ভিডিওগ্রাফি পোস্ট।।রঙ্গন ফুলের চমৎকার ভিডিওগ্রাফি!!
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
প্রিয় বন্ধুরা আজ আপনাদের সাথে একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করে নেবো।আজকের ভিডিওগ্রাফীতে আছে আপনাদের সকলের প্রিয় লাল দেখতে চমৎকার রঙ্গন ফুল।মূলত রঙ্গন ফুলকে কমবেশি সবাই পছন্দ করে তাই বার বার এই ফুলেরই বিভিন্ন ফটো শেয়ার করে থাকে।কিন্তু আজকে আমি ফটোর সাথে সাথে আরো দারুন দেখতে একটি ভিডিওগ্রাফিও শেয়ার করেছি।
মূলত আমাদের দেশে অনেক ধরনের রঙ্গন ফুল হয়ে থাকে।তবে সব গুলো থেকে লাল কালারের রঙ্গন ফুলটি সবার নজর কাড়ে।কারণ এই লাল কালারের রঙ্গন ফুলের সৌন্দর্য্য অনন্য।আর আমিও তাই শেয়ার করেছি লাল দেখতে দৃষ্টি নন্দন একটি রঙ্গন ফুল এর ফটো এবং ভিডিওগ্রাফি।
রঙ্গন ফুলের সুগন্ধ নেই তবে এর পাপড়ী গুলো খুবই ঘন ঘন এবং গোছালো থাকে।মানুষ তাদের বসতবাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্যে এই ফুলের গাছ লাগিয়ে থাকে।রঙ্গন ফুলের গাছ লম্বায় প্রায় পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে।আমি এই ফুলের ফটো গুলি এবং ভিডিওগ্রাফি সংগ্রহ করেছিলাম ঢাকার শ্রীরামপুর থেকে।আশা করি আমার ধারণ করা রঙ্গন ফুলের ফটো এবং ভিডিওগ্রাফিটি আপনাদের ভালো লাগবে।
🔗ভিডিও লিংক:🔗
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন 👇
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1953508666914877597?t=xCDo-xtbN3j-Err5fcftIA&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1953615355068448913?t=HlPAEHUSCzpEj4zcVrQF-w&s=19
রঙ্গন ফুলের চমৎকার ভিডিওগ্রাফি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। দারুণভাবে আপনি সৌন্দর্য তুলে ধরেছেন। এই ফুল দেখতে অনেক সুন্দর লাগছে ভাইয়া।
খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি করেছেন। রঙিন ফুলের ভিডিওগ্রাফি দেখতে খুবই সুন্দর লাগছে। খুব দারুণভাবে আপনি ভিডিওটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
রঙ্গন ফুল দেখতে ভীষণ সুন্দর হয়ে থাকে। থোকায় থোকায় ফুল ফোটে যা খুবই আকর্ষণীয় লাগে। রঙ্গন ফুলের ভিশন সুন্দর কিছু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে বেশ ভালো লাগলো ধন্যবাদ।
রঙ্গন ফুল অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আর এই ফুলের সৌন্দর্য আমাকে অনেক বেশি মুগ্ধ করে থাকে৷ আর আজকে যেভাবে আপনি চমৎকারভাবে এই রঙ্গন ফুলের ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এখানে এই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি শেয়ার করার মধ্য দিয়ে আপনার দক্ষতাকে আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷
আপনি দেখছি খুব সুন্দর করে রঙ্গন ফুলের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেছেন। তবে আপনার ভিডিওগ্রাফিটি দেখে খুব ভালো লাগলো। এবং রঙ্গন ফুল আমাদের খুব পরিচিত একটি ফুল। সুন্দর করে রঙ্গন ফুলের ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।