কবিতা পোস্ট।। এক গুচ্ছ অণু কবিতা।।
হ্যালো আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই?আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।আমি @shahid420 বাংলাদেশ থেকে।বন্ধুরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ব্লগ নিয়ে।চলুন আজকের ব্লগ টি শুরু করা যাক।
📝 একগুচ্ছ অনু কবিতা 📝
লেখক:-ই.টি শাহিদ ইসলাম
আমি কোন প্রফেশনাল কবি নই তাও মাঝে মাঝে মন খারাপ থাকলেই কবিতা লিখতে বসি। তাছাড়াও অনেক সময় ভিন্ন রকম কবিতা গুলি লিখতে ভালবাসি। আমার জীবনে প্রথম কবিতা লিখেছিলাম ক্লাস সেভেনে। আমার মাদ্রাসাকে নিয়ে। তারপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে যুক্ত হওয়ার পূর্ব পর্যন্ত অনেক কবিতা লিখেছিলাম। দুর্ভাগ্যজনক হলেও সত্য এটাই সেগুলো সংরক্ষণ করে রাখতে পারিনি। কারণ মাঝখানে প্রায় দুই বছর কোনরকম কবিতা লিখিনি। তবে এটা সত্যিকার অর্থেই বলছি কবিতা লেখাটা হচ্ছে মনের ভালোলাগার খোরাক। কবিতা এমন একটি শিল্প যেটায় অল্প কিছু ভাষার মধ্যে অসম্ভব রকমের বিষয়বস্তু ফুটিয়ে তোলা যায়। কবিতা হল কবির চিন্তা মননশীল মনের ভাব কে সুন্দরভাবে ফুটিয়ে তোলে। আমি সাধারণত অনু কবিতা লিখিনা পূর্ণাঙ্গ কবিতা লিখে থাকি। কিন্তু আজকে আমার কোন পূর্ণাঙ্গ কবিতা লেখা ছিল না সব আগেই শেষ হয়ে গিয়েছিলো যার কারণে আজকে অনু কবিতা লিখতে বসলাম চলুন দেখে নেওয়া যাক আমার আজকের অনু কবিতাগুলি।
📝অনু কবিতা নং:-১📝
আজি মুক্তময় স্বাধীন দেশে
তবুও যেনো সবি অচেনা,
থাকতে চাই মোরা শান্তির নীড়ে
চাইনা কভু দাঙ্গা হাঙ্গামা।
📝অনু কবিতা নং:-২📝
মানুষের ঘরে জন্ম আমার
মানুষ হলাম আর কই!
নিজের স্বার্থে অন্যকে করি বলি দান
আগে নিজেরটা ভাবী তাই।
যত আছে মোর ভূরী ভূরী
তবু অন্যেরটা আত্মসাৎ করি।
📝অনু কবিতা নং:-৩📝
প্রকৃতির সৌন্দর্য রূপে অনন্য
যাই দেখি দুচোখে সবি স্রষ্টার সৃষ্টি,
প্রকৃতিতে যে শান্তি নাইকো অন্যত্র
তাইতো মন থেকে প্রকৃতিকে ভালোবাসি।
অনু কবিতাগুলি নিয়ে আমার অনুভূতি:-
মূলত মানুষ হয়ে মানুষের ঘরে জন্ম নিয়েও আমরা কিছু কিছু ক্ষেত্রে পশুর মত আচরণ করি। আমাদের নিজেদের যতই অর্থ সম্পদ থাকুক না কেন তবুও যেন অন্যের জীবন বিপন্ন করে তার সেই সম্পদ আত্মসাৎ করাই মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। কিভাবে আমরা অন্যের ক্ষতি করব সেই চিন্তায় মত্ত থাকি। একই দেশ বারবার স্বাধীন হওয়ার পরেও আমরা নিশ্চিন্তে শান্তি মনে জীবন কাটাতে চাই। কিন্তু সেটা আর সম্ভব হলো কই। কেননা মানুষ হিসেবে আমরা কেবল নিজের স্বার্থেই বিভোর থাকি তাছাড়াও এ সকল পরিবেশ থেকে বেরিয়ে নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে নিতে পারলেই কিছুটা হলেও মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়। কেননা প্রকৃতির সৌন্দর্য অপরিসীম। যাই হোক বন্ধুরা আমার আজকের আয়োজন ছিল এতটুকুই। অসুস্থতার জন্য সময়টা খুবই খারাপ যাচ্ছে। আশা করি আমার আজকের পোস্ট আপনাদের কাছে ভালো লাগবে।
আমার লিখে যাওয়া প্লাটফর্ম এর এই লেখাগুলো থেকে যাবে চিরকাল, সেই সাথে আপনাদের মন্তব্য গুলিও থেকে যাবে অনন্তকাল।তাই আশা করছি আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো কমেন্ট বক্সে দেখতে পাবো ।
Device | Redmi 12 |
---|---|
Country | Bangladesh |
Location | Rangpur, Bangladesh |
vote@bangla.witness as a witness
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
আজকে আপনি সুন্দর অনুভূতি দিয়ে সুন্দর তিনটি অনু কবিতা লিখেছেন। আর আপনার ভিন্ন ভিন্ন টপিক নিয়ে লেখা অনু কবিতা পড়ে কিন্তু আমার কাছে খুব ভালো লাগলো। এবং অনু কবিতার মধ্যে নিজের সুন্দর অনুভূতি প্রকাশ করা যায়। ভিন্ন ভিন্ন টফিক নিয়ে তিনটি ভিন্ন রকম কবিতা অনু কবিতা শেয়ার করেছেন তাই ধন্যবাদ।
আপনার উৎসাহ মূলক মন্তব্য পেয়ে আরও বেশি কাজের প্রতি অনুপ্রেরণা পেলাম। অসুস্থতার মধ্যেও সুন্দর করে লেখার চেষ্টা করেছি। আপনাদের ভালো লেগেছে তাতেই আমি খুশি।
https://x.com/PussFi_FNDN/status/1954135345555251676?t=qMOXeEjUIoPlrr0lKywRLg&s=19
X PROMOTION
https://x.com/mdetshahidislam/status/1954523706757390717?t=wH-kwePMTVWkTL5dOGEjdA&s=19