ইউটিউব ভিলেজ ভ্রমণ//দ্বিতীয় পর্ব।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
ইতিমধ্যেই আমি ইউটিউব ভিলেজ ভ্রমণের প্রথম পর্ব শেয়ার করে ফেলেছি। আজকে চলে আসলাম আপনাদের মাঝে দ্বিতীয় পর্ব শেয়ার করার জন্য। তো বন্ধুরা আজকের আমার এই পর্বে রয়েছে ইউটিউব ভিলেজের ভিতরের কিছু অংশ। সেই সাথে কিছু বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। ইউটিউব ভিলেজে গিয়েছিলাম আমি এবং আমার এক বন্ধুরসহ। প্রথমে গিয়ে আমরা দুটো টিকিট কেটে নিয়েছিলাম। যদিও বা আগেই টিকিটের মূল্য ছিল 30 টাকা করে কিন্তু বর্তমানে সেই মূল্য দাঁড়িয়েছে পার পিস ৫০ টাকা করে।
মুল গেট দিয়ে পার্কের ভেতরে প্রবেশ করার পরই লম্বা একটি গেট দেখতে পারবেন। যার উপর দিয়ে দেওয়া আছে জালি এবং নিচ দিয়ে ইট বিছানো চিকন একটি সুন্দর রাস্তা। রাস্তার দু দিক দিয়ে রয়েছে আম গাছ সহ আরো বিভিন্ন ধরনের গাছ গাছালি। গাছের নিচের অংশগুলিতে সুন্দর করে চুন মাখিয়ে সাদা করে রেখেছে যা রাস্তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। আমি যখন গিয়েছিলাম তখন নববর্ষের সময় চলছিল তাই গেটের সামনে নববর্ষের বোর্ড সুন্দর করে কালার করে ঝুলিয়েছিল। তারপরে বাম পাশে তাকালেই দেখতে পারবেন সুন্দর একটি ফোয়ারা।
ফোয়ারা বলতে মাঝখানে সুন্দর একটি ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে আর সেই মাঝ কেন্দ্র করে চতুর্দিক দিয়ে মাছের ভাস্কর্য তৈরি করা হয়েছে। আর সেই মাছের মুখ দিয়ে ঝর্ণার সিস্টেম করে দেওয়া হয়েছে। যা দিয়ে অনবরত পানি বের হচ্ছে। এই দৃশ্যটা দেখতে সত্যিই অনেক বেশি চমৎকার। আমার হাতে সময় না থাকার কারণে আমি এই দৃশ্যটার ভিডিওগ্রাফি করতে পারেনি। তবে উপরে আপনাদের মাঝে একটি ফটো শেয়ার করে দিয়েছি। তারপরে ঐ মাঝের রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই আরো চমৎকার দৃশ্য আপনাদের চোখে পড়বে।
সামনে গিয়ে হাতের বাম দিকে গেলে প্রাকৃতিক দৃশ্যের এক অপূর্ব সৌন্দর্য আপনাদের চোখে ফুটে উঠবে। একটি পুকুর রয়েছে আর সেই পুকুরের চতুর্দিক দিয়ে রয়েছে রংবেরঙের ফুলের গাছ। আবার সেই পুকুরের মাঝখানে সিঁড়ি করে সুন্দর করে মানুষের বসার ব্যবস্থা করে দিয়েছে। এই জায়গাগুলোতে মানুষ বসে বিশ্রাম নিয়ে থাকে। আবার পুকুরে দিয়েছে বিভিন্ন ধরনের স্পিড বোট আবার প্যান্ডেল ত্রেসার। সব মিলিয়ে প্রাকৃতিক দৃশ্যের এক অনন্য রূপ যেন এখানেই বিদ্যমান। যাইহোক বন্ধুরা আজকের মত এখানেই শেষ করছি। আবার কথা হবে পরবর্তী পর্বে।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথ আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1955802636269314519?t=ZmL5cwvbVrCO_qm5wuBvoQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1955801971816108524?t=p557aHp0NWbpQEtFSz3iqA&s=19
https://x.com/mdetshahidislam/status/1955801353760202919?t=dD2L75wRzHIW5wRG3-KAlQ&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1955797444266221894?t=5r9u3GWJhiCge40pQw-dtA&s=19