নাটক রিভিউ।। ধনী গরিবের লড়াই।। (পর্ব-১৪)
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid540 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
আমার আজকের ব্লগের বিষয় হচ্ছে নাটক রিভিউ।নাটকের নাম হচ্ছে ধনী গরিবের লড়াই।আশা করি আমার আজকের নাটক রিভিউ ব্লগ টি আপনাদের ভালো লাগবে। ।চুলুন শুরু করি তাহলে।
নাটকটির গুরুত্ববহ তথ্যসমূহ:
নাটকের নাম: | ধনী গরিবের লড়াই |
---|---|
পর্ব নং: | ১৪ |
পরিচালক: | ঈগল টিম |
প্রযোজক: | কচি আহমেদ |
অভিনয়: | ইফতিখার ইফতি, জান্নাতুল মাওয়া, রাফি, মায়া মিম, সহেলী কাকন, জাহাঙ্গীর ,লিপু মামা, সুমন ,রেজা ,মনি ,বৃষ্টি ,জেরিন ,পারভেজ ,ওয়াহিদ রহমান ,সুমন পাটোয়ারী সহ আরো অনেকে |
নাটকটির দৈর্ঘ্য: | ২৪+মিনিট |
রচনা: | সোলায়মান |
সম্পাদনা: | অনিক ইসলাম |
ভাষা: | বাংলা |
দেশ: | বাংলাদেশ |
নাটকের নায়ক ইফতেখার ইফতি নাটকের মধ্যে
সোহাগ নামে পরিচিত আর নায়িকা জান্নাতুল মাওয়া রিমা নামে পরিচিত।
ধনী গরিবের লড়াই নাটকের এই পর্বের শুরুতেই দেখতে পারবেন মোড়ল মশাই এবং সুরু জ মিলে জেলখানায় আটকে রাখা মোড়লের ছেলে রতনের সাথে দেখা করতে গিয়েছে। সেই সাথে রতন কে বলে কালকের মধ্যেই তাকে জেলখানা থেকে ছাড়িয়ে নিবে। এদিকে মোড়ল পরিবারের একমাত্র কর্মজীবী সোহাগের বাবা পঙ্গু হওয়ায় বাসায় বসে বসে দিন যাপন করছে। অতঃপর মামলা যেদিন আদালতে উঠবে সেই দিন সোহাগ এবং রিমা রিকশাচালক জব্বার মিয়ার অনুমতি নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা হয়।
প্রতিমধ্যেই রাস্তায় মোড়ল দের লোকজন এবং সোহাগ ও রিমার সাথে দেখা হয়ে যায়। তাদের মধ্যে বিভিন্ন কথা কাটাকাটি হয়। রিমাকে সুলতানা মামলা উঠিয়ে তাদের দলে যেতে বলে। কিন্তু রিমা তা না করে সোহাগের সাথেই আদালতে চলে যায়। আদালতে দুই পক্ষের সাক্ষী এবং সাক্ষ্য উপস্থাপন করা হয়। যাতে রিমা নিজেই তার মোড়ল পরিবারের বিরুদ্ধে এবং তার ভাই রতনের বিরুদ্ধে সাক্ষী দেয়। এরপর আদালত রতন যে গাড়িচালকের মাধ্যমে সোহাগের বাবাকে ধাক্কা দিয়েছিল তাকে গ্রেফতার করার আদেশ দিয়ে আদালত মন্তব্য করেন।
এদিকে তো মাস্টার মশাই এর কেমিস্ট্রি জমে গেছে 😄। মাস্টারমশাই মোড়ল বাড়ির বড় মেয়ে সুলতানারে নিয়ে ভাবনা করতেছে। মাঝখানে কাজের মেয়ে আইসা বলে সুলতানা আপারে বাদ দিয়া আমারে নিয়া চিন্তা করেন। মাস্টারমশাই রেগে যান।এরপর সুরুজ এবং সুরুজের বাবা মামলাটি নিয়ে কথা বলায় মাঝখানে এসে সুরুজের মা বলে অনেক বাদরামু করেছেন এবার ভালো হয়ে যান না হলে কবরে গিয়েও শান্তি পাবেন না। এই কথা শুনে সুরুজের বাবা রেগে যায়। এদিকে সোহাগের বাসায় ভাতের চাল না থাকায় সোহাগ রিক্সা চালানো শুরু করে। আর সবাই এটাই এটাই চিন্তা করে যে ,ড্রাইভার আমাদের পক্ষে সাক্ষী দিলেই আমরা মামলা জিতে যাব।
এরই মাঝে পুলিশ সেই গাড়ির ড্রাইভার কে ধরে ফেলে।আর সাথে সাথে তাকে থানায় নিয়ে যায়।এদিকে সোহাগ যখন রিক্সা নিয়ে বের হবে বাসা থেকে তখন রিমা সোহাগ এর হাতে বাজারের ব্যাগ তুলে দিয়ে বলে আসার সময় বাজার করে নিয়ে আসিও বাসায় খাওয়ার মতো কিছু নেই।বাজার যদিও না হয় তবে বাবার ওষুধ নিয়ে আসিও।সোহাগ বলে তুমি আমার জন্যে অনেক কষ্ট করতেছো বড়লোক বাড়ির মেয়ে হয়ে।তখন রিমা বলে যাই হয়ে যাকনা কেনো আমি সব সময় তোমার পাশেই থাকবো।তারপর সোহাক রিক্সা নিয়ে বের হয়।এরই মাঝে রিক্সা চালাতে গিয়ে রাস্তায় সোহাগের সাথে রিমার মা এবং বড় ভাবির সাথে দেখা হয়ে যায়।তারপর..............
নাটকের এই পর্বকে নিয়ে আমার মন্তব্য:-
বর্তমান যুগে টাকা পয়সা দিয়ে মানুষ সত্যকেও গোপন করে ফেলতে চায়। আবার এই কলি যুগে এসেও কিছু কিছু মেয়ে রয়েছে যারা তাদের স্বামী সংসার নিয়ে নিজেকে সুখী মনে করে। তার বাস্তব প্রেক্ষাপট তুলে ধরেছে এই নাটকের রিমা এর মাধ্যমে। পরিস্থিতি ক্রমাগত জটিল হওয়া সত্ত্বেও রিমা কোনভাবেই সোহাগের হাত ছাড়তে ইচ্ছুক নয়। বরং ভালোবাসার মানুষ সোহাগের সাথেই রয়েছে। আবার এটাও সঠিক যে হারামের রাজপ্রাসাদ থেকে হালাল এর নুন ভাত খেয়ে বেঁচে থাকাই যেন সুখের অনন্য মাধ্যম। নাটকের নায়ক সোহাগ অবশেষে রোজগার করা শুরু করেছে এটাই বিশাল বড় ব্যাপার। যাই হোক দেখা যাক নাটকের পরবর্তী পর্বগুলোতে কি ঘটতে চলেছে!
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আমার পোস্টের নিচে করা আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই গভীর আশা ব্যক্ত করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো দেখতে পাবো কমেন্ট বক্সে।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1951346086540615682?t=N7DGzMfIyrMYYb1mkQS8sQ&s=19
https://x.com/mdetshahidislam/status/1951344895387402415?t=N7DGzMfIyrMYYb1mkQS8sQ&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1951346663232278581?t=sZoQ780cDgpJkTpyZZZPUA&s=19
খুবই সুন্দর একটা নাটকের 14 পর্বের রিভিউ করেছেন আপনি। আসলে নাটকের রিভিউ পোস্ট দেখলে আমার অনেক বেশি ভালো লাগে। যে নাটকটি আমি দেখি নাই সে নাটক দেখার সুযোগ হয়। কারণ সব সময় আপনারা সুন্দর নাটক গুলোর রিভিউ করে থাকেন। পরবর্তী পর্বগুলোর রিভিউ পড়ার অপেক্ষায় থাকলাম।
অতি শীঘ্রই পরের পর্ব নিয়ে হাজির হবো।আপনার মন্তব্যে অনেক উৎসাহ পেলাম।ধন্যবাদ আপনাকে
আজ আপনি যে নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন, এই নাটকটার কয়েকটা পর্ব আমি দেখেছিলাম। আর আমার কাছে তো তখন অনেক ভালো লেগেছিল নাটকটা দেখতে। আর আজকে আপনি নাটকের ১৪ তম পর্বের রিভিউ শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আশা করি সব গুলো পর্বের রিভিউ এভাবেই শেয়ার করবেন।
নাটক দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে আপনি ধনী গরিবের লড়াই নাটকের রিভিউ করেছেন। তবে এখনো অনেক মেয়ে আছে শত কষ্ট হলে স্বামীর হাত ছাড়তে চাই না। চেষ্টা করে স্বামীর পাশে থাকতে। যেমনটি নাটকের রিমা সোহাগের পাশে রইলো। নাটকের রিভিউ খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।