স্বরচিত এক গুচ্ছ অনু কবিতা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
📝 একগুচ্ছ অনু কবিতা 📝
লেখক:-ই.টি শাহিদ ইসলাম
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তাছাড়াও অনেক সময় ভিন্ন রকম কবিতা গুলি লিখতে ভালবাসি। আমার জীবনে প্রথম কবিতা লিখেছিলাম ক্লাস সেভেনে। আমার মাদ্রাসাকে নিয়ে। তারপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অনেক কবিতা লিখেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই সেগুলো সংরক্ষণ করে রাখতে পারিনি। কারণ মাঝখানে প্রায় দুই বছর কোনরকম কবিতা লিখিনি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিলো যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
কয়লার মাঝে থাকে ময়লা
তাহা তবুও অনেক দামি,
ভালোর ঘরে জন্মালে ভালো হয়না
গড়ে ওঠে কতইনা অমানুষ জাতি।
ভালো মন্দের শিক্ষা পেলে
মানুষ তবেই সুশীল হয়ে ওঠে।
📝অনু কবিতা নং:-২📝
গ্রীষ্মের তাপদাহ পড়েছে হেমন্তে!
কঠিন তাপ লাগছে গায়ে
সূর্যি মামা ক্ষেপেছে।
নদীর ধারের মাটিগুলো
ফেটে হয়ে যাচ্ছে চৌচির,
কৃষক হালচাষে করছে প্রস্তুত জমিগুলো
ভাত নিয়ে যেতে ঘাম ঝরছে কৃষক গিন্নির।
তবুও কেহ মনোবল হারাচ্ছেনা
জীবন দিয়ে লড়ে যাচ্ছে তারা,
জীবনে করছে ভালো কিছুর প্রত্যাশা।
📝অনু কবিতা নং:-৩📝
কেনো ভাই তোরা প্রেম করিস?
প্রেমের আছে অজস্র জালা,
একবার প্রেমের ঘরে ঢুকে দেখ
জীবন হয়ে যাবে তেজপাতা।
যে বন্দা জীবনে, করেনি প্রেম
তার মনে থাকে বড় আফসোস,
যে বান্দা করেছে প্রেম,সে বলে
প্রেমে ডুব দেওয়া মানুষের জীবন শেষ।
📝অনু কবিতা নং:-৪📝
মনে আমার বড় আশা
ঘুরবো দেশ হতে দেশ দেশান্তর,
দেখবো প্রকৃতির সৌন্দর্যতা
তব জুড়াবে এ হৃদয়,অন্তর।
কথা হবে ভিন্ন ভাষায়
ভিন দেশীদের সাথে,
দেখবো আছে কত মাধুর্যতা
আমার সোনার বাংলার সাথে।
অনু কবিতা গুলি নিয়ে আমার অনুভূতি:-
অনু কবিতা লিখতে ভালোই লাগে কারণ এখানে খন্ডাকারে বিভিন্ন ভাবকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলা যায়। ভিন্ন ভিন্ন বিষয়কে ভিন্ন ভিন্ন আঙ্গিকে লেখা যায়। আজকে আপনাদের সাথে বেশ কয়েকটি অনু কবিতা লিখে শেয়ার করেছি। আজকের অনু কবিতা গুলির মধ্যে রয়েছে পরিবেশ পরিস্থিতি যেমনই হোক প্রত্যেকটা জিনিসের মূল্যবোধ অনুযায়ী সেই জিনিসের মূল্য নির্ধারণ করা উচিত তারপরে জগতের প্রেম ভালোবাসা নিয়ে লিখেছি আবার ঋতুচক্রের পরিবর্তন সম্পর্কেও লিখেছি সেই সাথে আরো লেখার চেষ্টা করেছি আমার নিজের মনের বাসনা নিয়ে। সব মিলিয়ে ভিন্ন ভিন্ন অনুভূতি শেয়ার করার চেষ্টা করেছে। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
https://x.com/mdetshahidislam/status/1957414695444631998?t=r18P62ozOsfp6bNFsypbKQ&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1957257202059931920?t=YYfqWefIs0YPIDB3HgICPQ&s=19
খুবই সুন্দর করে লিখেছেন তো আপনি আজকের কবিতাগুলো। আপনার এত সুন্দর সুন্দর অনু কবিতা গুলো পড়ে মনটা ভালো হয়ে গেল। প্রতিটা অনু কবিতা আপনি অনেক সুন্দর টপিক তুলে ধরে লিখেছেন। সবগুলো কবিতা খুবই সুন্দর ছিল। এরকম অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। আশা করি আপনার লেখা কবিতা পরবর্তীতেও পড়তে পারব।
আপনাদের ভালো লাগাতেই আমার কাজের সার্থকতা বিরাজমান।প্রতি সপ্তাহেই চেষ্টা করবো একটা করে অণু কবিতা পোস্ট শেয়ার করার।
বেশ সুন্দর সুন্দর কিছু অনু কবিতা আপনি রচনা করেছেন। সুন্দর টপিক নিয়ে এবং ছন্দময় করে রচনা করেছেন আপনি, যা পড়ে ভীষণ ভালো লাগলো। একদম প্রথম অনু কবিতাটি পড়ে একটু বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।