেগেছে শুনে আনন্দিত হলাম।

 3 years ago (edited)

বাহ আপু আপনার তুলনা হয় না, মেসিকে নিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখে এবং সেটা আবৃতী করেছেন। অনেক বেশি ভালো লেগেছে এবং সময়োপযোগী একটি আয়োজন ছিল আমাদের সবার জন্য ধন্যবাদ।

 3 years ago 

গতকাল আর্জেন্টিনা বিশ্বকাপ পেয়েছে তাই তো সেটা নিয়ে কবিতা লিখে আবৃত্তি করেছি, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মেসিকে নিয়ে কোন লেখাই যথেষ্ট নয়। মেসি একজনই হয়। অনেকেই মেসিকে নিয়ে লিখে বলে। একেক জনের লেখা এবং বলা ভিন্ন।আপনি মেসিকে নিয়ে একটি কবিতা আবৃতি করেছেন। আবৃতিটা শুনলাম, অসাধারণ আবৃতি করেছেন আপু। কবিতার প্রতিটি কথাই যেন শুধু মেসির সাথেই যায়, মেসিকেই মানায়। আবৃতির ধরনটা ও ছিলো চমৎকার। ধন্যবাদ আপু সুন্দর একটি আবৃতির জন্যে।

 3 years ago 

সহমত পোষণ করছি শুধু মেসিকে নিয়ে লেখাই যথেষ্ট নয়। আরো অনেক বড় বড় বিষয় রয়েছে। আমার কবিতা এবং আবৃত্তি, আপনার ভালো লেগেছে জেনে অনেক বেশি খুশি হলাম। এভাবেই পাশে থাকবেন সবসময় শুভকামনা হয়ে♥♥

 3 years ago 

সত্যি যখন আর্জেন্টিনা জয়ী হয়েছিল আর্জেন্টিনা সাপোর্টার সবগুলোই অনেক খুশি হয়েছিল। আপনি মনে হয় লিওনেল মেসির অনেক বড় ভক্ত। তাইতো আজকে তাকে নিয়েই অসাধারণ একটি কবিতা লিখেছেন এবং সেই কবিতাটি আবৃতি করেছেন। কবিতার প্রত্যেকটি লাইন ছিল মন ছোঁয়া। সত্যিই যখন কারো প্রিয় দল জয়ী হয় তখন এরকম উল্লাস সবার মনেই কাজ করে। ভীষণ ভালো লাগলো শুনে। ধন্যবাদ সুন্দর কবিতা নিয়ে শেয়ার করার জন্য।

 3 years ago 

শুধু আর্জেন্টিনা নয় যে কোন দল জিতে গেলে তার সাপোর্টাররা আনন্দ উল্লাস করবে এটাই স্বাভাবিক একটা বিষয়।তবে আর্জেন্টিনার যখন হেরে যাওয়ার মত অবস্থা তখন হৃদপিণ্ড কেমন যেন অনেক বেশি সচল হয়েছিল।♥♥

 3 years ago 

বোঝাই যাচ্ছে আপনি আর্জেন্টিনার অনেক বড় ভক্ত তাইতো কোন ভাবনা চিন্তা ছাড়াই মেসিকে নিয়ে কবিতা লিখে ফেলেছেন। আপনি অনেক খুশি হয়েছেন তাই না। প্রথম ম্যাচে যখন আর্জেন্টিনা হেরে গিয়েছিল তখন আর্জেন্টিনা সাপোর্টার অনেক দুঃখী হয়ে গিয়েছিল তাদের অনেক মন খারাপ হয়েছিল। এখন তো সেই দলে জয়ী হয়েছে সাপোর্টাররা অনেক খুশি হয়েছে এবং তাদের আশা পূরণ হয়েছে তার সাথে মেসির স্বপ্ন পূরণ হয়েছে। আপনার কবিতাটি কিন্তু এমনিতে খুবই ভাল ছিল। আপনার কবিতাগুলো আমার কাছে সব সময় ভালো লাগে। আবৃতির জন্য আরো বেশি ভালো লেগেছে।

 3 years ago 

একদম ঠিক ধরেছেন আপু। আমি সেই ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত। আর এখন মেসিকে অনেক ভালো লাগে। তার খেলা আমাকে অনেক বেশি আকর্ষিত করে। তাই তো তাকে নিয়ে লেখার চেষ্টা করেছি। যে লেখাটা আসলেই মেসির জন্য যথেষ্ট নয়।আমার আবৃত্তি আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।♥♥

 3 years ago 

সত্যি বলতে আপু এই জন্য এক অন্যরকম বিশ্বকাপ দেখলাম নিজের মধ্যে অনেক অনুভূতি কাজ করছিল। এতটা খুশি হয়েছিলাম যে খুশিতে অনেক বেশি কান্না করেছিলাম সেদিন, আপনি একদম সত্য কথা বলেছেন যখন মেসি সেই সোনালী ট্রফিতে চুম্বন করছিল সেই মুহূর্তটা দেখে অনেক বেশি আবেগী হয়ে পড়েছিলাম। শেষমেষ আপনার এই কবিতাটি আমার কাছে খুবই ভালো লাগলো আপনি বরাবরই অনেক সুন্দর সুন্দর কবিতা রচনা করে আমাদের মাঝে উপস্থাপন করে থাকেন।

 3 years ago 

বিশ্বসেরা ফুটবলাররা অনেকেই বলেছেন
মেসিকে কিছু বলতে যেও না।
তাকে শুধু দেখে যাও,,দেখার মত করে।
তাইতো আমার চোখে দেখা
বিশ্ব সেরাদের ও সেরা তুমি।

আপনার আপনার কথা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। চমৎকার লিখেছেন। কবিতাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার মতো মেসি আমার ও প্রিয় একজন খেলোয়াড়। আপনার চমৎকার কবিতা আবৃত্তি শুনে মুগ্ধ হয়ে গেলাম। আপনার জন্য শুভ কামনা রইলো আপু।

 3 years ago 

খুব সুন্দর হয়েছে আপু মেসিকে নিয়ে আপনার কবিতাটি। আর আবৃত্তিও বেশ ভাল হয়েছে। যদিও আমি ব্রাজিলের সাপোর্টার কিন্তু মেসির খেলা বেশ ভাল লাগে। অনেক শুভ কামনা আপনার জন্য।